IPL Auction 2024

বিশ্বজয়ীদের দর আকাশছোঁয়া, দেশিরা সেখানে কোথায়! আইপিএল নিলামে কার দাম কত?

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বোলারের দর যেখানে প্রায় ২৫ কোটি টাকা উঠেছে, সেখানে ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ দাম উঠেছে ১১ কোটি ৭৫ লক্ষ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৩
০১ ১৭
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের স্মৃতি এখনও কতটা তাজা অথবা দগদগে, তা বোঝা গেল আইপিএল-এর নিলামে।

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের স্মৃতি এখনও কতটা তাজা অথবা দগদগে, তা বোঝা গেল আইপিএল-এর নিলামে।

০২ ১৭
নভেম্বরেই বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল গো-হারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। দেখা গেল আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলি সেই অসি ক্রিকেটারদের জন্যই সব থেকে বেশি খরচ করছে। বিশ্বজয়ীদের পেতে অর্থের বন্যা বইয়ে দিতেও কসুর করছে না তারা।

নভেম্বরেই বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল গো-হারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। দেখা গেল আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলি সেই অসি ক্রিকেটারদের জন্যই সব থেকে বেশি খরচ করছে। বিশ্বজয়ীদের পেতে অর্থের বন্যা বইয়ে দিতেও কসুর করছে না তারা।

০৩ ১৭
 অন্য দিকে, বিশ্বকাপের ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ জেতা ভারতীয় ক্রিকেটারদের কপালে সেই অর্থের অর্ধেকও জোটেনি।

অন্য দিকে, বিশ্বকাপের ফাইনাল ছাড়া প্রতিটি ম্যাচ জেতা ভারতীয় ক্রিকেটারদের কপালে সেই অর্থের অর্ধেকও জোটেনি।

Advertisement
০৪ ১৭
বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বোলারের দর যেখানে প্রায় ২৫ কোটি টাকা উঠেছে, সেখানে ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ দাম উঠেছে ১১ কোটি ৭৫ লক্ষ। শুধু তা-ই নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে পেতে তুমুল লড়াইও দেখা গেল ফ্র্যাঞ্চাইজ়িগুলির মধ্যে।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বোলারের দর যেখানে প্রায় ২৫ কোটি টাকা উঠেছে, সেখানে ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ দাম উঠেছে ১১ কোটি ৭৫ লক্ষ। শুধু তা-ই নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দলে পেতে তুমুল লড়াইও দেখা গেল ফ্র্যাঞ্চাইজ়িগুলির মধ্যে।

০৫ ১৭
অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ককে নিয়ে প্রথম লড়াই শুরু হয়েছিল মুম্বই এবং দিল্লির মধ্যে। সেই লড়াইয়ে পরে যোগ দেয় গুজরাত এবং কলকাতাও। কোনও দলই থামতে না চাওয়ায় চড়চড়িয়ে দর বাড়ছিল স্টার্কের। শেষে ২৪.৭৫ কোটি টাকায় বাজি মারে ‘বাজিগর’ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ককে নিয়ে প্রথম লড়াই শুরু হয়েছিল মুম্বই এবং দিল্লির মধ্যে। সেই লড়াইয়ে পরে যোগ দেয় গুজরাত এবং কলকাতাও। কোনও দলই থামতে না চাওয়ায় চড়চড়িয়ে দর বাড়ছিল স্টার্কের। শেষে ২৪.৭৫ কোটি টাকায় বাজি মারে ‘বাজিগর’ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

Advertisement
০৬ ১৭
স্টার্ককে কেনার জন্য আইপিএলের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দেয় কলকাতা। আর স্টার্ককে দলে পেতে কতটা মরিয়া হয়েছিল শাহরুখের দল, তা বোঝা যায় মেন্টর গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া দেখে। গুজরাতকে হারিয়ে কলকাতা স্টার্ককে কিনে নিতেই স্বস্তির হাসি ফোটে গম্ভীরের মুখে।

স্টার্ককে কেনার জন্য আইপিএলের ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দেয় কলকাতা। আর স্টার্ককে দলে পেতে কতটা মরিয়া হয়েছিল শাহরুখের দল, তা বোঝা যায় মেন্টর গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া দেখে। গুজরাতকে হারিয়ে কলকাতা স্টার্ককে কিনে নিতেই স্বস্তির হাসি ফোটে গম্ভীরের মুখে।

০৭ ১৭
স্টার্কের মতোই বিশ্বজয়ী দলের আরও এক ক্রিকেটারের দর উঠেছে ২০ কোটির উপরে। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় হায়দরাবাদ। কামিন্সকে নিয়েও লড়াই হয় আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজ়ি বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে।

স্টার্কের মতোই বিশ্বজয়ী দলের আরও এক ক্রিকেটারের দর উঠেছে ২০ কোটির উপরে। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনে নেয় হায়দরাবাদ। কামিন্সকে নিয়েও লড়াই হয় আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজ়ি বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে।

Advertisement
০৮ ১৭
নিলামের দরে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের ধারেকাছে নেই বাকিরা। ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে কিনেছে চেন্নাই। তিনি নিউজিল্যান্ডের অলরাউন্ডার।

নিলামের দরে অস্ট্রেলিয়ার এই দুই ক্রিকেটারের ধারেকাছে নেই বাকিরা। ১৪ কোটি টাকায় ড্যারিল মিচেলকে কিনেছে চেন্নাই। তিনি নিউজিল্যান্ডের অলরাউন্ডার।

০৯ ১৭
এঁদের কাছাকাছি দর রয়েছে যে ভারতীয় ক্রিকেটারের তিনি অবশ্য বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না। তাঁর নাম হর্ষল প্যাটেল। গত বারের আইপিএলে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দর ছিল তাঁর। খেলেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এ বারে তাঁর দর আরও ১ কোটি বেড়েছে। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পঞ্জাব।

এঁদের কাছাকাছি দর রয়েছে যে ভারতীয় ক্রিকেটারের তিনি অবশ্য বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন না। তাঁর নাম হর্ষল প্যাটেল। গত বারের আইপিএলে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দর ছিল তাঁর। খেলেছিলেন বেঙ্গালুরুর হয়ে। এ বারে তাঁর দর আরও ১ কোটি বেড়েছে। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিয়েছে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পঞ্জাব।

১০ ১৭
আবার কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় সমান অর্থ দিয়ে কিনেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফকে। আইপিএলে তাঁর দর উঠেছে ১১ কোটি ৫০ লক্ষ টাকা।

আবার কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রায় সমান অর্থ দিয়ে কিনেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফকে। আইপিএলে তাঁর দর উঠেছে ১১ কোটি ৫০ লক্ষ টাকা।

১১ ১৭
ওয়েস্ট ইন্ডিজের আরও এক ক্রিকেটারের দর উঠেছে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। তিনি রভম্যান পাওয়েল। তাঁকে নিয়ে রাজস্থান এবং কলকাতার দীর্ঘ লড়াই হয়। শেষে হার মানে কলকাতা। ছিনিয়ে নেয় রাজস্থান।

ওয়েস্ট ইন্ডিজের আরও এক ক্রিকেটারের দর উঠেছে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। তিনি রভম্যান পাওয়েল। তাঁকে নিয়ে রাজস্থান এবং কলকাতার দীর্ঘ লড়াই হয়। শেষে হার মানে কলকাতা। ছিনিয়ে নেয় রাজস্থান।

১২ ১৭
বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার আরও এক ক্রিকেটারকে তুলে নিয়েছে হায়দরাবাদ। ফাইনালে শতরান করেছিলেন। তাঁর দাপটে হেরে যায় ভারত। সেই ট্রাভিস হেডকে নিয়ে বেশ কিছু ক্ষণ লড়াই হয় রাজস্থান এবং হায়দরাবাদের মধ্যে। শেষে হাল ছাড়ে রাজস্থান। ৬ কোটি ৮০ লক্ষ টাকায় হেডকে কেনে রাজস্থান।

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার আরও এক ক্রিকেটারকে তুলে নিয়েছে হায়দরাবাদ। ফাইনালে শতরান করেছিলেন। তাঁর দাপটে হেরে যায় ভারত। সেই ট্রাভিস হেডকে নিয়ে বেশ কিছু ক্ষণ লড়াই হয় রাজস্থান এবং হায়দরাবাদের মধ্যে। শেষে হাল ছাড়ে রাজস্থান। ৬ কোটি ৮০ লক্ষ টাকায় হেডকে কেনে রাজস্থান।

১৩ ১৭
ভারতীয় ক্রিকেটার উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছে গুজরাত। এর আগে কলকাতার দলে খেলেছেন উমেশ। তবে নিলামে তাঁকে  দলে পেতে লড়াই হয় দিল্লি এবং বেঙ্গালুরুর মধ্যেও।

ভারতীয় ক্রিকেটার উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে কিনেছে গুজরাত। এর আগে কলকাতার দলে খেলেছেন উমেশ। তবে নিলামে তাঁকে দলে পেতে লড়াই হয় দিল্লি এবং বেঙ্গালুরুর মধ্যেও।

১৪ ১৭
৪ কোটি টাকা দর উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুকেরও। তাঁকে কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালস।

৪ কোটি টাকা দর উঠেছে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুকেরও। তাঁকে কিনেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালস।

১৫ ১৭
ভারতীয় ক্রিকেটার  শার্দূল ঠাকুর বিশ্বকাপের দলে খেলেননি। আইপিএলেও তাঁর দর পড়েছে। গত বার ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে দিল্লির কাছ থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার তাঁর দর উঠেছে ৪ কোটি টাকা। ওই দামে তাঁকে কিনে নিয়েছে তাঁর পুরনো দল চেন্নাই।

ভারতীয় ক্রিকেটার শার্দূল ঠাকুর বিশ্বকাপের দলে খেলেননি। আইপিএলেও তাঁর দর পড়েছে। গত বার ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে দিল্লির কাছ থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার তাঁর দর উঠেছে ৪ কোটি টাকা। ওই দামে তাঁকে কিনে নিয়েছে তাঁর পুরনো দল চেন্নাই।

১৬ ১৭
বিশ্বকাপে নিউ জ়িল্যান্ড দলে ছিলেন রাচিন রবীন্দ্র। ভাল খেলে চোখেও পড়েছিলেন। সেই রাচিন রবীন্দ্রকে নিয়ে জোর লড়াই হয় দিল্লি এবং চেন্নাইয়ে। পরে সেই লড়াইয়ে যোগ দেয় পঞ্জাবও। শেষে অবশ্য গত বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনিরাই কিনে নেয় রাচিনকে। তবে তাঁর দর বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের তুলনায় প্রায় কিছুই নয়। চেন্নাই তাঁকে কিনেছে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে।

বিশ্বকাপে নিউ জ়িল্যান্ড দলে ছিলেন রাচিন রবীন্দ্র। ভাল খেলে চোখেও পড়েছিলেন। সেই রাচিন রবীন্দ্রকে নিয়ে জোর লড়াই হয় দিল্লি এবং চেন্নাইয়ে। পরে সেই লড়াইয়ে যোগ দেয় পঞ্জাবও। শেষে অবশ্য গত বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিংহ ধোনিরাই কিনে নেয় রাচিনকে। তবে তাঁর দর বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের তুলনায় প্রায় কিছুই নয়। চেন্নাই তাঁকে কিনেছে ১ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে।

১৭ ১৭
মঙ্গলবার দুবাইয়ে বসেছিল আইপিএলের নিলামের আসর। এই প্রথম বিদেশের মাটিতে হল আইপিএলের নিলাম। তবে সন্ধে পর্যন্ত আর কোনও ক্রিকেটারের দর কোটি ছাড়ায়নি। চেতন সাকারিয়া এবং শ্রীকর ভরতকে কলকাতা কিনে নিয়েছে ৫০ লক্ষ টাকা দরে।

মঙ্গলবার দুবাইয়ে বসেছিল আইপিএলের নিলামের আসর। এই প্রথম বিদেশের মাটিতে হল আইপিএলের নিলাম। তবে সন্ধে পর্যন্ত আর কোনও ক্রিকেটারের দর কোটি ছাড়ায়নি। চেতন সাকারিয়া এবং শ্রীকর ভরতকে কলকাতা কিনে নিয়েছে ৫০ লক্ষ টাকা দরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি