দিদি বলিপাড়ার অভিনেত্রী। এক দশক আগে বলিউডে কেরিয়ার শুরু করে প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন নার্গিস ফকরি। হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। সম্প্রতি বিপুল চর্চা শুরু হয়েছে তাঁর বোন আলিয়া ফকরিকে ঘিরে। অভিনয় নয়, বরং তিনি চর্চায় এসেছেন জোড়া খুনের অভিযোগে গ্রেফতার হয়ে।
নার্গিসের চেয়ে দু’বছরের ছোট আলিয়া। ১৯৮১ সালের আমেরিকার নিউ ইয়র্ক সিটির কুইনসে জন্ম আলিয়ার। আলিয়া এবং নার্গিসের মায়ের নাম মেরি ফকরি। চেকোস্লোভাকিয়ার বাসিন্দা ছিলেন মেরি। কিন্তু তিনি চাইতেন সারা পৃথিবী ঘুরে বেড়াতে। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি।
নিউ ইয়র্ক সিটিতে গিয়ে উদ্বাস্তুদের একটি ক্যাম্পে থাকতে শুরু করেন মেরি। রোজগারের জন্য সেখানকার একটি রেস্তরাঁয় কাজ করতে শুরু করেন। সেই রেস্তরাঁয় হঠাৎ তাঁর আলাপ হয় মহম্মদ ফকরির সঙ্গে। পাকিস্তানের বাসিন্দা ছিলেন মহম্মদ।
মহম্মদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মেরি। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর বিয়েও করেন তাঁরা। বিয়ের পর ১৯৭৯ সালে নার্গিসের জন্ম দেন মেরি। তার দু’বছর পর ১৯৮১ সালে আলিয়ার জন্ম হয়।
তবে বিবাহিত জীবন বেশি দিন স্থায়ী হয়নি মেরি এবং মহম্মদের। আলিয়া যখন কিশোরী তখনই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন মেরি এবং মহম্মদ। বিচ্ছেদের কয়েক বছরের মধ্যে মারাও যান মহম্মদ। একা হাতে দুই মেয়েকে নিয়ে সংসার চালান মেরি।
নার্গিস বলিপাড়ার অভিনেত্রী হিসাবে পরিচিতি পেলেও আলোর রোশনাই থেকে দূরেই থাকতেন তাঁর বোন আলিয়া। হঠাৎ প্রাক্তন প্রেমিকের মৃত্যুর ঘটনায় জড়িয়ে পড়ে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন আলিয়া।
আলিয়ার চেয়ে আট বছরের ছোট ছিলেন এডওয়ার্ড জ্যাকব্স। তাঁর সঙ্গে প্রেম করতেন আলিয়া। এডওয়ার্ডের মায়ের দাবি, এক বছর আগে তাঁর ছেলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় আলিয়ার। বিচ্ছেদের পর আলিয়াকে যোগাযোগ বন্ধ রাখতে বলেছিলেন এডওয়ার্ড। কিন্তু সম্পর্কে যে দাঁড়ি পড়ে গিয়েছে তা নাকি মানতে পারেননি আলিয়া।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে এডওয়ার্ডের বাড়ির গ্যারাজের সামনে দাঁড়িয়ে আলিয়াকে চিৎকার করতে শুনেছেন তিনি। আলিয়া বলছিলেন, ‘‘তোমরা আজকেই মারা যাবে।’’ তার কিছু ক্ষণ পরেই গ্যারাজে দাউ দাউ করে আগুন লেগে যায়। আগুনে পুড়ে গিয়ে মৃত্যু হয় এডওয়ার্ডের। অভিযোগ, রাগের বশে প্রাক্তন প্রেমিককে পুড়িয়ে মেরেছেন আলিয়া।
আগুন লাগার সময় এডওয়ার্ড বাড়িতে একা ছিলেন না। ওই বাড়ির গ্যারাজের ভিতর এডওয়ার্ডের সঙ্গে ছিলেন অ্যানাস্টেশিয়া ইটিয়েন নামে এক তরুণী। এই ঘটনায় মারা যান তিনিও। এডওয়ার্ডের মায়ের দাবি, অ্যানাস্টেশিয়া এবং এডওয়ার্ড খুব ভাল বন্ধু ছিলেন। তাঁরা প্রেম করতেন না। এমনকি তাঁদের মধ্যে কোনও রকম শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি করেন এডওয়ার্ডের মা।
জোড়া খুনের অভিযোগে আলিয়াকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। আপাতত নিউ ইয়র্ক সিটির একটি জেলে বন্দি রয়েছেন আলিয়া। তিনি যে খুন করেছেন তা এখনও প্রমাণ হয়নি। পরবর্তী শুনানি ৯ ডিসেম্বর।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আলিয়ার গ্রেফতারির প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন তাঁর মা মেরি। মেরির দাবি, তাঁর কন্যা খুবই দয়ালু, লোকজনের যত্ন নিতে ভালবাসেন। তিনি এমন নৃশংস কাজ কখনওই করতে পারেন না।
অন্য দিকে, মুখে এখনও পর্যন্ত কুলুপ এঁটে রয়েছেন নার্গিস। তবে নায়িকার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, আলিয়ার সঙ্গে নাকি ২০ বছর ধরে কোনও যোগাযোগ নেই নার্গিসের। তিনিও খবর ছড়িয়ে পড়ার পর জানতে পেরেছেন।
সব ছবি: সংগৃহীত।