tiger shroff

Tiger Shroff-Akanksha Sharma: দিশা পটানি অতীত, টাইগার শ্রফের জীবনে প্রবেশ করলেন মডেল আকাঙ্ক্ষা শর্মা

দীর্ঘ ছ’বছরের সম্পর্কে ইতি টেনেছেন টাইগার ও দিশা। কানাঘুষো শোনা যায়, মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষাকে ডেট করছেন অভিনেতা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৭:৫১
০১ ১৬
টিনসেল নগরীতে এই বছর খুশির আমেজ। কখনও বিয়ের সানাই বেজে উঠছে, কখনও বা নতুন অতিথি আগমনের খবরে বলিপাড়া আনন্দে মেতে উঠছে। কিন্তু এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলিউডের বিখ্যাত জুটিরও। দীর্ঘ ছ’বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা পটানি।

টিনসেল নগরীতে এই বছর খুশির আমেজ। কখনও বিয়ের সানাই বেজে উঠছে, কখনও বা নতুন অতিথি আগমনের খবরে বলিপাড়া আনন্দে মেতে উঠছে। কিন্তু এর মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলিউডের বিখ্যাত জুটিরও। দীর্ঘ ছ’বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা পটানি।

০২ ১৬
২০১৮ সালে ‘বাঘি ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড়পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।

২০১৮ সালে ‘বাঘি ২’ ছবিতে এই জুটিকে প্রথম বড়পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা।

০৩ ১৬
হঠাৎ করেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তার পরেই বলিপাড়ায় তাঁদের নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনের কেউই কিছু বলেননি। এই বিষয়ে মুখ খোলেননি তাঁদের পরিবারের সদস্যরাও।

হঠাৎ করেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তার পরেই বলিপাড়ায় তাঁদের নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনের কেউই কিছু বলেননি। এই বিষয়ে মুখ খোলেননি তাঁদের পরিবারের সদস্যরাও।

Advertisement
০৪ ১৬
জ্যাকিকে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ‘‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই ওদের বন্ধুত্বটা থেকে যাবে।’’

জ্যাকিকে এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানান, ‘‘ছেলের প্রেম-জীবন কেমন চলছে, বাবা হিসেবে তার খোঁজখবর রাখতে চাই না। দিশা-টাইগারকে একসঙ্গে সময় কাটাতে দেখেছি। মনে হয়েছে, ওদের বন্ধুত্ব খুবই মজবুত। প্রেমের সম্পর্ক নিয়ে ওরা কী করবে জানি না। তবে নিশ্চয়ই ওদের বন্ধুত্বটা থেকে যাবে।’’

০৫ ১৬
তবে, বিরহের সুরের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টাইগার— এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপা়ড়ায়।

তবে, বিরহের সুরের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন টাইগার— এ নিয়েই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপা়ড়ায়।

Advertisement
০৬ ১৬
মডেল হিসাবে কর্মজীবনের সূত্রপাত ঘটলেও আকাঙ্ক্ষা পরিচিত হন গায়ক বাদশাহের হাত ধরে। ২০২১ সালে বাদশাহের কণ্ঠে ‘জুগনু’ গানটি মুক্তি পায়। সেই মিউজিক ভিডিয়োতে নাচের দৃশ্যে বাদশাহের সঙ্গে আকাঙ্ক্ষাকে দেখা যায়।

মডেল হিসাবে কর্মজীবনের সূত্রপাত ঘটলেও আকাঙ্ক্ষা পরিচিত হন গায়ক বাদশাহের হাত ধরে। ২০২১ সালে বাদশাহের কণ্ঠে ‘জুগনু’ গানটি মুক্তি পায়। সেই মিউজিক ভিডিয়োতে নাচের দৃশ্যে বাদশাহের সঙ্গে আকাঙ্ক্ষাকে দেখা যায়।

০৭ ১৬
এমনকি, টাইগারের সঙ্গেও দুটো মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে। বাদশাহের সঙ্গে কাজ করার আগেই জ্যাকি-পুত্রের সঙ্গে মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন তিনি।

এমনকি, টাইগারের সঙ্গেও দুটো মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে। বাদশাহের সঙ্গে কাজ করার আগেই জ্যাকি-পুত্রের সঙ্গে মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন তিনি।

Advertisement
০৮ ১৬
২০২০ সালে ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ গানের ভিডিয়োতে টাইগার ও আকাঙ্ক্ষাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়।

২০২০ সালে ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার ২.০’ গানের ভিডিয়োতে টাইগার ও আকাঙ্ক্ষাকে একসঙ্গে কাজ করতে দেখা যায়।

০৯ ১৬
এই মিউজিক ভিডিয়ো মুক্তির ঠিক এক বছর পর টাইগার শ্রফকে আরও একটি মিউজিক ভিডিয়োয় দেখা যায়। শুধু অভিনেতা বা নৃত্য-পারদর্শী হিসাবেই নয়, এই মিউজিক ভিডিয়োতে তাঁকে পাওয়া যায় গায়ক হিসাবেও।

এই মিউজিক ভিডিয়ো মুক্তির ঠিক এক বছর পর টাইগার শ্রফকে আরও একটি মিউজিক ভিডিয়োয় দেখা যায়। শুধু অভিনেতা বা নৃত্য-পারদর্শী হিসাবেই নয়, এই মিউজিক ভিডিয়োতে তাঁকে পাওয়া যায় গায়ক হিসাবেও।

১০ ১৬
এর পর ‘ক্যাসানোভা’ গানের ভিডিয়োতে আবার আকাঙ্ক্ষাকে অভিনয় করতে দেখা যায় টাইগারের সঙ্গে।

এর পর ‘ক্যাসানোভা’ গানের ভিডিয়োতে আবার আকাঙ্ক্ষাকে অভিনয় করতে দেখা যায় টাইগারের সঙ্গে।

১১ ১৬
সংবাদ সংস্থা সূত্রের খবর, এই দুটো গানের ভিডিয়োতে কাজ করার সময়েই দু’জনের সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তাঁরা।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এই দুটো গানের ভিডিয়োতে কাজ করার সময়েই দু’জনের সম্পর্ক দানা বাঁধতে শুরু করে। বর্তমানে নাকি একে অপরকে ডেট করছেন তাঁরা।

১২ ১৬
মিউজিক ভিডিয়ো ছাড়া এই বছরই প্রথম বার বড়পর্দায় অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। রোম্যান্টিক-ড্রামা ঘরানার কন্নড় ছবি ‘ত্রিবিক্রম’-এ দক্ষিণী অভিনেতা বিক্রম রবিচন্দ্রনের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে।

মিউজিক ভিডিয়ো ছাড়া এই বছরই প্রথম বার বড়পর্দায় অভিনয় করেছেন আকাঙ্ক্ষা। রোম্যান্টিক-ড্রামা ঘরানার কন্নড় ছবি ‘ত্রিবিক্রম’-এ দক্ষিণী অভিনেতা বিক্রম রবিচন্দ্রনের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে এই মডেল-অভিনেত্রীকে।

১৩ ১৬
এক সাক্ষাৎকারে টাইগারকে আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে তা পুরোপুরি অস্বীকার করেন অভিনেতা। টাইগার বলেন, ‘‘এই কথা সত্যি নয়।’’ যদিও দিশার সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করলে নীরব থাকেন টাইগার।

এক সাক্ষাৎকারে টাইগারকে আকাঙ্ক্ষার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে তা পুরোপুরি অস্বীকার করেন অভিনেতা। টাইগার বলেন, ‘‘এই কথা সত্যি নয়।’’ যদিও দিশার সঙ্গে তাঁর বিচ্ছেদের ব্যাপারে প্রশ্ন করলে নীরব থাকেন টাইগার।

১৪ ১৬
তবে, দিশাকে এখনও টাইগারের বাড়িতে যেতে দেখা যায়। মাঝেমাঝে দু’জনকে একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে বলে কোনও কোনও সূত্রের দাবি।

তবে, দিশাকে এখনও টাইগারের বাড়িতে যেতে দেখা যায়। মাঝেমাঝে দু’জনকে একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা গিয়েছে বলে কোনও কোনও সূত্রের দাবি।

১৫ ১৬
দিশা বা টাইগার মুখ না খুললেও বলিপাড়ার গুঞ্জন, এই বছর বিয়ে করতে চেয়েছিলেন দিশা। তবে, টাইগার রাজি ছিলেন না। এই নিয়ে মনোমালিন্যই বিচ্ছেদের রূপ নেয়।

দিশা বা টাইগার মুখ না খুললেও বলিপাড়ার গুঞ্জন, এই বছর বিয়ে করতে চেয়েছিলেন দিশা। তবে, টাইগার রাজি ছিলেন না। এই নিয়ে মনোমালিন্যই বিচ্ছেদের রূপ নেয়।

১৬ ১৬
টাইগার, দিশা এবং আকাঙ্ক্ষা— তিন জনেই তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশায় রেখেছেন পাপারাৎজিদের। বলিপাড়ার একাংশের দাবি, দিশার নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’ প্রচার বাড়াতেই এমন গুজব রটিয়েছেন এই জুটি। তবে, টাইগারের সম্পর্ক নিয়ে এখনও সব স্পষ্ট নয়।

টাইগার, দিশা এবং আকাঙ্ক্ষা— তিন জনেই তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে ধোঁয়াশায় রেখেছেন পাপারাৎজিদের। বলিপাড়ার একাংশের দাবি, দিশার নতুন ছবি ‘এক ভিলেন রিটার্নস’ প্রচার বাড়াতেই এমন গুজব রটিয়েছেন এই জুটি। তবে, টাইগারের সম্পর্ক নিয়ে এখনও সব স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি