Dhruvi Patel

হতে চান বলি অভিনেত্রী, ‘সেরা সুন্দরী’ হলেন ইঞ্জিনিয়ার তরুণী

সমাজমাধ্যমে নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন ধ্রুবি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ১৮ হাজারের বেশি অনুগামী রয়েছে তাঁর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩২
০১ ১২
Dhruvi Patel

বিশ্বজোড়া সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ীর শিরোপা জুটেছে তরুণীর। তা নিয়ে যারপরনাই আনন্দ তাঁর। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও বলিপাড়ায় কেরিয়ার গড়তে চান ধ্রুবি পটেল।

০২ ১২
Dhruvi Patel

গুজরাতের বাসিন্দা ধ্রুবি। স্কুলের পড়াশোনার পাশাপাশি নাচের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর।

০৩ ১২
Dhruvi Patel

জিম স্পোর্টসের প্রতি আগ্রহ জন্মায় ধ্রুবির। কিন্তু তা নিয়ে কেরিয়ার গড়তে চাননি তিনি।

Advertisement
০৪ ১২
Dhruvi Patel

আমেরিকা থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন ধ্রুবি। তার পর একটি অলাভজনক সংস্থা গড়ে তোলেন তিনি।

০৫ ১২
Dhruvi Patel

স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন ধ্রুবি।

Advertisement
০৬ ১২
Dhruvi Patel

তবে ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার গড়ে তোলেননি ধ্রুবি।

০৭ ১২
Dhruvi Patel

২০২৩ সালে নিউ ইংল্যান্ডের একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীর মুকুট পরেন ধ্রুবি।

Advertisement
০৮ ১২
Dhruvi Patel

সম্প্রতি বিশ্বজোড়া একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ধ্রুবি। আরও একটি সোনার পালক জুটল তাঁর কেরিয়ারে।

০৯ ১২
Dhruvi Patel

নিউ জার্সির এডিসনে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে যাওয়ার পর ধ্রুবি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘সৌন্দর্য প্রতিযোগিতায় জেতা আমার কাছে খুব সম্মানের।’’

১০ ১২
Dhruvi Patel

সাক্ষাৎকারে ধ্রুবি আরও বলেন, ‘‘সারা বিশ্বে আমার সংস্কৃতি, আমার চিন্তাধারা ছড়িয়ে পড়েছে। অন্যের অনুপ্রেরণার কারণও হয়ে উঠছি।’’

১১ ১২
Dhruvi Patel

সৌন্দর্য প্রতিযোগিতায় জেতার পর বড় পর্দায় কাজ করতে চান বলে জানিয়েছেন ধ্রুবি। অভিনয় নিয়ে কেরিয়ার গড়তে চান তরুণী।

১২ ১২
Dhruvi Patel

সমাজমাধ্যমে নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন ধ্রুবি। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ১৮ হাজারের বেশি অনুগামী রয়েছে তাঁর।

সব ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি