sushmita sen

বদলে গেল ইনস্টাগ্রাম ডিপি, ফিরে আসছেন পুরনো প্রেমিক, ললিত-সুস্মিতার সম্পর্কে ভাঙন?

ললিত মোদী নন, পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে মুম্বইয়ের রাস্তায় সুস্মিতা সেনকে দেখা যাচ্ছে তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে। বদলেছে আইপিএল কর্তার ইনস্টাগ্রাম ডিপি-ও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:১২
০১ ১৫
প্রায় দু’মাস আগেই সুস্মিতা ও ললিতের সম্পর্ক ছিল চর্চার কেন্দ্র। ললিত মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তখন ব্রহ্মাণ্ডসুন্দরীর ছবি। একসঙ্গে ঘুরতে গিয়ে ছবি তুলে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন ললিত।

প্রায় দু’মাস আগেই সুস্মিতা ও ললিতের সম্পর্ক ছিল চর্চার কেন্দ্র। ললিত মোদীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তখন ব্রহ্মাণ্ডসুন্দরীর ছবি। একসঙ্গে ঘুরতে গিয়ে ছবি তুলে নেটমাধ্যমে পোস্ট করেছিলেন ললিত।

০২ ১৫
ছবির নীচে লিখে জানিয়েও দিয়েছিলেন, খুব শীঘ্রই সুস্মিতা তাঁর ‘বেটার হাফ’ হতে চলেছেন। বদলেছিলেন ইনস্টাগ্রামের ডিপি। সেখানে সুস্মিতা ছিলেন তাঁর পাশে।

ছবির নীচে লিখে জানিয়েও দিয়েছিলেন, খুব শীঘ্রই সুস্মিতা তাঁর ‘বেটার হাফ’ হতে চলেছেন। বদলেছিলেন ইনস্টাগ্রামের ডিপি। সেখানে সুস্মিতা ছিলেন তাঁর পাশে।

০৩ ১৫
ইনস্টাগ্রামের যে জায়গায় নিজের সম্পর্কে দু’এক কথা লেখা যায়, সেই বায়ো সেকশনেও জ্বলজ্বল করছিল অভিনেত্রীর নাম।

ইনস্টাগ্রামের যে জায়গায় নিজের সম্পর্কে দু’এক কথা লেখা যায়, সেই বায়ো সেকশনেও জ্বলজ্বল করছিল অভিনেত্রীর নাম।

Advertisement
০৪ ১৫
কিন্তু এখন কোথায় সেই ডিপি? কোথায় বা বায়ো সেকশনে সুস্মিতার নাম?

কিন্তু এখন কোথায় সেই ডিপি? কোথায় বা বায়ো সেকশনে সুস্মিতার নাম?

০৫ ১৫
সবই বদলে গিয়েছে। এখন ডিপিতে ললিত একা। বায়োতেও নিজের পরিচয় বদলে এখন সেখানে জ্বলজ্বল করছে আইপিএল-এর ‘ফাউন্ডার’।

সবই বদলে গিয়েছে। এখন ডিপিতে ললিত একা। বায়োতেও নিজের পরিচয় বদলে এখন সেখানে জ্বলজ্বল করছে আইপিএল-এর ‘ফাউন্ডার’।

Advertisement
০৬ ১৫
এ দিকে সুস্মিতা সেনেরও সঙ্গী এখন রোহমান শল। পুরনো প্রেমিকের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছে সুস্মিতাকে।

এ দিকে সুস্মিতা সেনেরও সঙ্গী এখন রোহমান শল। পুরনো প্রেমিকের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাতে দেখা যাচ্ছে সুস্মিতাকে।

০৭ ১৫
কখনও তাঁরা একসঙ্গে ধরা পড়ছেন পাপারাৎজিদের ক্যামেরায়, কখনও বা অভিনেত্রীর করা লাইভে।

কখনও তাঁরা একসঙ্গে ধরা পড়ছেন পাপারাৎজিদের ক্যামেরায়, কখনও বা অভিনেত্রীর করা লাইভে।

Advertisement
০৮ ১৫
অভিনেতার মায়ের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা। সেই দিন নিজের অনুরাগীদের সঙ্গে অভিনেত্রী তাঁর মায়ের পরিচয় করে দিচ্ছিলেন লাইভের মাধ্যমে।

অভিনেতার মায়ের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানে হাজির ছিলেন সুস্মিতা। সেই দিন নিজের অনুরাগীদের সঙ্গে অভিনেত্রী তাঁর মায়ের পরিচয় করে দিচ্ছিলেন লাইভের মাধ্যমে।

০৯ ১৫
সেই অনুষ্ঠানেও ললিত ছিলেন না। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহমান শল। লাইভে দেখা যায়, সুস্মিতার বাড়ির লোকজনের সঙ্গে গল্পে মশগুল রোহমান।

সেই অনুষ্ঠানেও ললিত ছিলেন না। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোহমান শল। লাইভে দেখা যায়, সুস্মিতার বাড়ির লোকজনের সঙ্গে গল্পে মশগুল রোহমান।

১০ ১৫
শুধু মায়ের জন্মদিনেই নয়, মুম্বইয়ের একটি ঘর সাজানোর দোকানের বাইরেও দেখা গিয়েছে সুস্মিতা ও রোহমানকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লে দু’জনে একসঙ্গে পোজও দেন।

শুধু মায়ের জন্মদিনেই নয়, মুম্বইয়ের একটি ঘর সাজানোর দোকানের বাইরেও দেখা গিয়েছে সুস্মিতা ও রোহমানকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লে দু’জনে একসঙ্গে পোজও দেন।

১১ ১৫
তবে কি, ললিতের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরল সুস্মিতার? আবার কি তিনি তিন বছরের পুরনো সম্পর্কে ফিরে গেলেন?

তবে কি, ললিতের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরল সুস্মিতার? আবার কি তিনি তিন বছরের পুরনো সম্পর্কে ফিরে গেলেন?

১২ ১৫
না কি, সুস্মিতা ও রোহমান দু’জনেই তাঁদের দু’জনকে দেওয়া কথা রাখছেন?

না কি, সুস্মিতা ও রোহমান দু’জনেই তাঁদের দু’জনকে দেওয়া কথা রাখছেন?

১৩ ১৫
বিচ্ছেদের সময় দু’জনেই বলেছিলেন, তাঁদের বন্ধুত্বে কখনও ছেদ পড়বে না। তবে কি, দু’জনে এখন শুধুই বন্ধু?

বিচ্ছেদের সময় দু’জনেই বলেছিলেন, তাঁদের বন্ধুত্বে কখনও ছেদ পড়বে না। তবে কি, দু’জনে এখন শুধুই বন্ধু?

১৪ ১৫
তা হলে সুস্মিতাতে মজে থাকা আইপিএল কর্তা এই সময়েই কেন নেটমাধ্যমে নিজের ভোলবদল করে ফেললেন?

তা হলে সুস্মিতাতে মজে থাকা আইপিএল কর্তা এই সময়েই কেন নেটমাধ্যমে নিজের ভোলবদল করে ফেললেন?

১৫ ১৫
নেটমাধ্যমেই সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ললিত। তবে কি নেটমাধ্যমে এই আচমকা ভোলবদল অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত?

নেটমাধ্যমেই সুস্মিতার সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন ললিত। তবে কি নেটমাধ্যমে এই আচমকা ভোলবদল অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি