প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০২২ সালেও বিজেপির জয়ের ধারা অব্যাহত। তাঁর নিজের রাজ্য গুজরাতেও মিলেছে রেকর্ড জয়। অন্য দিকে, ৫ বছরের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ শেষ করার পর কুর্সি পুনর্দখল করে উত্তরপ্রদেশে নয়া নজির তৈরি করেছেন যোগী আদিত্যনাথ।
—ফাইল চিত্র।
১ জানুয়ারি: কর্নাটকের উদুপির একটি কলেজে হিজাব পরে ঢুকতে বাধা ছাত্রীদের। বিক্ষোভের মাঝেই শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি চালু সরকারের। হাই কোর্ট সরকারি সিদ্ধান্ত অনুমোদন করলেও ১৩ অক্টোবর খণ্ডিত রায় সুপ্রিম কোর্টের।
—ফাইল চিত্র।
১০ মার্চ: উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে টানা দ্বিতীয় বার জয়ী বিজেপি। মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডেও পদ্ম-শিবির জয়ী। পঞ্জাবে জয় পেল আম আদমি পার্টি।
—ফাইল চিত্র।
২৫ মে: জঙ্গিদের আর্থিক মদতের অপরাধে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা ‘জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট’ (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল এনআইএ আদালত।
—ফাইল চিত্র।
২৬ মে: জ্ঞানবাপী মসজিদ নিয়ে টিভি চ্যানেলে বিতর্কের সময় বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। আরব দেশগুলির প্রতিবাদ এবং দেশজোড়া বিতর্কের জেরে নূপুরকে সাসপেন্ড করে বিজেপি।
—ফাইল চিত্র।
২৯ মে: পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা খুন। নিজের গ্রাম মুসায় গাড়ির মধ্যে গুলিতে ঝাঁঝরা সিধু। হত্যাকাণ্ডের দায় নিল গ্যাংস্টার গোল্ডি ব্রার। জেলবন্দি দুষ্কৃতী লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ ব্রার।
—ফাইল চিত্র।
৮ জুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। ১৯৯৯ সালে জাতীয় দলের সদস্য হন তিনি। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন মিতালি।
—ফাইল চিত্র।
১৩ জুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দিল্লির দফতরে তলব করে টানা ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
—ফাইল চিত্র।
১৪ জুন: ‘অগ্নিপথ’ প্রকল্পের মাধ্যমে ‘অগ্নিবীর’ নিয়োগের কথা ঘোষণা করল কেন্দ্র। মাসিক ৩০-৪০ হাজার টাকা বেতনে ৪ বছরের জন্য চুক্তিভিত্তিক সেনা নিয়োগের প্রতিবাদে প্রথম বিক্ষোভ হয় বিহারে।
—ফাইল চিত্র।
২০ জুন: অধিকাংশ শিবসেনা বিধায়ককে নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ একনাথ শিন্ডের। গরিষ্ঠতা হারিয়ে ২৯ জুন উদ্ধবের ইস্তফা। পরের দিন মুখ্যমন্ত্রী পদে শিন্ডের শপথ। উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফডণবীস।
—ফাইল চিত্র।
১৪ জুলাই: ভারতে মাঙ্কি পক্সের প্রথম সংক্রমণ চিহ্নিত হল কেরলে। পশ্চিম এশিয়া থেকে ফেরা এক যুবকের দেহে মাঙ্কি পক্স ভাইরাসের খোঁজ পেল পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি’।
—ফাইল চিত্র।
২১ জুলাই: দেশের প্রথম তফসিলি জনজাতি গোষ্ঠীর মহিলা হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। হারালেন যশবন্ত সিন্হাকে। ২৫ জুলাই রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে রামনাথ কোবিন্দের আসনে বসলেন দ্রৌপদী।
—ফাইল চিত্র।
৬ অগস্ট: উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনখড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে হারালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। ১১ অগস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়ে বেঙ্কাইয়া নায়ডুর আসনে বসলেন ধনখড়।
—ফাইল চিত্র।
৯ অগস্ট: এনডিএ ছাড়লেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী পদে ইস্তফা। ২৪ ঘণ্টার মধ্যেই আরজেডি-কংগ্রেস-বামেদের সমর্থনে আবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন জেডি(ইউ) প্রধান। উপমুখ্যমন্ত্রী হলেন লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব।
—ফাইল চিত্র।
১২ অগস্ট: অনাবৃত ফোটোশ্যুট বিতর্কে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতা রণবীর সিংহকে তলব করল মুম্বই পুলিশ। সমন পেয়ে ২৯ অগস্ট থানায় হাজিরা দেন রণবীর।
—ফাইল চিত্র।
১৫ অগস্ট: ‘তৃতীয় পক্ষের অবাঞ্ছিত হস্তক্ষেপের’ কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ)-কে নির্বাসিত করল আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। সুপ্রিম কোর্টে আবেদন কেন্দ্রীয় সরকারের।
—ফাইল চিত্র।
১৫ অগস্ট: ২০০২ সালের গোধরা পরবর্তী দাঙ্গা-পর্বে গণহত্যা ও বিলকিস বানো ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন অপরাধীকে মুক্তি দিল গুজরাত সরকার। যুক্তি, জেলবন্দি ওই অপরাধীদের ‘আচরণ ভাল’!
—ফাইল চিত্র।
২৮ অগস্ট: সবুজ ধ্বংস করে বেআইনি ভাবে নির্মিত নয়ডার ‘এমারেল্ড কোর্ট’ আবাসনের যমজ অট্টালিকা ‘অ্যাপেক্স’ এবং ‘সিয়েন’-কে সুপ্রিম কোর্টের নির্দেশে বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল।
—ফাইল চিত্র।
৭ সেপ্টেম্বর: রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হল। যাত্রার মাঝেই ১৯ অক্টোবর কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী তারুরকে হারিয়ে জিতলেন মল্লিকার্জুন খড়্গে।
—ফাইল চিত্র।
১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ৭২তম জন্মদিনে আফ্রিকার নামিবিয়া থেকে উড়িয়ে আনা ৮টি চিতাকে মধ্যপ্রদেশের কুনো-পালপুর অরণ্যের জাল ঘেরা প্রাকৃতিক পরিবেশে ছাড়লেন।
—ফাইল চিত্র।
৪ অক্টোবর: উত্তরাখণ্ডের গঢ়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ শিখরের অদূরে ভয়াবহ তুষারধস। উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর ২৭ শিক্ষার্থী ও প্রশিক্ষকের মৃত্যু।
—ফাইল চিত্র।
৪ অক্টোবর: জম্মু ও কাশ্মীরের কারারক্ষী বাহিনীর ডিজি হেমন্তকুমার লোহিয়াকে গলা কেটে খুন। পুলিশের জালে হেমন্তের পরিচারক ইয়াসির আহমেদ। অভিযুক্ত যুবকের সঙ্গে জঙ্গিদের যোগাযোগের দাবি।
—ফাইল চিত্র।
৩০ অক্টোবর: গুজরাতের মোরবীতে ঝুলন্ত সেতু ভেঙে ১৩৫ জনের মৃত্যু। বিজেপি পরিচালিত মোরবী পুরসভার বিরুদ্ধে ব্রিটিশ আমলে তৈরি ওই সেতু সংস্কারের বরাত দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
—ফাইল চিত্র।
১২ নভেম্বর: মহারাষ্ট্রের তরুণী শ্রদ্ধা ওয়ালকরকে খুনের অভিযোগে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার নিহতের লিভ-ইন সঙ্গী আফতাব পুনাওয়ালা। অভিযোগ, ১৮ মে খুনের পর শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখেছিল আফতাব।
৭ ডিসেম্বর: প্রথম বার দিল্লির পুরভোটে জয়ী আম আদমি পার্টি (আপ)। ২৫০টির মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জিতল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের দল। ১৫ বছর পরে দিল্লি পুরসভা হাতছাড়া হল বিজেপির।
—ফাইল চিত্র।
৮ ডিসেম্বর: গুজরাতে টানা ৭ বার বিধানসভা ভোটে জিতে বাংলায় বামফ্রন্টের রেকর্ড ছুঁল বিজেপি। গড়ল সবচেয়ে ভাল ফলের রেকর্ডও। হিমাচল প্রদেশে ‘রাজ’ বদলানোর ‘রেওয়াজ’ মেনেই বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এল কংগ্রেস।
—ফাইল চিত্র।