পাহাড় হোক বা সমুদ্র— এক এক জনের পছন্দ এক এক রকম। বিশ্বের নানা প্রান্তে এমন কয়েকটি রিসর্ট রয়েছে যেখানে প্রতিটি ঘর থেকে পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। শুধু তাই নয়, এই সব রিসর্ট থেকে পাহাড়ের শোভা দেখতে অনেকেরই বুক কেঁপে যেতে পারে।
ছবি: সংগৃহীত
পাহাড় এবং সমুদ্রে ঘেরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ ডমিনিকা। যাঁরা পাহাড় এবং সমুদ্র— দুইয়ের স্বাদ এক জায়গায় খুঁজে পেতে চান, তাঁদের জন্য ডমিনিকার ‘সিক্রেট বে’ রিসর্টটি উপযুক্ত।
ছবি: সংগৃহীত
পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ‘সিক্রেট বে’ একটি ভিলা রিসর্ট। সুইমিং পুল থেকে শুরু করে তার সামনে বসার জায়গা, বিশাল রান্নাঘর— সবই রয়েছে এই রিসর্টে।
ছবি: সংগৃহীত
খোলা আকাশের নীচে খাওয়াদাওয়ার আলাদা ব্যবস্থা রয়েছে ‘সিক্রেট বে’ রিসর্টে। ভিলার প্রতিটি ঘর থেকে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।
ছবি: সংগৃহীত
‘ট্রি হাউস’-এর মধ্যে স্পায়ের সুবিধাও পাওয়া যায় এই রিসর্টে। শুধু তাই নয়, অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ এই রিসর্টে থাকলে ডাইভিং এবং হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন।
ছবি: সংগৃহীত
আফ্রিকার কেনিয়ার মাসাই মারা পর্যটনকেন্দ্র হিসাবে বিশ্বখ্যাত। মাসাই মারায় একটি বিখ্যাত সাফারি রিসর্ট ‘অঙ্গমা মারা’। সোয়াহিলি ভাষায় এর অর্থ ‘বাতাসের মাঝে স্থগিত’।
ছবি: সংগৃহীত
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘আউট অফ আফ্রিকা’ ছবির শুটিং হয়েছিল ‘অঙ্গমা মারা’ রিসর্টে। এই রিসর্টটি এত উঁচুতে অবস্থিত যে এখান থেকে মাসাই মারাকে খুব ভাল ভাবে দেখতে পাওয়া যায়। ফোটো তোলার জন্য আলাদা ফোটোগ্রাফি স্টুডিয়ো রয়েছে এই রিসর্টে।
ছবি: সংগৃহীত
‘অঙ্গমা মারা’ রিসর্টে রয়েছে প্রায় ১২ মিটার গভীর একটি সুইমিং পুল। আর্ট গ্যালারি, শরীরচর্চার জন্য ফিটনেস সেন্টার এবং একটি আলাদা স্টুডিয়ো রয়েছে যেখানে স্থানীয় মহিলারা নানা জিনিস তৈরি করেন।
ছবি: সংগৃহীত
ইটালির আমালফি উপকূলে পাহাড়ের ধাপ কেটে তৈরি করা হয়েছে ‘মোনাস্টেরো সান্টা রোসা হোটেল অ্যান্ড স্পা’ রিসর্ট।
ছবি: সংগৃহীত
আমালফি, পোসিটানো, রাভেলো শহর থেকে ‘মোনাস্টেরো সান্টা রোসা হোটেল অ্যান্ড স্পা’ রিসর্টে পৌঁছতে ২০ মিনিট সময় লাগে। নৌকা বা গাড়ি করে এই রিসর্টে যাওয়া যায়।
ছবি: সংগৃহীত
‘মোনাস্টেরো সান্টা রোসা হোটেল অ্যান্ড স্পা’ রিসর্টের সামনে পাঁচটি ধাপে কাটা বাগান রয়েছে। এই বাগানে বসে খাওয়াদাওয়াও করা যেতে পারে।
ছবি: সংগৃহীত
‘মোনাস্টেরো সান্টা রোসা হোটেল অ্যান্ড স্পা’ রিসর্টের বাগানের সামনেই রয়েছে ‘ইনফিনিটি পুল’। এই পুল থেকে সমুদ্র, পাহাড় এবং শহরের সুন্দর দৃশ্য উপভোগ করা যায়।
ছবি: সংগৃহীত
ক্যালিফর্নিয়ায় পাহাড়ের কোলে রয়েছে ‘পোস্ট রাঞ্চ ইন’ রিসর্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২০০ ফুট উপরে এই রিসর্ট গড়ে উঠেছে।
ছবি: সংগৃহীত
‘পোস্ট রাঞ্চ ইন’ রিসর্টটির মূল আকর্ষণ কাচে ঘেরা রেস্তরাঁ। পাহাড়ের কোলে এই রেস্তরাঁটি এমন ভাবে বানানো হয়েছে যেন দেখে মনে হবে, মাঝ আকাশ থেকে রেস্তরাঁটি ঝুলছে।
ছবি: সংগৃহীত
সমুদ্রের বুকে সূর্যাস্ত দেখা থেকে শুরু করে স্পা এবং সুইমিং পুলের বিশেষ সুবিধা পাওয়া যায় ‘পোস্ট রাঞ্চ ইন’ রিসর্টে।
ছবি: সংগৃহীত
ওমানে অবস্থিত ‘অনন্তরা আল জাবাল আল আখদার রিসর্ট’টিও বেশ জনপ্রিয়। শোনা যায়, ১৯৮৬ সালে এই রিসর্টে চার্লস এবং ডায়ানা গিয়েছিলেন।
ছবি: সংগৃহীত
‘অনন্তরা আল জাবাল আল আখদার রিসর্ট’-এ মোট ১১৫টি ঘর রয়েছে। রয়েছে ৬টি রেস্তরাঁও। এই রিসর্টের অতিথিরা পাহাড়ের গায়ে যে গ্রামগুলি রয়েছে সেখানে ঘুরতে যেতে পারেন। রিসর্টের তরফে পাহাড়ের আশপাশে বাইক নিয়ে ঘুরে বেড়ানোর আয়োজনও করা হয়।
ছবি: সংগৃহীত