China National Space Administration

যেন কুরিয়ার পরিষেবা! চাঁদের কঠিনতম প্রান্তে পৌঁছে মাটি খুঁড়ে ‘বিশেষ’ নমুনা নিয়ে ফিরছে চ্যাং

মে মাসের প্রথম সপ্তাহেই চাঁদের কঠিনতম প্রান্তের উদ্দেশে পাড়ি দিয়েছিল চিন। গত ৩ মে চিনের দক্ষিণ প্রান্তের হাইনান প্রদেশ থেকে লং মার্চ ৫ নামক রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিল চ্যাং-৬।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ১১:২৫
০১ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

পৃথিবীর মতো কি তার উপগ্রহও বসবাসের যোগ্য? চাঁদের মাটিতেও কি প্রাণের সঞ্চার হতে পারে? চাঁদের যে প্রান্তে মহাকাশযানের অবতরণও কঠিন, সেখানকার মাটি খুঁড়ে পৃথিবীতে নমুনা নিয়ে আসছে চিন।

০২ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

মে মাসের প্রথম সপ্তাহেই চাঁদে পাড়ি দিয়েছিল চিন। গত ৩ মে চিনের দক্ষিণ প্রান্তের হাইনান প্রদেশ থেকে লং মার্চ ৫ নামক রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিল চ্যাং-৬।

০৩ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চন্দ্রযান চ্যাং-৬-এর লক্ষ্য ছিল চাঁদ থেকে মাটি এবং পাথর সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। বিজ্ঞানীদের একাংশ ভেবেছিলেন চিনের চন্দ্রযান বোধ হয় চাঁদের মাটিতে অবতরণ করতেই ব্যর্থ হবে।

Advertisement
০৪ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চিনের মহাকাশ গবেষণা সংস্থার (সিএনএসএ) তরফে জানা গিয়েছে, চাঁদের অন্ধকার প্রান্তের যে এলাকায় তুলনামূলক ভাবে গর্তের সংখ্যা বেশি, যে এলাকাটি খাদ এবং এবড়োখেবড়ো শিলায় পরিবেষ্টিত সেই এলাকায় অবতরণ করার পরিকল্পনা করেছিল চিন।

০৫ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

অনিশ্চয়তা দূর করে চাঁদের মাটিতে অবতরণ করে চ্যাং-৬। চাঁদের দূর প্রান্তে অ্যাপোলো গর্তের দক্ষিণাংশে পৌঁছেছে চন্দ্রযান। এই এলাকায় প্রাচীন সময়ের তথ্য এবং নিদর্শন পাওয়া যেতে পারে বলে আশা বিজ্ঞানীদের।

Advertisement
০৬ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

জুন মাসের গোড়ায় নির্দিষ্ট গন্তব্যে নামার পর বিশেষ যন্ত্রের মাধ্যমে চাঁদের মাটি খুঁড়ে ফেলে চিনের চন্দ্রযান। সেই নমুনা আবার চন্দ্রযানের একটি বিশেষ অংশে সংগ্রহ করে রাখা হয়েছে। সেই নমুনা নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা হয়েছে চ্যাং-৬।

০৭ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

২৫ জুন নাগাদ চিনা মহাকাশযানের পৃথিবীতে ফিরে আসার কথা। এর আগে অন্য কোনও দেশ চাঁদের এই প্রান্ত থেকে মাটি, পাথর তুলে পৃথিবীতে আনতে পারেনি।

Advertisement
০৮ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চাঁদের মাটি এবং পাথরের নমুনা পরীক্ষা করে চিন সফল হলে চাঁদ নিয়ে পৃথিবীর গবেষণা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন মহাকাশবিজ্ঞানীরা।

০৯ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চ্যাং-৬-এর দীর্ঘ প্রতীক্ষিত অভিযান নিয়ে বহু দিন ধরে চর্চা চলছে চিনের বিজ্ঞানী মহলে। চিনের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, চ্যাং-৬-এর প্রাথমিক লক্ষ্য, চাঁদের মাটির অন্তত দুই মিটার গভীর থেকে দুই কিলোগ্রাম চন্দ্রপদার্থ (মাটি, পাথর, ধুলো) পৃথিবীতে নিয়ে আসা। সেই অভিযানে সফল হয়েছে চিন।

১০ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চ্যাং-৬ মহাকাশযানের ওজন ৩,২০০ কিলোগ্রাম। ফ্রান্স, ইটালি, পাকিস্তান এবং সুইডেনের যন্ত্রপাতি চাঁদে বহন করে নিয়ে গিয়েছে এই মহাকাশযান। চাঁদে পৌঁছনোর পর বিভিন্ন অনুসন্ধানে সেই যন্ত্র কাজে লেগেছে বেজিংয়ের।

১১ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চাঁদের অন্ধকার প্রান্তে এই নিয়ে দ্বিতীয় বার সফল ভাবে মহাকাশযান নামাল চিন। চন্দ্রযানটি চাঁদের মাটির যে এলাকায় অবতরণ করে, সেখানে মহাকাশযানের চলাফেরায় বাধা ছিল অনেক বেশি। তবুও নমুনা সংগ্রহে সফল হয়েছে চিন।

১২ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

৩ জুন সেই দু’কেজি ওজনের চন্দ্রপদার্থ নিয়ে চন্দ্রপৃষ্ঠ থেকে রওনা হয় চন্দ্রযান। নমুনা সংগ্রহ করে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে চ্যাং-৬।

১৩ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

চিনের চন্দ্র অভিযানের সাহায্যেই প্রথম চান্দ্র উপগ্রহ (স্যাটেলাইট) পাঠিয়েছে পাকিস্তান। এই অভিযান সফল হলে আগামী দিনে চ্যাং-৭ এবং চ্যাং-৮ অভিযান পরিকল্পনা করে রেখেছে চিন।

১৪ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

প্রতি ক্ষেত্রেই চিনের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, যা পৃথিবীর মানুষের কাছে তুলনামূলক অপরিচিত এবং সম্ভাবনাময়।

১৫ ১৫
Chinese moon researchers will reach earth by 25th June with samples by Chang’e 6

এর আগে ২০১৯ সালে চন্দ্র অভিযানে চিনের সাফল্য তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে। চাঁদের দূরপ্রান্তে প্রথম মহাকাশযান পাঠিয়েছিল তারা। সেই অভিযানের নাম ছিল চ্যাং-৪। তার মাধ্যমে চাঁদের মাটিতে ঘুরে বেরিয়েছে চিনের ল্যান্ডার এবং রোভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি