world's youngest mother

পাঁচ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম! লিনার ‘কনিষ্ঠতম মা’ হওয়ার কাহিনি বিস্ময় জাগায় এখনও

বিশ্বের কনিষ্ঠতম মা বলে পরিচিত লিনা মেদিনা। পেরুর বাসিন্দা। হাসপাতালের বিছানায় শুয়ে সাড়ে পাঁচ বছরের লিনার কোলে সদ্যোজাতের ছবি আলোড়ন ফেলে দিয়েছিল চিকিৎসক মহলেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৭
০১ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

বয়স তখন মাত্র সাড়ে পাঁচ বছর। নিখুঁত ভাবে বললে, পাঁচ বছর সাত মাস ২১ দিন। সেই বয়সে প্রথম সন্তানের জন্ম! ১৯৩৯ সালের সেই ঘটনা প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে হইচই পড়ে গিয়েছিল।

০২ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

তখন থেকেই বিশ্বের কনিষ্ঠতম মা বলে পরিচিত লিনা মেদিনা। পেরুর বাসিন্দা। হাসপাতালের বিছানায় শুয়ে সাড়ে পাঁচ বছরের লিনার কোলে সদ্যোজাতের ছবি আলোড়ন ফেলে দিয়েছিল চিকিৎসক মহলেও।

০৩ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

লিনার জন্ম পেরুর টিক্রাপোতে। তাঁরা ছিলেন ন’ভাইবোন। অন্যদের তুলনায় লিনার তাড়াতাড়ি বেড়ে উঠতে থাকা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বাবা টিবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়া।

Advertisement
০৪ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

লিনা পাঁচে পা দিতে মা-বাবা দেখেন তাঁর পেট ক্রমশ বড় হয়ে যাচ্ছে। সকলেই প্রথমে ভেবেছিলেন, তাঁর পেটে টিউমার হয়েছে।

০৫ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

বাবা-মা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পিসকো হাসপাতালের চিকিৎসক পরীক্ষার পর জানতে পারেন, টিউমার নয়, লিনার গর্ভে বড় হচ্ছে তাঁর সন্তান!

Advertisement
০৬ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

লিনা তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা! অর্থাৎ, পাঁচ বছর হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছিল সে। এতেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন চিকিৎসকেরা— এ কী করে সম্ভব!

০৭ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

এই ঘটনার পরেই উঠে আসতে থাকে একাধিক তত্ত্ব। শোনা যায়, লিনা যৌন হেনস্থার শিকার! এ নিয়ে তদন্তে নেমে লিনার বাবাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ না মেলায় ছেড়েও দেওয়া হয়।

Advertisement
০৮ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

সেই সময় লিনা এতটাই ছোট ছিল যে, তদন্তে ঠিক ভাবে পুলিশকে সাহায্যও করতে পারেনি সে। ফলে এখনও রহস্যই থেকে গিয়েছে বিষয়টি।

০৯ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

এর মধ্যেই সন্তানের জন্ম দেন লিনা। যে চিকিৎসক অস্ত্রোপচার করেছিলেন, তাঁর নামে সন্তানের নাম রাখা হয় ‘গেরার্ডো’।

১০ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

জন্মের সময় সন্তানের ওজন ছিল ২ কেজি ৭০০ গ্রাম। অর্থাৎ স্বাভাবিক ওজন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সব দিকে সুস্থ সন্তানেরই জন্ম দিয়েছে ছোট্ট লিনা।

১১ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

প্রথমে গেরার্ডোকে জানানো হয়েছিল, লিনা তার দিদি! সেই ভাবেই দু’জন একে অপরের সঙ্গে কথা বলত। গেরার্ডোর বয়স যখন ১০, তখন তাকে জানানো হয়, লিনা আসলে তার মা।

১২ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

চিকিৎসাবিজ্ঞানে একে ‘প্রিকসিয়াস পিউবার্টি’ বলা হয়। চিকিৎসকেরা জানান, এর মানে— সময়ের অনেক আগেই প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়া। মস্তিষ্কের যে অংশ থেকে হরমোন নিঃসৃত হয়, সেই অংশে কিছু সমস্যার কারণে এমনটা ঘটে থাকে। যা বিরল।

১৩ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

পরবর্তী কালে তাঁর চিকিৎসকের ক্লিনিকেই সেক্রেটারির কাজ করতেন লিনা। নিজে রোজগার করে ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড়ও করেন তিনি।

১৪ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

১৯৭০ সালে প্রথম বিয়ে করেন লিনা। দু’বছর পর তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর প্রথম সন্তান গেরার্ডো ১৯৭৯ সালে মাত্র ৪০ বছর বয়সে অস্থিমজ্জা সংক্রান্ত রোগে মারা যান।

১৫ ১৫
Linda Medina remains world's youngest mum who had baby aged just five

লিনার বয়স এখন ৯০ বছর। পেরুতেই থাকেন তিনি। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনা নিয়ে কখনও কোথাও সাক্ষাৎকার দেননি লিনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি