Shakya Akhtar

ছোটবেলায় বিচ্ছেদ মা-বাবার, বলিউড থেকে দূরে ‘অন্য কাজ’ নিয়ে ব্যস্ত এই তারকা-কন্যা

শাক্য আখতার। এমন এক তারকা-কন্যা যিনি সিনেমাজগত থেকে অনেক দূরে রয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৭:১২
০১ ১২
শাক্য আখতার। এমন এক তারকা-কন্যা যিনি সিনেমাজগত থেকে অনেক দূরে রয়েছেন। সমাজমাধ্যমকেই আত্মপ্রকাশের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন শাক্য।

শাক্য আখতার। এমন এক তারকা-কন্যা যিনি সিনেমাজগত থেকে অনেক দূরে রয়েছেন। সমাজমাধ্যমকেই আত্মপ্রকাশের ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন শাক্য।

০২ ১২
তিনি পরিচালক-প্রযোজক-অভিনেতা-গায়ক ফারহান আখতারের কন্যা। ফারহান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা ভবানী আখতারের প্রথম সন্তান শাক্য।

তিনি পরিচালক-প্রযোজক-অভিনেতা-গায়ক ফারহান আখতারের কন্যা। ফারহান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা ভবানী আখতারের প্রথম সন্তান শাক্য।

০৩ ১২
২০০০ সালের অগস্ট মাসে মুম্বইয়ে জন্ম তাঁর। ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শাক্যর।

২০০০ সালের অগস্ট মাসে মুম্বইয়ে জন্ম তাঁর। ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা শাক্যর।

Advertisement
০৪ ১২
তাঁর যখন ১৭ বছর বয়স, সেই সময় বাবা-মায়ের বিচ্ছেদ হয়। শাক্য এবং তাঁর বোনের দায়িত্ব নেন তাঁর মা অধুনা।

তাঁর যখন ১৭ বছর বয়স, সেই সময় বাবা-মায়ের বিচ্ছেদ হয়। শাক্য এবং তাঁর বোনের দায়িত্ব নেন তাঁর মা অধুনা।

০৫ ১২
পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতিও আগ্রহ রয়েছে শাক্যর। মুম্বইয়ে শ্যানন ডোনাল্ড মিউজিক স্কুলে গান শেখেন তিনি।

পড়াশোনার পাশাপাশি সঙ্গীতের প্রতিও আগ্রহ রয়েছে শাক্যর। মুম্বইয়ে শ্যানন ডোনাল্ড মিউজিক স্কুলে গান শেখেন তিনি।

Advertisement
০৬ ১২
উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশে পড়তে যান। তাঁকে সমকামী এবং রূপান্তরকামীদের আন্দোলন সমর্থন করতেও দেখা গিয়েছে।

উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশে পড়তে যান। তাঁকে সমকামী এবং রূপান্তরকামীদের আন্দোলন সমর্থন করতেও দেখা গিয়েছে।

০৭ ১২
মহিলাদের অধিকার নিয়েও সরব তিনি। শাক্য এমন একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত যারা সমাজে মহিলাদের অধিকার নিয়ে লড়াই করে।

মহিলাদের অধিকার নিয়েও সরব তিনি। শাক্য এমন একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত যারা সমাজে মহিলাদের অধিকার নিয়ে লড়াই করে।

Advertisement
০৮ ১২
গানবাজনা ছাড়াও ফ্যাশনের প্রতি তাঁর ঝোঁক রয়েছে।

গানবাজনা ছাড়াও ফ্যাশনের প্রতি তাঁর ঝোঁক রয়েছে।

০৯ ১২
শাক্য পশুপ্রেমীও বটে। বাড়িতে একাধিক কুকুর এবং বিড়াল রয়েছে তাঁর।

শাক্য পশুপ্রেমীও বটে। বাড়িতে একাধিক কুকুর এবং বিড়াল রয়েছে তাঁর।

১০ ১২
ট্যাটু খুব পছন্দ করেন শাক্য। তাঁর দুই হাতে ট্যাটুও করিয়েছেন তিনি।

ট্যাটু খুব পছন্দ করেন শাক্য। তাঁর দুই হাতে ট্যাটুও করিয়েছেন তিনি।

১১ ১২
বর্তমানে শাক্য ভারতের অন্যতম ‘ডিজিটাল ক্রিয়েটর’ হিসাবে জায়গা পাকা করছেন।

বর্তমানে শাক্য ভারতের অন্যতম ‘ডিজিটাল ক্রিয়েটর’ হিসাবে জায়গা পাকা করছেন।

১২ ১২
বলিউডের নামকরা তারকারা শাক্যর ফ্যাশন সম্পর্কিত ধারণা দেখে প্রশংসাও করেছেন।

বলিউডের নামকরা তারকারা শাক্যর ফ্যাশন সম্পর্কিত ধারণা দেখে প্রশংসাও করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি