মামা যখন বলিউডের ‘খিলাড়ি’ তখন তাঁর ভাগ্নি কি আলোর রোশনাই বেশি দিন দূরে থাকতে পারেন? এ বার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া। অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দের বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সিমরকে।
শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘ইক্কিস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হবে সিমরের। অগস্ত্যের পাশাপাশি জয়দীপ অহলাওয়াত এবং ধর্মেন্দ্রের মতো বলি-তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পাবেন সিমর।
ভাগ্নি সিমরকে নতুন যাত্রার শুভেচ্ছা জানিয়ে অক্ষয় সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘খবরের কাগজের পাতায় যে দিন প্রথম নিজের ছবি দেখেছিলাম, ভেবেছিলাম জীবনে সব কিছু পেয়ে গিয়েছি। এখন বুঝি সন্তানের ছবি দেখার আনন্দের কাছে তা কিছুই নয়।’’
অক্ষয়ের বোন অল্কা ভাটিয়া পেশায় প্রযোজক। ১৯৯৭ সালে বৈভব কপূরকে বিয়ে করেন তিনি। বিয়ের পর কন্যাসন্তান সিমরের জন্ম দেন অল্কা। কিন্তু অল্কা এবং বৈভবের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু’জনের।
২০১২ সালে অল্কা আবার বিয়ে করেন। নির্মাণ ব্যবসায়ী সুরেন্দ্র হিরানন্দানীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অল্কা। সুরেন্দ্র এবং অল্কার সঙ্গে থাকতে শুরু করেন সিমর।
অল্কার চেয়ে সুরেন্দ্র ১৫ বছরের বড়। কানাঘুষো শোনা যায়, সুরেন্দ্রকে ভগিনীপতি হিসাবে মেনে নিতে পারেননি অক্ষয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে নাকি তাঁদের সম্পর্ক ভাল হয়ে যায়।
মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখেন সিমর। সেই স্বপ্ন পূরণও করেন তিনি।
উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান সিমর। ফ্লোরিডা, লস অ্যাঞ্জেলসের কলেজে পড়াশোনা করেন তিনি। তার পর সেখান থেকে আবার মুম্বই ফিরে যান।
ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিল সিমরের। মা প্রযোজনার সঙ্গে যুক্ত। তবে মামার পদাঙ্ক অনুসরণ করে অভিনয় নিয়েই কেরিয়ার গড়ে তুলতে চান তিনি।
আলোর রোশনাই থেকে এত দিন দূরেই ছিলেন সিমর। সমাজমাধ্যমে সক্রিয় থাকলেও তিনি নেটাগরিকদের তেমন নজরে পড়েননি।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে ভালবাসেন সিমর। সমাজমাধ্যমের পাতায় ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ছবি পোস্ট করেন তিনি।
অক্ষয়ের ভাগ্নি বলিপাড়ায় পা রাখতে চলেছেন, এই আলোচনা শুরু হতেই সিমরকে নিয়ে কৌতূহল জেগে উঠেছে সিনেপ্রেমীদের মধ্যে।
কম সময়ের মধ্যেই সমাজমাধ্যমে লাফিয়ে লাফিয়ে অনুগামীর সংখ্যা বেড়ে চলেছে সিমরের। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।
মামা যে মাঠের ‘খিলাড়ি’ সেই মাঠে সিমর কেমন খেলা দেখান সে দিকেই তাকিয়ে রয়েছেন বলিউডের অধিকাংশ। এখন শুধু অক্ষয়ের ভাগ্নির ছবি মুক্তির অপেক্ষা।
সব ছবি: সংগৃহীত।