Jared Isaacman

স্কুল পালিয়ে, ঋণ নিয়ে ৬ লক্ষ ২০ হাজার কোটির মালিক! ‘ড্রাগনের পিঠে’ চেপে মহাকাশে ধনকুবের

পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার উপরে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে মহাকাশে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন জেয়ার্ড আইজ়্যাকম্যান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৬
০১ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

অপেশাদার হিসাবে মহাকাশে পদচারণা করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ৪১ বছর বয়সি ধনকুবের জেয়ার্ড আইজ়্যাকম্যান। স্পেসএক্সের ‘ডন পোলারিস’ বিশ্বের প্রথম বাণিজ্যিক মিশন, যেখানে উপস্থিত মহাকাশচারীরা মহাকাশে পদচারণা করবেন।

০২ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

প্রথম অপেশাদার নভোচর হিসাবে সফল ভাবে এই মাইলফলক ছুঁতে পেরেছেন জেয়ার্ড। আমেরিকান কোটিপতি ও মহাকাশ পর্যটক নাম লিখিয়েছিলেন স্কুলছুটদের দলেও।

০৩ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

নিউ জার্সির বাসিন্দা আইজ়্যাকম্যান ও স্পেসএক্সের ইঞ্জিনিয়ার সারাহ গিলিস ২০২৪ সালে স্পেসএক্সের পোলারিস ডন মিশনের মাধ্যমে পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার উপরে ড্রাগন ক্যাপসুল থেকে বেরিয়ে মহাকাশে হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন।

Advertisement
০৪ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

১০ সেপ্টেম্বর, ২০২৪ সালে শুরু হওয়া পোলারিস ডন মিশন সফল ভাবে মহাকাশে পাঁচ দিনের যাত্রা সম্পন্ন করেছে। এই সাফল্য ভবিষ্যতের বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধানের পথ প্রশস্ত করেছে।

০৫ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

পাঁচ বছর বয়স থেকেই মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন এই প্রযুক্তিবিদ। মাত্র ১৬ বছর বয়সে তৈরি করে ফেলেন আর্থিক লেনদেন সংক্রান্ত সংস্থা ‘শিফ্‌ট৪’।

Advertisement
০৬ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

এই সংস্থার জন্য জেয়ার্ডকে স্কুল ছাড়তে হয়েছিল। দাদুর কাছ থেকে আট লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ির নীচে একটি ঘরে ‘শিফ্‌ট৪’-এর যাত্রা শুরু করেছিলেন তিনি।

০৭ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

সেই সংস্থার বর্তমান বাজারমূল্য ৬ লক্ষ ২০ হাজার কোটি টাকা। গোটা আমেরিকা জুড়ে সংস্থার ২ হাজার কর্মী ছড়িয়ে রয়েছেন।

Advertisement
০৮ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

মহাকাশে যাওয়ার খরচ বিপুল। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে একটি আসনের দাম প্রায় ৪৬১ কোটি টাকা।

০৯ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

চলতি বছরের ১০ সেপ্টেম্বর কেপ কার্নিভাল থেকে উৎক্ষেপণ করা হয় ড্রাগন ক্যাপসুলের। এর জন্য ফ্যালকন-৯ রকেটের সাহায্য নেওয়া হয়েছিল। এটি একটি ঐতিহাসিক মিশন বলে মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।

১০ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

জ্যারেড ও সারার পরনে ছিল বিশেষ ভাবে নকশা করা নতুন পোশাক (স্পেস স্যুট)। তাঁরা ১০-১৫ মিনিট করে মহাকাশযানের বাইরে কাটান। অভিযানে অংশ নেওয়া বাকি দু’জন ক্যাপসুলের ভিতরেই ছিলেন।

১১ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

গত রবিবার ভোরে ফ্লোরিডার উপকূলে ড্রাই টর্তুগাসে অবতরণ করে স্পেসএক্সের ‘ক্রু ড্রাগন’ ক্যাপসুলটি। মহাকাশে পাঁচ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন স্পেসএক্সের ‘পোলারিস ডন’ মিশনের চার মহাকাশচারী।

১২ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

পোলারিস ডন মিশনটির সমস্ত খরচ যৌথ ভাবে ইলন মাস্কের স্পেস এক্স এবং আইজ়্যাকম্যান বহন করেছেন। আইজ়্যাকম্যান ও সারাহ ছাড়া পাইলট স্কট পোটিট এবং আনা মেনন ছিলেন এই মিশনের বাকি দুই সদস্য।

১৩ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

মহাকাশে পা রাখার আগে প্রায় ৪০ ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় নভোচরদের নিয়ে। এর মধ্যে অন্যতম ছিল স্টারলিঙ্ক ব্যবহার করে মহাকাশ থেকে পৃথিবীতে সরাসরি ভিডিয়ো সংযোগ স্থাপন করা।

১৪ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

২০০৯ সালে আইজ়্যাকম্যান মাত্র ৬২ ঘণ্টারও কম সময়ে বিমানে সারা বিশ্ব ভ্রমণ করে নজির গড়েন। আগের রেকর্ডধারীর চেয়ে প্রায় ২০ ঘণ্টা কম সময়ে তিনি এই রেকর্ড গড়েন।

১৫ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

তিন বছর পরে তিনি ‘ড্রাকেন ইন্টারন্যাশনাল’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন, যা আমেরিকান বিমানবাহিনীর জন্য ছাত্রদের বিমানচালকের প্রশিক্ষণ দেয়। পরে বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কাছে তিনি এটিকে বিক্রি করে দেন।

১৬ ১৬
School dropout, billionaire Jared Isaacman walks into space

মহাকাশে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গকে তিনি জানিয়েছিলেন, এক সময় পিৎজ়ার খরচ মেটানোর জন্য নিজের বাড়ির নীচে এক সংস্থা তৈরি করেন যা আজ ‘সাম্রাজ্যের’ আকার নিয়েছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি