Congress President Election 2022

রাজাকার বাহিনীর আগুন থেকে বেঁচেছিলেন ৭ বছর বয়সে! ৮০-তে কংগ্রেসের সভাপতি হলেন খড়্গে

১৯৪৮ সালে হায়দরাবাদের শাসক নিজামের রাজাকার ঘাতক বাহিনী আগুন লাগিয়ে দিয়েছিল খড়্গেদের বাড়িতে। বাবা মুপন্না ৭ বছরের মল্লিকার্জুনকে বাঁচালেও তাঁর স্ত্রী এবং মেয়ে নিহত হয়েছিলেন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১৯:৩০
০১ ১৭
১৩৭ বছরের রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের ৯৮তম সভাপতি হলেন মুপন্না মল্লিকার্জুন খড়্গে। মঙ্গলবার শশী তারুরকে ৬,৮২৫ ভোটে হারিয়ে বিদায়ী সভানেত্রী সনিয়া গান্ধীর উত্তরসূরি নির্বাচিত হয়েছেন তিনি।

১৩৭ বছরের রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের ৯৮তম সভাপতি হলেন মুপন্না মল্লিকার্জুন খড়্গে। মঙ্গলবার শশী তারুরকে ৬,৮২৫ ভোটে হারিয়ে বিদায়ী সভানেত্রী সনিয়া গান্ধীর উত্তরসূরি নির্বাচিত হয়েছেন তিনি।

০২ ১৭
কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট পড়েছিল ৯,৩৮৫টি। তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭,৮৯৭ ভোট। শশীর ঝুলিতে গিয়েছে ১,০৭২টি ভোট। কংগ্রেসের ‘সেন্ট্রাল ইলেকশন অথরিটি’ (সিইএ) জানিয়েছে ৪১৬টি ভোট বাতিল হয়েছে।

কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট পড়েছিল ৯,৩৮৫টি। তার মধ্যে মল্লিকার্জুন পেয়েছেন ৭,৮৯৭ ভোট। শশীর ঝুলিতে গিয়েছে ১,০৭২টি ভোট। কংগ্রেসের ‘সেন্ট্রাল ইলেকশন অথরিটি’ (সিইএ) জানিয়েছে ৪১৬টি ভোট বাতিল হয়েছে।

০৩ ১৭
কর্নাটকের দলিত নেতা খড়্গে ‘গান্ধী পরিবারের অনুগত’ হিসাবে পরিচিত। একাধিক দফায় কেন্দ্র এবং কর্নাটক সরকারে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ ১১ মাস রেলমন্ত্রী ছিলেন খড়্গে।

কর্নাটকের দলিত নেতা খড়্গে ‘গান্ধী পরিবারের অনুগত’ হিসাবে পরিচিত। একাধিক দফায় কেন্দ্র এবং কর্নাটক সরকারে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। দ্বিতীয় ইউপিএ সরকারের শেষ ১১ মাস রেলমন্ত্রী ছিলেন খড়্গে।

Advertisement
০৪ ১৭
৫৩ বছরের রাজনৈতিক জীবনে মোট ১২ বার ভোটে লড়েছেন খড়্গে। ৯ বার বিধানসভা এবং ৩ বার লোকসভায়। হেরেছেন মাত্র এক বার— ২০১৯ সালের লোকসভা ভোটে, কর্নাটকের গুলবর্গা কেন্দ্রে।

৫৩ বছরের রাজনৈতিক জীবনে মোট ১২ বার ভোটে লড়েছেন খড়্গে। ৯ বার বিধানসভা এবং ৩ বার লোকসভায়। হেরেছেন মাত্র এক বার— ২০১৯ সালের লোকসভা ভোটে, কর্নাটকের গুলবর্গা কেন্দ্রে।

০৫ ১৭
২০১৯-এর লোকসভা ভোটে হারের পর গান্ধী পরিবারের আনুকূল্যেই রাজ্যসভায় ঠাঁই হয় খড়্গের। ২০২১-এর ফেব্রুয়ারিতে গুলাম নবি আজাদের মেয়াদ শেষের পর খড়্গেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মনোনীত করে কংগ্রেস।

২০১৯-এর লোকসভা ভোটে হারের পর গান্ধী পরিবারের আনুকূল্যেই রাজ্যসভায় ঠাঁই হয় খড়্গের। ২০২১-এর ফেব্রুয়ারিতে গুলাম নবি আজাদের মেয়াদ শেষের পর খড়্গেকে রাজ্যসভার বিরোধী দলনেতা মনোনীত করে কংগ্রেস।

Advertisement
০৬ ১৭
 ‘গান্ধী পরিবারের অনুগত’ হিসাবে পরিচিত খড়্গে ১৯৭৭ সালে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরে ইন্দিরা গান্ধীকে ছেড়ে যোগ দিয়েছিলেন দেবরাজ আরসের শিবিরে। কিন্তু ‘হাওয়া’ বুঝে কিছু দিন পরেই ফিরে এসেছিলেন কংগ্রেসের মূলস্রোতে।

‘গান্ধী পরিবারের অনুগত’ হিসাবে পরিচিত খড়্গে ১৯৭৭ সালে লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরে ইন্দিরা গান্ধীকে ছেড়ে যোগ দিয়েছিলেন দেবরাজ আরসের শিবিরে। কিন্তু ‘হাওয়া’ বুঝে কিছু দিন পরেই ফিরে এসেছিলেন কংগ্রেসের মূলস্রোতে।

০৭ ১৭
খড়্গের জন্ম ১৯৪২ সালে কর্নাটকের (তৎকালীন হায়দরাবাদ) বিদর। ১৯৪৮ সালে নিজামের রাজাকার বাহিনী আগুন লাগিয়ে দিয়েছিল তাঁদের বাড়িতে। বাবা মুপন্না কোনও ক্রমে ৭ বছরের মল্লিকার্জুনকে বাঁচাতে সক্ষম হলেও স্ত্রী এবং মেয়ে ওই ঘটনায় নিহত হয়েছিলেন।

খড়্গের জন্ম ১৯৪২ সালে কর্নাটকের (তৎকালীন হায়দরাবাদ) বিদর। ১৯৪৮ সালে নিজামের রাজাকার বাহিনী আগুন লাগিয়ে দিয়েছিল তাঁদের বাড়িতে। বাবা মুপন্না কোনও ক্রমে ৭ বছরের মল্লিকার্জুনকে বাঁচাতে সক্ষম হলেও স্ত্রী এবং মেয়ে ওই ঘটনায় নিহত হয়েছিলেন।

Advertisement
০৮ ১৭
 বিদরের শেঠ শঙ্করলাল লাহোটি কলেজে আইন পড়ার সময়ই কংগ্রেস রাজনীতির সঙ্গে খড়্গের যোগাযোগ তৈরি হয়েছিল। পরবর্তী কালে কংগ্রেসপন্থী শ্রমিক সংগঠন আইএনটিইউসিতে যোগ দেন তিনি।

বিদরের শেঠ শঙ্করলাল লাহোটি কলেজে আইন পড়ার সময়ই কংগ্রেস রাজনীতির সঙ্গে খড়্গের যোগাযোগ তৈরি হয়েছিল। পরবর্তী কালে কংগ্রেসপন্থী শ্রমিক সংগঠন আইএনটিইউসিতে যোগ দেন তিনি।

০৯ ১৭
মূল ধারার রাজনীতিতে যোগ দেওয়ার পরে ১৯৬৯ সালে গুলবর্গা শহর কংগ্রেসের সভাপতি মনোনীত হন খড়্গে। ১৯৭২ সালে গুলবর্গার গুর্মিতকল বিধানসভা থেকে প্রথম বার ভোটে জেতেন।

মূল ধারার রাজনীতিতে যোগ দেওয়ার পরে ১৯৬৯ সালে গুলবর্গা শহর কংগ্রেসের সভাপতি মনোনীত হন খড়্গে। ১৯৭২ সালে গুলবর্গার গুর্মিতকল বিধানসভা থেকে প্রথম বার ভোটে জেতেন।

১০ ১৭
২০০৪ পর্যন্ত গুর্মিতকল থেকে খড়্গে টানা আটটি বিধানসভা ভোটে জেতেন। ২০০৮-এর কর্নাটক বিধানসভা ভোটে জেতেন গুলবর্গার চিত্তপুর থেকে। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক তাঁর ছেলে প্রিয়ঙ্ক।

২০০৪ পর্যন্ত গুর্মিতকল থেকে খড়্গে টানা আটটি বিধানসভা ভোটে জেতেন। ২০০৮-এর কর্নাটক বিধানসভা ভোটে জেতেন গুলবর্গার চিত্তপুর থেকে। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক তাঁর ছেলে প্রিয়ঙ্ক।

১১ ১৭
১৯৯৯, ২০০৪ এবং ২০১৩ সালে কর্নাটক বিধানসভা ভোটের পর খড়্গের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তিন বারই সুযোগ হাতছাড়া হয়। কংগ্রেস হাইকমান্ড বেছে নেয় এসএম কৃষ্ণ, এন ধর্ম সিংহ এবং সিদ্দারামাইয়াকে।

১৯৯৯, ২০০৪ এবং ২০১৩ সালে কর্নাটক বিধানসভা ভোটের পর খড়্গের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তিন বারই সুযোগ হাতছাড়া হয়। কংগ্রেস হাইকমান্ড বেছে নেয় এসএম কৃষ্ণ, এন ধর্ম সিংহ এবং সিদ্দারামাইয়াকে।

১২ ১৭
৯ বার বিধানসভা এবং ২ বার লোকসভা ভোটে জেতা ৮০ বছরের খড়্গে কর্নাটক রাজনীতিতে ‘সোলিল্লদা সরাদর’ নামে পরিচিত। কন্নড় ভাষায় যার মানে দাঁড়ায়, যে নেতা কখনও ভোটে হারেন না।

৯ বার বিধানসভা এবং ২ বার লোকসভা ভোটে জেতা ৮০ বছরের খড়্গে কর্নাটক রাজনীতিতে ‘সোলিল্লদা সরাদর’ নামে পরিচিত। কন্নড় ভাষায় যার মানে দাঁড়ায়, যে নেতা কখনও ভোটে হারেন না।

১৩ ১৭
মাতৃভাষা কন্নড়ের পাশাপাশি ইংরেজি, হিন্দি, উর্দু, মরাঠি, তেলুগু এবং তামিল ভাষার উপর দখল রয়েছে খড়্গের তিনি সভাপতি হওয়ায় বিভিন্ন রাজ্যের দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের কাজ সহজতর হবে বলে আশবাদী কংগ্রেস নেতৃত্ব।

মাতৃভাষা কন্নড়ের পাশাপাশি ইংরেজি, হিন্দি, উর্দু, মরাঠি, তেলুগু এবং তামিল ভাষার উপর দখল রয়েছে খড়্গের তিনি সভাপতি হওয়ায় বিভিন্ন রাজ্যের দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের কাজ সহজতর হবে বলে আশবাদী কংগ্রেস নেতৃত্ব।

১৪ ১৭
 ১৯৯৮ সালের পর প্রথম বার কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। সালে ওই পদে নির্বাচিত হয়েছিলেন বিহারের নেতা, প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সীতারাম কেশরী।

১৯৯৮ সালের পর প্রথম বার কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরের কেউ বসতে চলেছেন। সালে ওই পদে নির্বাচিত হয়েছিলেন বিহারের নেতা, প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সীতারাম কেশরী।

১৫ ১৭
খড়্গের আগে কর্নাটক থেকে কংগ্রেসের সভাপতি হয়েছেন এস নিজলিঙ্গাপ্পা। ষাটের দশকে কংগ্রেসের অন্দরে ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠা ‘সিন্ডিকেট’-এর এই সদস্য ১৯৬৮ সালে দলের শীর্ষ পদে বসেছিলেন।

খড়্গের আগে কর্নাটক থেকে কংগ্রেসের সভাপতি হয়েছেন এস নিজলিঙ্গাপ্পা। ষাটের দশকে কংগ্রেসের অন্দরে ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠা ‘সিন্ডিকেট’-এর এই সদস্য ১৯৬৮ সালে দলের শীর্ষ পদে বসেছিলেন।

১৬ ১৭
২০১৪ সালে কর্নাটকের লোকায়ুক্তের কাছে বিজেপির তরফে অভিযোগ করা হয়, খড়্গের ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির’ অঙ্ক প্রায় ৫০ হাজার কোটি টাকা! তার মধ্যে ৩০০ একরের একটি কফি বাগান এবং আবাসন প্রকল্পের কথা বলা হয়েছিল।

২০১৪ সালে কর্নাটকের লোকায়ুক্তের কাছে বিজেপির তরফে অভিযোগ করা হয়, খড়্গের ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির’ অঙ্ক প্রায় ৫০ হাজার কোটি টাকা! তার মধ্যে ৩০০ একরের একটি কফি বাগান এবং আবাসন প্রকল্পের কথা বলা হয়েছিল।

১৭ ১৭
প্রায় ৫,০০০ কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড মামলাতেও জড়িয়েছে খড়্গের নাম। ওই পত্রিকার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর মালিক ইয়ং ইন্ডিয়ার কর্ণধার খড়্গেকে গত অগস্টে টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

প্রায় ৫,০০০ কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড মামলাতেও জড়িয়েছে খড়্গের নাম। ওই পত্রিকার প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর মালিক ইয়ং ইন্ডিয়ার কর্ণধার খড়্গেকে গত অগস্টে টানা আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি