longest working hour

অফিসে কাজের চাপে নাভিশ্বাস! কোন দেশে কত ঘণ্টা কাজ করতে হয় কর্মীদের? ভারতের স্থানই বা কোথায়?

আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজ়েশন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে স্পষ্ট হয়েছে বিশ্বের কোন দেশে কত ঘণ্টা অফিসে কাজ করতে হয় কর্মীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০
০১ ১৮
Report shows statistics on working time worldwide

দিনরাত এক করে ঘাড় গুঁজে কাজ করতে করতে খেয়ালই থাকে না দিনে ঠিক কত ঘণ্টা কাজের মধ্যে পার হয়ে যাচ্ছে। সম্প্রতি বহুজাতিক সংস্থার ‘কাজের চাপ’ সহ্য করতে না পেরে ২৬ বছরের তরুণীর মৃত্যুতে বিতর্ক তৈরি হয়েছে দেশ জুড়ে। কেরলবাসী ২৬ বছরের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যানা সেবাস্টিয়ানের মৃত্যুর পরই দেশ-বিদেশের বহু সংস্থার বিরুদ্ধে একে একে অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে।

০২ ১৮
Report shows statistics on working time worldwide

বিভিন্ন সংস্থায় কাজের পরিবেশ থেকে শুরু করে, কাজের সময়সীমা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়তে শুরু করেছে সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে নানা বহুজাতিক সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন সংস্থারই কর্মীরা।

০৩ ১৮
Report shows statistics on working time worldwide

কর্পোরেট সংস্থাগুলিতে কাজের সময় ঠিক রাখার জন্য বিশেষ আইন তৈরির কথা বলেছেন তাঁরা। কেউ কেউ আবার কড়া শাস্তির দাবি তুলেছেন। অ্যানার মৃত্যু নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসনও। তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকও।

Advertisement
০৪ ১৮
Report shows statistics on working time worldwide

সংস্থারই কর্মীদের একাংশের দাবি, তাঁদের উপর কাজের চাপ বাড়িয়েই চলেছে সংস্থা। ফলে বাড়ছে কাজ করার সময়। এই কাজের সময় নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজ়েশন একটি রিপোর্ট প্রকাশ করেছে যাতে স্পষ্ট হয়েছে বিশ্বের কোন দেশে কত ঘণ্টা অফিসে কাজ করতে হয় কর্মীদের।

০৫ ১৮
Report shows statistics on working time worldwide

২০২৪ সালের, অর্থাৎ চলতি বছরের পরিসংখ্যানই পেশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। যেখানে গোটা পৃথিবীর দেশগুলির কর্মসময় নিয়ে আলোচনা করা হয়েছে। কোন দেশে চাকুরিজীবীদের একটানা কত ক্ষণ কাজ করতে হয় তার পূর্ণ তথ্য জানানো হয়েছে এই রিপোর্টে।

Advertisement
০৬ ১৮
Report shows statistics on working time worldwide

রিপোর্টের তালিকায় কত নম্বরে রয়েছে ভারত? এখানে সপ্তাহে কত ক্ষণ কাজ করেন মানুষ, সবই রয়েছে এই রিপোর্টে।

০৭ ১৮
Report shows statistics on working time worldwide

সাপ্তাহিক হিসাব ধরলে ভারতের চাকুরিজীবীরা মোট ৪৬.৭ ঘণ্টা কাজ করে থাকেন। ছ’দিন অফিস হলে রোজ ৭.৭৮ ঘণ্টা। পাঁচ দিন অফিস হলে ৯.৩ ঘণ্টা।

Advertisement
০৮ ১৮
Report shows statistics on working time worldwide

ইংল্যান্ড, আমেরিকা, চিনের কর্মচারীদের তুলনায় এ দেশের প্রতিটি কর্মচারী নির্দিষ্ট সময়ের অনেক বেশি কাজ করছেন। একই অবস্থা পড়শি দেশ পাকিস্তান ও বাংলাদেশের। সপ্তাহে ৪৬ ঘণ্টার বেশি কাজ করে থাকেন এই দুই দেশের কর্মীরাও।

০৯ ১৮
Report shows statistics on working time worldwide

সবচেয়ে কম সময় অফিসে কাটান কিরিবাটির মানুষেরা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে সপ্তাহে ২৭ ঘণ্টা কাজ করলেই চলে।

১০ ১৮
Report shows statistics on working time worldwide

চিনের চাকুরিজীবীরা গড়ে সপ্তাহে প্রায় ৪৬.১ ঘণ্টা কাজ করে থাকেন বলে তালিকায় বলা হয়েছে।

১১ ১৮
Report shows statistics on working time worldwide

ইংল্যান্ড, আমেরিকার সংস্থার কর্মীদের যথাক্রমে সপ্তাহে ৩৫ ও ৩৮ ঘণ্টা কাজ করার নিয়ম।

১২ ১৮
Report shows statistics on working time worldwide

১৬০টি দেশকে অবশ্য পিছনে ফেলে দিয়েছে ভারতেরই একটি প্রতিবেশী ছোট্ট রাষ্ট্র। অফিসে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয় ভুটানের বাসিন্দাদের। সপ্তাহে ৫৪ ঘণ্টারও বেশি সময় সংস্থায় ব্যয় করেন কর্মীরা।

১৩ ১৮
Report shows statistics on working time worldwide

কাছাকাছি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। কর্মীরা সাপ্তাহিক ৫০ ঘণ্টা সময় ব্যয় করেন অফিসে।

১৪ ১৮
Report shows statistics on working time worldwide

মেক্সিকোতে শ্রমিকদের সপ্তাহে ৪৩.৭ ঘণ্টা কাজ করতে হয়। অর্থাৎ, সপ্তাহে ছ’দিন অফিস হলে রোজ ৭.২ ঘণ্টা করে কাজ। পাঁচ দিন অফিস হলে ৮.৭ ঘণ্টা। মেক্সিকোর মতো আলজিরিয়ায় একই সময় বরাদ্দ কর্মীদের। সপ্তাহে মোট ৪৩.৭ ঘণ্টা, ছ’দিন অফিস হলে রোজ ৭.৩৩ ঘণ্টা। পাঁচ দিন অফিস হলে ৮.৮ ঘণ্টা।

১৫ ১৮
Report shows statistics on working time worldwide

তুরস্কে সপ্তাহে মোট ৪৩.৯ ঘণ্টা কাজ করতে হয়। ছ’দিন অফিস হলে রোজ ৭.৩ ঘণ্টা, পাঁচ দিন অফিস হলে ৮.৭ ঘণ্টা।

১৬ ১৮
Report shows statistics on working time worldwide

অ্যানার করুণ পরিণতির পর অনেকের দাবি, অতিরিক্ত কাজের চাপের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন দেশের বহু বেসরকারি সংস্থার লক্ষ লক্ষ কর্মী। অফিসে ঢোকার সময় নির্ধারিত হলেও বেরোনোর সময়ের কোনও ঠিক থাকে না।

১৭ ১৮
Report shows statistics on working time worldwide

আট ঘণ্টার ‘ডিউটি আওয়ার্স’, সে তো শুধু খাতায়কলমে, বাস্তবে তার প্রয়োগ হয় না বললেই চলে এমনটাই অভিযোগ চাকুরিজীবীদের।

১৮ ১৮
Report shows statistics on working time worldwide

ছোট-বড় যে কোনও সংস্থাতেই কাজের চাপ ক্রমবর্ধমান। কর্মজীবনের এই প্রবল চাপ প্রভাব ফেলছে ব্যক্তিগত ও সাংসারিক জীবনেও।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি