Rinku Singh Bungalow

সুইমিং পুল থেকে পানশালা! নাইটদের ‘তুরুপের তাস’ রিঙ্কুর নতুন বাংলোর অন্দরমহলে আছে কী কী?

উত্তরপ্রদেশের আলিগড়ে নতুন বাংলো কিনেছেন ভারতীয় ক্রিকেট দলের উঠতি তারকা রিঙ্কু সিংহ। সাড়ে তিন কোটিতে কেনা সেই বাড়িতে রয়েছে সুইমিং পুল এবং ছাদের উপর পানশালা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৬:০৩
০১ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

একদিনের আন্তর্জাতিক ও টি-২০ মিলিয়ে দেশের জার্সিতে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি তিনি। কিন্তু, আইপিএলের দৌলতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁর খ্যাতি। কুড়ি-বিশের ক্রিকেটে অনেকে তাঁকে যুবরাজ সিংহের উত্তরসূরি বলেও দাবি করেছেন। এ হেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিংহের নতুন কেনা বাংলো এ বার চলে এসেছে খবরের শিরোনামে।

০২ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

উত্তরপ্রদেশের আলিগড়ে বড় হয়ে ওঠা রিঙ্কু সেখানেই বিলাসবহুল বাংলো কিনেছেন। ছোটবেলায় সেখানেই দু’কামরার একটি ছোট্ট কোয়ার্টারে পরিবারের ছয় সদস্যের সঙ্গে থাকতেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ‘তুরুপের তাস’ রিঙ্কুর কেনা বাংলোর দাম সাড়ে তিন কোটি টাকা বলে জানা গিয়েছে।

০৩ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

আলিগড়ের ‘ওজন সিটি’তে ‘দ্য গোল্ডেন এস্টেট’ নামের রিয়্যাল এস্টেট সংস্থার থেকে ওই বাংলো কেনার কথা নিজেই ফলাও করে জানিয়েছেন রিঙ্কু। বাংলোটি ৪, ৫০০ বর্গফুটের উপর দাঁড়িয়ে রয়েছে। একাধিক তলে বিভক্ত বাংলোটির ছাদে রয়েছে সুদৃশ্য একটি পানশালা।

Advertisement
০৪ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

নতুন কেনা বাংলোর আনাচকানাচ ঘুরে দেখিয়েছেন কেকেআরের বাঁহাতি ব্যাটার। নিজের পছন্দমাফিক একটা বাড়ি যে তাঁর বহু দিনের স্বপ্ন ছিল, তা জানাতে ভোলেননি নাইটদের ফিনিশার। ওই বাংলোর ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়।

০৫ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন রিঙ্কু। তাঁর কথায়, ‘‘একটা স্বপ্ন দেখেছিলাম। এই বাড়িটার দিকে যখন তাকাই, তখন মনে হয় সত্যিই স্বপ্নপূরণ করতে পেরেছি। এক বার দেখেই বাংলোটাকে পছন্দ করেছিলাম। তার পরের দিনই এটাকে কিনে ফেলব বলে মনস্থ করি।’’

Advertisement
০৬ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

কী কী রয়েছে রিঙ্কুর বাংলোয়? এর ভিতরে ঢুকলেই মিলবে একটি ছোট বাগান। একটি সুইমিং পুল রয়েছে সেখানে। বাংলোটিতে শয়নকক্ষের (বেডরুম) সংখ্যা ছয় বলে জানা গিয়েছে।

০৭ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

বাংলোটির অন্দরসজ্জায় কোনও রকমের খামতি রাখেনি দ্য গোল্ডেন এস্টেট। একাধিক রঙের কোলাজে সেজেছে এর দেওয়াল। কয়েকটি জায়গাকে মানানসই করে সবুজে রাঙিয়ে তোলা হয়েছে।

Advertisement
০৮ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

ক্রিকেট জীবনের যাবতীয় সাফল্য বাংলোর একটি ঘরে ধরে রাখবেন বলে স্পষ্ট করেছেন রিঙ্কু। সেখানে থাকবে তাঁর পাওয়া একাধিক ট্রফি ও মেডেল। ম্যাচ জয়ের স্মারক হিসাবে নিয়ে আসা ব্যাট, উইকেট বা বলও ঠাঁই পাবে ওই ঘরে।

০৯ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

গত বছরের (পড়ুন ২০২৩) আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যশ দয়ালের এক ওভারে পাঁচটি ছক্কা মারেন রিঙ্কু। তাঁর ব্যাটিংয়ের উপর ভর করেই রান তাড়া করতে নেমে ম্যাচে জিতে যায় কেকেআর। ওই ঘটনার জেরে রাতারাতি নায়ক বনে যান রিঙ্কু।

১০ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

ছ’বলে পাঁচ ছক্কা হাঁকানো ওই ব্যাটও সদ্য কেনা বাংলোয় নিয়ে গিয়েছেন নাইটদের ব্যাটার। যে ঘরে ট্রফি সাজানো থাকবে সেখানেই শোভা পাচ্ছে ওই ব্যাট। এ ছাড়া নিজের কিছু জার্সিও সেখানে সাজিয়ে রাখবেন বলে জানিয়েছেন রিঙ্কু।

১১ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

বাংলো ঘুরিয়ে দেখানোর সময়ে ট্রফি-ঘরেও পা রাখেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার। সেখানে তাঁকে আবেগতাড়িত গলায় কথা বলতে দেখা গিয়েছে। ভিডিয়োয় রিঙ্কু সিংহ বলেছেন, ‘‘আপনারা সবাই এই ব্যাটটার কথা জানেন। এটাই আমার জীবন বদলে দিয়েছে। যে দিন পাঁচটা ছক্কা হাঁকিয়েছিলাম, সে দিন এটা আমার হাতে ছিল।’’

১২ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

ছোট থেকেই আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করেছেন টিম ইন্ডিয়ার এই উঠতি তারকা। রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থায় কাজ করতেন তাঁর বাবা। সেই কোম্পানির থেকেই থাকার জন্য কোয়ার্টার পেয়েছিলেন তিনি।

১৩ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

নিদারুণ অর্থকষ্ট রিঙ্কুকে পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য আরও জেদি করে তোলে। বেশি করে ম্যাচ খেলতে শুরু করেন তিনি। উত্তরপ্রদেশের হয়ে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ টিমে খেলেছেন তিনি।

১৪ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

ঘরোয়া ক্রিকেটে মধ্যাঞ্চলের হয়ে অনূর্ধ্ব-১৯ টিমে ছিলেন রিঙ্কু। ২০১৬-১৭ সালে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। রঞ্জিতে ১০টি ম্যাচে ৯৫৩ রানের রেকর্ড রয়েছে তাঁর। সালটা ছিল ২০১৮-১৯।

১৫ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

গত বছরের (পড়ুন ২০২৩) ১৯ ডিসেম্বর জাতীয় দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বারের জন্য একদিনের আন্তর্জাতিক খেলতে নামেন রিঙ্কু। টিম ইন্ডিয়ার হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে অভিষেক হয়েছে তাঁর। সেই ম্যাচ খেলা হয় ২০২৩ সালের ১৮ অগস্ট। দেশের হয়ে ৩৫ নম্বর জার্সিতে খেলেন তিনি।

১৬ ১৬
Rinku Singh team India and KKR cricketer purchase Rs 3 5 crore bungalow with private pool and rooftop bar in Aligarh Uttar Pradesh

এ বছরের আইপিএলে নাইটদের হয়েই মাঠে নামবেন রিঙ্কু। ২৭ বছরের ব্যাটারকে ১৩ কোটি টাকায় রেখে দিয়েছে শাহরুখ খানের দল। কুড়ি-বিশের লড়াইয়ে ফের তাঁর ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি দেখা যাবে বলে আশাবাদী ভক্তেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি