Sheep Distribution Scam

ভেড়া বিলির নামে কয়েক কোটি টাকার দুর্নীতি, তেলঙ্গানায় গ্রেফতার চার সরকারি আধিকারিক

সরকারি তহবিলের দু’কোটি ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০
০১ ১১
ভেড়া নিয়েও দুর্নীতি! দু’কোটিরও বেশি টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তেলঙ্গানার চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে।

ভেড়া নিয়েও দুর্নীতি! দু’কোটিরও বেশি টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তেলঙ্গানার চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে।

০২ ১১
এ বার প্রকাশ্যে এল ভেড়া বিলি কেলেঙ্কারি। আর সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তেলঙ্গানার চার সরকারি আধিকারিক।

এ বার প্রকাশ্যে এল ভেড়া বিলি কেলেঙ্কারি। আর সেই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তেলঙ্গানার চার সরকারি আধিকারিক।

০৩ ১১
তেলঙ্গানার দুর্নীতিদমন শাখা (এসিবি) বৃহস্পতিবার ওই চার আধিকারিককে গ্রেফতার করে।

তেলঙ্গানার দুর্নীতিদমন শাখা (এসিবি) বৃহস্পতিবার ওই চার আধিকারিককে গ্রেফতার করে।

Advertisement
০৪ ১১
ধৃতদের মধ্যে রয়েছেন, প্রাণিসম্পদ দফতরের সহ-অধিকর্তা ডি রবি, এম আদিত্য কেশব সাই, উচ্চশিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর শ্রী সাঙ্গু গণেশ এবং জলসরবরাহ দফতরের আধিকারিক পশুলা রঘুপতি রেড্ডি।

ধৃতদের মধ্যে রয়েছেন, প্রাণিসম্পদ দফতরের সহ-অধিকর্তা ডি রবি, এম আদিত্য কেশব সাই, উচ্চশিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর শ্রী সাঙ্গু গণেশ এবং জলসরবরাহ দফতরের আধিকারিক পশুলা রঘুপতি রেড্ডি।

০৫ ১১
এসিবি সূত্রে খবর, ভেড়া বিলিতে দুর্নীতি নিয়ে অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল। বেশ কয়েকটি মামলাও রুজু হয়।

এসিবি সূত্রে খবর, ভেড়া বিলিতে দুর্নীতি নিয়ে অনেক দিন ধরেই অভিযোগ উঠছিল। বেশ কয়েকটি মামলাও রুজু হয়।

Advertisement
০৬ ১১
সেই মামলার তদন্তের ভার পড়েছে দুর্নীতিদমন শাখার হাতে। এসিবির তদন্তে চার আধিকারিকের নাম উঠে এসেছে।

সেই মামলার তদন্তের ভার পড়েছে দুর্নীতিদমন শাখার হাতে। এসিবির তদন্তে চার আধিকারিকের নাম উঠে এসেছে।

০৭ ১১
ওই চার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, ভেড়া বিলির নামে কয়েক কোটি টাকা হাতিয়ে বেনামে অ্যাকাউন্ট খুলে তাঁরা সেখানে সেই টাকা গচ্ছিত রেখেছেন।

ওই চার আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, ভেড়া বিলির নামে কয়েক কোটি টাকা হাতিয়ে বেনামে অ্যাকাউন্ট খুলে তাঁরা সেখানে সেই টাকা গচ্ছিত রেখেছেন।

Advertisement
০৮ ১১
সরকারি তহবিলের দু’কোটি ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে। আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে বলে এসিবি সূত্রে খবর।

সরকারি তহবিলের দু’কোটি ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই চার আধিকারিকের বিরুদ্ধে। আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হতে পারে বলে এসিবি সূত্রে খবর।

০৯ ১১
অন্ধ্রপ্রদেশের কয়েক জন ভেড়া বিক্রেতা গত জানুয়ারিতে গাছিবোওলি থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁদের কাছ থেকে ভেড়া নেওয়ার পর সেই টাকা মেটানো হয়নি।

অন্ধ্রপ্রদেশের কয়েক জন ভেড়া বিক্রেতা গত জানুয়ারিতে গাছিবোওলি থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁদের কাছ থেকে ভেড়া নেওয়ার পর সেই টাকা মেটানো হয়নি।

১০ ১১
অভিযোগ, সেই টাকা সরকারি আধিকারিকেরা কয়েকটি বেনামি অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এসিবি।

অভিযোগ, সেই টাকা সরকারি আধিকারিকেরা কয়েকটি বেনামি অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এসিবি।

১১ ১১
সরকারি তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগে গ্রেফতার করা হয় চার আধিকারিককে।

সরকারি তহবিলের টাকা নয়ছয় করার অভিযোগে গ্রেফতার করা হয় চার আধিকারিককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি