IPl Auction 2024

এই বছরের ৫ তুরুপের তাস! তারকা না হলেও আইপিএল নিলামে ঝাঁপাতে চলেছে দশ দল

এ বারের আইপিএল নিলামের আগে উঠে আসছে বেশ কিছু নাম, যাঁদের দিকে বেশির ভাগ দলের নজর থাকবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮
০১ ১২
আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তার পরেই আইপিএলের নিলাম। আগামী মরসুমের আগে প্রতিযোগী ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করতে উদ্যোগী। এই নিলামের আগে উঠে আসছে বেশ কিছু নাম, যাঁদের দিকে বেশির ভাগ দলের নজর থাকবে।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। তার পরেই আইপিএলের নিলাম। আগামী মরসুমের আগে প্রতিযোগী ১০টি দলই নিজেদের ফাঁক ভরাট করতে উদ্যোগী। এই নিলামের আগে উঠে আসছে বেশ কিছু নাম, যাঁদের দিকে বেশির ভাগ দলের নজর থাকবে।

০২ ১২
এ বারের নিলামে পাঁচ জন ‘কালো ঘোড়া’ রয়েছেন। অর্থাৎ, বড় নাম না হলেও দলগুলি তাঁদের কেনার জন্য ঝাঁপাতে পারে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।

এ বারের নিলামে পাঁচ জন ‘কালো ঘোড়া’ রয়েছেন। অর্থাৎ, বড় নাম না হলেও দলগুলি তাঁদের কেনার জন্য ঝাঁপাতে পারে। দেখে নেওয়া যাক তাঁরা কারা।

০৩ ১২
ডেভিড উইলি: গত বার আরসিবিতে ছিলেন। বেশি ম্যাচ খেলেননি। এ বার আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অর্থাৎ, পুরো মরসুম তাঁকে পাওয়া যাবে। উইলি নিজেও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এ বার শুধু খেলবেন।

ডেভিড উইলি: গত বার আরসিবিতে ছিলেন। বেশি ম্যাচ খেলেননি। এ বার আইপিএলের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অর্থাৎ, পুরো মরসুম তাঁকে পাওয়া যাবে। উইলি নিজেও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই এ বার শুধু খেলবেন।

Advertisement
০৪ ১২
চলতি বছর এক দিনের বিশ্বকাপে ইংল্যান্ড খারাপ খেললেও উইলি ভাল বল করেছেন। আইপিএলে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ, বাকি দলের কাছে তিনি খানিকটা অপরিচিত। নতুন বলে সুইং করাতে পারেন। আবার শেষ দিকে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। অর্থাৎ, তাঁকে দলে রাখলে অলরাউন্ডারের অভাব মিটবে।

চলতি বছর এক দিনের বিশ্বকাপে ইংল্যান্ড খারাপ খেললেও উইলি ভাল বল করেছেন। আইপিএলে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ, বাকি দলের কাছে তিনি খানিকটা অপরিচিত। নতুন বলে সুইং করাতে পারেন। আবার শেষ দিকে ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেন তিনি। অর্থাৎ, তাঁকে দলে রাখলে অলরাউন্ডারের অভাব মিটবে।

০৫ ১২
ড্যারিল মিচেল: আগের বারের আইপিএল পর্যন্ত প্রথম একাদশে তেমন সুযোগ পাননি মিচেল। কিন্তু তিনি বিশ্বকাপে যা খেলেছেন তাতে ভারতের উইকেটে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠতে পারেন। মিচেল যেমন প্রয়োজনে ধরে খেলতে পারেন, তেমনই প্রয়োজনে বড় শট মারতে পারেন।

ড্যারিল মিচেল: আগের বারের আইপিএল পর্যন্ত প্রথম একাদশে তেমন সুযোগ পাননি মিচেল। কিন্তু তিনি বিশ্বকাপে যা খেলেছেন তাতে ভারতের উইকেটে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ব্যাটার হয়ে উঠতে পারেন। মিচেল যেমন প্রয়োজনে ধরে খেলতে পারেন, তেমনই প্রয়োজনে বড় শট মারতে পারেন।

Advertisement
০৬ ১২
ভারতীয় বোলারদের বিরুদ্ধে মিচেল দু’টি ম্যাচেই শতরান করেছেন। ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন মিচেল। যে পিচ একটু মন্থর সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি। তাই তাঁকে নিতেও ঝাঁপাবে দলগুলি।

ভারতীয় বোলারদের বিরুদ্ধে মিচেল দু’টি ম্যাচেই শতরান করেছেন। ব্যাট করার পাশাপাশি বলও করতে পারেন মিচেল। যে পিচ একটু মন্থর সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি। তাই তাঁকে নিতেও ঝাঁপাবে দলগুলি।

০৭ ১২
রাচিন রবীন্দ্র: এ বারের বিশ্বকাপের সেরা প্রতিভা তিনি। নিউ জ়িল্যান্ডের হয়ে টপ অর্ডারে ব্যাট করতে নেমে তিনটি শতরান করেছেন তিনি। হাত খুলে খেলতে পারেন। পেস, স্পিন সবার বিরুদ্ধে ভাল খেলেন।

রাচিন রবীন্দ্র: এ বারের বিশ্বকাপের সেরা প্রতিভা তিনি। নিউ জ়িল্যান্ডের হয়ে টপ অর্ডারে ব্যাট করতে নেমে তিনটি শতরান করেছেন তিনি। হাত খুলে খেলতে পারেন। পেস, স্পিন সবার বিরুদ্ধে ভাল খেলেন।

Advertisement
০৮ ১২
শুধু ব্যাটিং নয়, মিচেলের বাঁ হাতি স্পিন সমস্যায় ফেলতে পারে বিপক্ষ ব্যাটারদের। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ভূমিকায় রবীন্দ্রকে নিতে ঝাঁপাতে পারে দলগুলি।

শুধু ব্যাটিং নয়, মিচেলের বাঁ হাতি স্পিন সমস্যায় ফেলতে পারে বিপক্ষ ব্যাটারদের। দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডারের ভূমিকায় রবীন্দ্রকে নিতে ঝাঁপাতে পারে দলগুলি।

০৯ ১২
দিলশান মদুশঙ্ক: শ্রীলঙ্কা আইপিএলে ভাল খেলতে না পারলেও মদুশঙ্ক দেখিয়েছেন নতুন বলে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশ্বকাপের প্রথম পাঁচ উইকেটশিকারির মধ্যে ছিলেন তিনি।

দিলশান মদুশঙ্ক: শ্রীলঙ্কা আইপিএলে ভাল খেলতে না পারলেও মদুশঙ্ক দেখিয়েছেন নতুন বলে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারে। বিশ্বকাপের প্রথম পাঁচ উইকেটশিকারির মধ্যে ছিলেন তিনি।

ছবি: দিলশান মদুশঙ্কের ইনস্টাগ্রাম

১০ ১২
ভারতীয় ক্রিকেটারেরা সাধারণত বাঁ হাতি পেসারদের সামনে সমস্যায় পড়েন। সেখানে মদুশঙ্ক ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

ভারতীয় ক্রিকেটারেরা সাধারণত বাঁ হাতি পেসারদের সামনে সমস্যায় পড়েন। সেখানে মদুশঙ্ক ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।

ছবি: দিলশান মদুশঙ্কের ইনস্টাগ্রাম

১১ ১২
আজ়মাতুল্লা ওমরজাই: টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই আফগান ক্রিকেটারদের রমরমা থাকে। আইপিএলেও বেশ রশিদ খান, নবীন উল হক, রহমানুল্লা গুরবাজ়েরা খেলেন।

আজ়মাতুল্লা ওমরজাই: টি-টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই আফগান ক্রিকেটারদের রমরমা থাকে। আইপিএলেও বেশ রশিদ খান, নবীন উল হক, রহমানুল্লা গুরবাজ়েরা খেলেন।

১২ ১২
সেখানে সুযোগ পেতে পারেন ওমরজাই। বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন। হাতে বড় শট রয়েছে। পাশাপাশি বলও করেন। টি-টোয়েন্টিতে সাধারণত অলরাউন্ডারদের রমরমা থাকে। সেই তালিকাতেই পড়েন ওমরজাই।

সেখানে সুযোগ পেতে পারেন ওমরজাই। বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন। হাতে বড় শট রয়েছে। পাশাপাশি বলও করেন। টি-টোয়েন্টিতে সাধারণত অলরাউন্ডারদের রমরমা থাকে। সেই তালিকাতেই পড়েন ওমরজাই।

ছবি: এক্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি