Pooja Hegde

একক হিট নেই একটিও, তারকাদের সঙ্গে জুটি বেঁধেও পর পর ফ্লপ হয় অভিনেত্রীর ছবি

২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। কিন্তু গত তিন বছরে তাঁর কেরিয়ারের ঝুলিতে একটিও হিট ছবি যুক্ত হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২৪ ১০:৪৯
০১ ১৭
অভিনয়জগতে যাত্রা শুরু হয়েছিল হিট ছবির হাত ধরে। কিন্তু গত তিন বছরে কেরিয়ারের ঝুলিতে একটিও হিট ছবি যুক্ত হয়নি। এমনকি বলিউডের বক্স অফিসেও ‘একক হিট’ নেই অভিনেত্রীর।

অভিনয়জগতে যাত্রা শুরু হয়েছিল হিট ছবির হাত ধরে। কিন্তু গত তিন বছরে কেরিয়ারের ঝুলিতে একটিও হিট ছবি যুক্ত হয়নি। এমনকি বলিউডের বক্স অফিসেও ‘একক হিট’ নেই অভিনেত্রীর।

০২ ১৭
২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য মডেলিংয়ের ক্ষেত্রে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

২০১২ সালে তামিল ছবি ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। অবশ্য মডেলিংয়ের ক্ষেত্রে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

০৩ ১৭
তামিল ফিল্মজগতের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০১৪ সালে প্রথম বার তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন তিনি।

তামিল ফিল্মজগতের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০১৪ সালে প্রথম বার তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন তিনি।

Advertisement
০৪ ১৭
ইংরেজি, মরাঠি এবং হিন্দি ভাষা জানলেও তেলুগু ভাষার ছবিতে অভিনয়ের জন্য আলাদা ভাবে এই ভাষা শিখেছিলেন পূজা।

ইংরেজি, মরাঠি এবং হিন্দি ভাষা জানলেও তেলুগু ভাষার ছবিতে অভিনয়ের জন্য আলাদা ভাবে এই ভাষা শিখেছিলেন পূজা।

০৫ ১৭
হিন্দি ফিল্মজগতেও পরিচিতি তৈরির পরিকল্পনা করেছিলেন পূজা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ নামের হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় পূজাকে।

হিন্দি ফিল্মজগতেও পরিচিতি তৈরির পরিকল্পনা করেছিলেন পূজা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ নামের হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় পূজাকে।

Advertisement
০৬ ১৭
হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রথম অভিনয়। তার উপর হৃতিক রোশনের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে জুটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘মহেঞ্জোদরো’।

হিন্দি ইন্ডাস্ট্রিতে প্রথম অভিনয়। তার উপর হৃতিক রোশনের মতো বড় মাপের অভিনেতার সঙ্গে জুটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘মহেঞ্জোদরো’।

০৭ ১৭
হিন্দি ফিল্মজগতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লপ ছবি কেরিয়ারের ঝুলিতে যুক্ত হওয়ায় আবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরে যান পূজা। একের পর এক তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

হিন্দি ফিল্মজগতে পা রাখার সঙ্গে সঙ্গে ফ্লপ ছবি কেরিয়ারের ঝুলিতে যুক্ত হওয়ায় আবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফিরে যান পূজা। একের পর এক তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

Advertisement
০৮ ১৭
২০১৯ সালে ফারহাদ সামজির পরিচালনায় ‘হাউসফুল ৪’ ছবির মাধ্যমে আবার হিন্দি ফিল্মজগতে ফিরে যান পূজা। এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করলেও আখেরে কোনও লাভ হয়নি অভিনেত্রীর।

২০১৯ সালে ফারহাদ সামজির পরিচালনায় ‘হাউসফুল ৪’ ছবির মাধ্যমে আবার হিন্দি ফিল্মজগতে ফিরে যান পূজা। এই ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করলেও আখেরে কোনও লাভ হয়নি অভিনেত্রীর।

০৯ ১৭
‘হাউসফুল ৪’ ছবিতে পূজার পাশাপাশি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি শ্যানন, রীতেশ দেশমুখ, কৃতি খারবান্দার মতো তারকারা। তারকাসমন্বিত ছবি হিট করার ফলে পূজার কেরিয়ারে ‘একক হিট’ হিসাবে যোগ হতে পারেনি ছবিটি।

‘হাউসফুল ৪’ ছবিতে পূজার পাশাপাশি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, ববি দেওল, কৃতি শ্যানন, রীতেশ দেশমুখ, কৃতি খারবান্দার মতো তারকারা। তারকাসমন্বিত ছবি হিট করার ফলে পূজার কেরিয়ারে ‘একক হিট’ হিসাবে যোগ হতে পারেনি ছবিটি।

১০ ১৭
২০২২ সালে ‘রাধে শ্যাম’ ছবিতে দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করেন পূজা। তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও ছবিটি মুক্তি পায়। ছবি বিশেষজ্ঞদের দাবি, ওই বছরের ফ্লপ ছবির মধ্যে অন্যতম ছিল ‘রাধে শ্যাম’।

২০২২ সালে ‘রাধে শ্যাম’ ছবিতে দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় তারকা প্রভাসের বিপরীতে অভিনয় করেন পূজা। তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতেও ছবিটি মুক্তি পায়। ছবি বিশেষজ্ঞদের দাবি, ওই বছরের ফ্লপ ছবির মধ্যে অন্যতম ছিল ‘রাধে শ্যাম’।

১১ ১৭
বলিপাড়া সূত্রে খবর, ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ‘রাধে শ্যাম’ ছবিটি। মুক্তির পর বক্স অফিস থেকে সারা বিশ্বে মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে ‘রাধে শ্যাম’।

বলিপাড়া সূত্রে খবর, ৩০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ‘রাধে শ্যাম’ ছবিটি। মুক্তির পর বক্স অফিস থেকে সারা বিশ্বে মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে ‘রাধে শ্যাম’।

১২ ১৭
‘রাধে শ্যাম’-এর পর একই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল ছবি ‘বিস্ট’। বিজয়ের অভিনয় নজর কাড়লেও পূজা এই ছবিতে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা করে নিতে পারেননি।

‘রাধে শ্যাম’-এর পর একই বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল ছবি ‘বিস্ট’। বিজয়ের অভিনয় নজর কাড়লেও পূজা এই ছবিতে অভিনয় করে দর্শকমনে বিশেষ জায়গা করে নিতে পারেননি।

১৩ ১৭
অভিনয়ের পাশাপাশি একাধিক তেলুগু ছবিতে নাচের দৃশ্যে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেন পূজা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘আচার্য’ ছবিতে রামচরণ এবং চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করতে দেখা যায় পূজাকে। কিন্তু এই ছবিটিও বক্স অফিসে তেমন ব্যবসা করেনি।

অভিনয়ের পাশাপাশি একাধিক তেলুগু ছবিতে নাচের দৃশ্যে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেন পূজা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘আচার্য’ ছবিতে রামচরণ এবং চিরঞ্জীবীর সঙ্গে অভিনয় করতে দেখা যায় পূজাকে। কিন্তু এই ছবিটিও বক্স অফিসে তেমন ব্যবসা করেনি।

১৪ ১৭
২০২২ সালে হিন্দি ফিল্মজগতে আবার দেখা যায় পূজাকে। রণবীর সিংহের সঙ্গে ‘সার্কাস’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়।

২০২২ সালে হিন্দি ফিল্মজগতে আবার দেখা যায় পূজাকে। রণবীর সিংহের সঙ্গে ‘সার্কাস’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়।

১৫ ১৭
বলিপাড়ার প্রথম সারির অভিনেতা সলমন খানের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেন পূজা। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন পূজা। এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়।

বলিপাড়ার প্রথম সারির অভিনেতা সলমন খানের সঙ্গেও জুটি বেঁধে অভিনয় করেন পূজা। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করেন পূজা। এই ছবিটিও বক্স অফিসে ব্যর্থ হয়।

১৬ ১৭
বলিপাড়া সূত্রে খবর, ছবিপ্রতি অভিনয় করতে চার কোটি টাকা পারিশ্রমিক নেন পূজা।

বলিপাড়া সূত্রে খবর, ছবিপ্রতি অভিনয় করতে চার কোটি টাকা পারিশ্রমিক নেন পূজা।

১৭ ১৭
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সম্প্রতি বলি অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে ‘দেবা’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন পূজা।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সম্প্রতি বলি অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে ‘দেবা’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন পূজা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি