KL Rahul Athiya Shetty Love Story

চার বছরের প্রেম, রাহুলকে নাকি এক বিশেষ খেলায় বার বার হারিয়ে দেন আথিয়া!

সুনীল শেট্টির কন্যা আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের তারকা লোকেশ রাহুলের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। তাঁদের হাত ধরে ফের ঘর বাঁধছে ক্রিকেট আর বলিউড।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৪:৪০
০১ ১৭
খেলাধূলা এবং বিনোদন জগতের যোগাযোগ নতুন নয়। বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর এ বার তারকা দম্পতিদের তালিকায় নাম লেখাতে চলেছেন লোকেশ রাহুল-আথিয়া শেট্টি। তাঁদের হাত ধরে ফের ঘর বাঁধতে চলেছে ক্রিকেট আর বলিউড।

খেলাধূলা এবং বিনোদন জগতের যোগাযোগ নতুন নয়। বিরাট কোহলি-অনুষ্কা শর্মার পর এ বার তারকা দম্পতিদের তালিকায় নাম লেখাতে চলেছেন লোকেশ রাহুল-আথিয়া শেট্টি। তাঁদের হাত ধরে ফের ঘর বাঁধতে চলেছে ক্রিকেট আর বলিউড।

০২ ১৭
অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রাহুলের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। মাঝেমাঝেই সমাজমাধ্যমে দেখা গিয়েছে তাঁদের রোম্যান্সের ঝলক।

অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রাহুলের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। গত চার বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। মাঝেমাঝেই সমাজমাধ্যমে দেখা গিয়েছে তাঁদের রোম্যান্সের ঝলক।

০৩ ১৭
বিয়ের নিশ্চিত তারিখ কবে, তা নিয়ে সংশয় ছিল। তবে রাহুল-আথিয়ার চারহাত যে এক হতে চলেছে, তা বুঝতে বাকি ছিল না কারও। সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার, ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা যুগল।

বিয়ের নিশ্চিত তারিখ কবে, তা নিয়ে সংশয় ছিল। তবে রাহুল-আথিয়ার চারহাত যে এক হতে চলেছে, তা বুঝতে বাকি ছিল না কারও। সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার, ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারকা যুগল।

Advertisement
০৪ ১৭
সুনীলের খান্ডালার খামারবাড়িতে রাহুল-আথিয়ার বিয়ের আসর বসবে। তার আগে সাজ সাজ রব বলিপাড়ায়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সঙ্গীত, মেহেন্দির মতো বিয়ের আনুষঙ্গিক অনুষ্ঠান।

সুনীলের খান্ডালার খামারবাড়িতে রাহুল-আথিয়ার বিয়ের আসর বসবে। তার আগে সাজ সাজ রব বলিপাড়ায়। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সঙ্গীত, মেহেন্দির মতো বিয়ের আনুষঙ্গিক অনুষ্ঠান।

০৫ ১৭
ক্রিকেট আর বলিউডের ব্যস্ত সূচি পেরিয়ে চার বছরের প্রেমকে অবশেষে পূর্ণতা দিচ্ছেন রাহুল-আথিয়া। কিন্তু কোথায়, কী ভাবে তাঁদের আলাপ হয়েছিল? কেমন ছিল এই রূপকথার গল্পের শুরুটা?

ক্রিকেট আর বলিউডের ব্যস্ত সূচি পেরিয়ে চার বছরের প্রেমকে অবশেষে পূর্ণতা দিচ্ছেন রাহুল-আথিয়া। কিন্তু কোথায়, কী ভাবে তাঁদের আলাপ হয়েছিল? কেমন ছিল এই রূপকথার গল্পের শুরুটা?

Advertisement
০৬ ১৭
দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল এবং আথিয়ার প্রথম দেখা হয়। দু’জনেরই কোনও একজন বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল অভিনেত্রী এবং ক্রিকেট তারকার।

দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল এবং আথিয়ার প্রথম দেখা হয়। দু’জনেরই কোনও একজন বন্ধুর সূত্রে আলাপ হয়েছিল অভিনেত্রী এবং ক্রিকেট তারকার।

০৭ ১৭
প্রথম বার দেখা হওয়ার পর আপাত ‘বন্ধুত্ব’ গড়ে উঠেছিল রাহুল-আথিয়ার মধ্যে। তাঁরা দু’জনেই দু’জনকে পছন্দ করেছিলেন। ফলে যোগাযোগ গাঢ় হয়।

প্রথম বার দেখা হওয়ার পর আপাত ‘বন্ধুত্ব’ গড়ে উঠেছিল রাহুল-আথিয়ার মধ্যে। তাঁরা দু’জনেই দু’জনকে পছন্দ করেছিলেন। ফলে যোগাযোগ গাঢ় হয়।

Advertisement
০৮ ১৭
একে অপরের সঙ্গে ঘন ঘন দেখা করতে শুরু করেন রাহুল-আথিয়া। নিজের নিজের কাজের ক্ষেত্রে দু’জনেই ব্যস্ত। তবে তার মাঝেও সময় বার করে নিতে ভুল করেননি কেউ।

একে অপরের সঙ্গে ঘন ঘন দেখা করতে শুরু করেন রাহুল-আথিয়া। নিজের নিজের কাজের ক্ষেত্রে দু’জনেই ব্যস্ত। তবে তার মাঝেও সময় বার করে নিতে ভুল করেননি কেউ।

০৯ ১৭
প্রথম প্রথম অবশ্য সম্পর্ক গোপনেই রেখেছিলেন তারকা যুগল। প্রচারের আলো চাননি ব্যক্তিগত জীবনে। সমাজমাধ্যমে প্রথম বার তাঁদের প্রেমের ইঙ্গিত মেলে আথিয়ার একটি ছবির নীচে ডিজ়াইনার বিক্রম ফডনীসের কয়েকটি মন্তব্যে।

প্রথম প্রথম অবশ্য সম্পর্ক গোপনেই রেখেছিলেন তারকা যুগল। প্রচারের আলো চাননি ব্যক্তিগত জীবনে। সমাজমাধ্যমে প্রথম বার তাঁদের প্রেমের ইঙ্গিত মেলে আথিয়ার একটি ছবির নীচে ডিজ়াইনার বিক্রম ফডনীসের কয়েকটি মন্তব্যে।

১০ ১৭
বিক্রম লিখেছিলেন, ‘‘তুমি আজকাল খুব উত্তেজিত থাকো। কেএল-এর কাছে যাবে?... কুয়ালা লামপুর?’’ কেএল অর্থে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের উল্লেখ করলেও প্রচ্ছন্ন ইঙ্গিত বুঝতে দেরি হয়নি।

বিক্রম লিখেছিলেন, ‘‘তুমি আজকাল খুব উত্তেজিত থাকো। কেএল-এর কাছে যাবে?... কুয়ালা লামপুর?’’ কেএল অর্থে মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরের উল্লেখ করলেও প্রচ্ছন্ন ইঙ্গিত বুঝতে দেরি হয়নি।

১১ ১৭
এই মন্তব্যের পর আথিয়ার প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। ডিজ়াইনারের উদ্দেশে প্রচ্ছন্ন রাগ দেখিয়ে তিনি লিখেছিলেন, ‘‘তোমাকে ব্লক করার সময় এসে গিয়েছে।’’

এই মন্তব্যের পর আথিয়ার প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। ডিজ়াইনারের উদ্দেশে প্রচ্ছন্ন রাগ দেখিয়ে তিনি লিখেছিলেন, ‘‘তোমাকে ব্লক করার সময় এসে গিয়েছে।’’

১২ ১৭
এর পরেই দেখা যায়, ক্রমশ সমাজমাধ্যমে নিজেদের সম্পর্কের নানাবিধ ইঙ্গিত দিচ্ছেন রাহুল এবং আথিয়া। আর তেমন রাখঢাক করছেন না কিছুতেই।

এর পরেই দেখা যায়, ক্রমশ সমাজমাধ্যমে নিজেদের সম্পর্কের নানাবিধ ইঙ্গিত দিচ্ছেন রাহুল এবং আথিয়া। আর তেমন রাখঢাক করছেন না কিছুতেই।

১৩ ১৭
একসঙ্গে প্রথম পোস্টটি তাঁরা করেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে। রাহুল ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন। একটি টেলিফোন বুথের ভিতর তাঁদের খুনসুটির ছবি ধরা পড়েছিল সেই ফ্রেমে।

একসঙ্গে প্রথম পোস্টটি তাঁরা করেন ২০১৯ সালের ডিসেম্বর মাসে। রাহুল ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে ছবি পোস্ট করেন। একটি টেলিফোন বুথের ভিতর তাঁদের খুনসুটির ছবি ধরা পড়েছিল সেই ফ্রেমে।

১৪ ১৭
এই ছবির নীচে কমেন্টে আথিয়া জানিয়েছিলেন, তিনি রাহুলকে একটি খেলায় গোহারা হারিয়ে দেন। তা হল লুডো। লুডোতে নাকি আথিয়ার কাছে জিততেই পারেন না রাহুল।

এই ছবির নীচে কমেন্টে আথিয়া জানিয়েছিলেন, তিনি রাহুলকে একটি খেলায় গোহারা হারিয়ে দেন। তা হল লুডো। লুডোতে নাকি আথিয়ার কাছে জিততেই পারেন না রাহুল।

১৫ ১৭
একসঙ্গে নতুন বছর উদ্‌যাপনের জন্য তাইল্যান্ড গিয়েছিলেন রাহুল-আথিয়া। সেখান থেকেও একে অপরের ছবি পোস্ট করেন। আথিয়ার বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কপূর এবং ভাই আহান শেট্টির সঙ্গে একাধিক ছবি দেখা গিয়েছে যুগলের।

একসঙ্গে নতুন বছর উদ্‌যাপনের জন্য তাইল্যান্ড গিয়েছিলেন রাহুল-আথিয়া। সেখান থেকেও একে অপরের ছবি পোস্ট করেন। আথিয়ার বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কপূর এবং ভাই আহান শেট্টির সঙ্গে একাধিক ছবি দেখা গিয়েছে যুগলের।

১৬ ১৭
একে অপরের জন্মদিনে জুটিতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রাহুল-আথিয়া। সমাজমাধ্যমে তাঁদের প্রেমের উদ্‌যাপনে গোপনীয়তার লেশমাত্র থাকে না। আহান শেট্টির ছবি ‘তড়প’-এর জন্য একসঙ্গে প্রচারেও বেরিয়েছিলেন তাঁরা।

একে অপরের জন্মদিনে জুটিতে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান রাহুল-আথিয়া। সমাজমাধ্যমে তাঁদের প্রেমের উদ্‌যাপনে গোপনীয়তার লেশমাত্র থাকে না। আহান শেট্টির ছবি ‘তড়প’-এর জন্য একসঙ্গে প্রচারেও বেরিয়েছিলেন তাঁরা।

১৭ ১৭
সোমবার খন্ডালার খামারবাড়ি ‘জাহাঁ’তে রাহুল-আথিয়ার চারহাত এক হতে চলেছে। শোনা যাচ্ছে, বিয়েতে আপাতত নিকট আত্মীয়েরাই আমন্ত্রিত। আইপিএলের পর রাহুল-আথিয়ার রিসেপশনে চাঁদের হাট বসতে পারে।

সোমবার খন্ডালার খামারবাড়ি ‘জাহাঁ’তে রাহুল-আথিয়ার চারহাত এক হতে চলেছে। শোনা যাচ্ছে, বিয়েতে আপাতত নিকট আত্মীয়েরাই আমন্ত্রিত। আইপিএলের পর রাহুল-আথিয়ার রিসেপশনে চাঁদের হাট বসতে পারে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি