Meditation Tips

মন অশান্ত? সাহায্য করতে পারে যে পাঁচ কাজ

প্রতি দিন অন্তত পাঁচ মিনিটের ধ্যান মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলতে পারে। তবে, সঠিক ভাবে ধ্যান করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৩
০১ ১০
আজকালকার জীবনধারা মানেই যেন ইঁদুর দৌড়। সর্বক্ষণ চাপ। জীবনের ওঠাপড়ায় নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলাই যেন ‘চ্যালেঞ্জ’।

আজকালকার জীবনধারা মানেই যেন ইঁদুর দৌড়। সর্বক্ষণ চাপ। জীবনের ওঠাপড়ায় নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলাই যেন ‘চ্যালেঞ্জ’।

০২ ১০
এই ‘চ্যালেঞ্জ’ জিততে প্রয়োজন মানসিক শান্তির। ঠান্ডা মাথার যে কোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে এনে দিতে পারে সাফল্য।

এই ‘চ্যালেঞ্জ’ জিততে প্রয়োজন মানসিক শান্তির। ঠান্ডা মাথার যে কোনও পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে এনে দিতে পারে সাফল্য।

০৩ ১০
কাজের চাপ, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সামাল দিতে গেলে তাই আগে মনকে শান্ত করা জরুরি। শরীর এবং মনকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করতে ধ্যান করেন অনেকেই।

কাজের চাপ, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া সামাল দিতে গেলে তাই আগে মনকে শান্ত করা জরুরি। শরীর এবং মনকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করতে ধ্যান করেন অনেকেই।

Advertisement
০৪ ১০
কিন্তু তার প্রভাব শরীরে বা মনে আদৌ পড়ছে কি না তা-ও বুঝতে পারেন না অনেকেই। কারণ, শরীরচর্চা করার মতো যে কোনও জায়গায়, যখন-তখন ধ্যান করা যায় না।

কিন্তু তার প্রভাব শরীরে বা মনে আদৌ পড়ছে কি না তা-ও বুঝতে পারেন না অনেকেই। কারণ, শরীরচর্চা করার মতো যে কোনও জায়গায়, যখন-তখন ধ্যান করা যায় না।

০৫ ১০
তার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হয়। প্রতি দিন অন্তত পাঁচ মিনিটের ধ্যান মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলতে পারে। তবে, সঠিক ভাবে ধ্যান করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

তার জন্য সঠিক পরিবেশ তৈরি করতে হয়। প্রতি দিন অন্তত পাঁচ মিনিটের ধ্যান মানসিক দৃঢ়তা বাড়িয়ে তুলতে পারে। তবে, সঠিক ভাবে ধ্যান করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

Advertisement
০৬ ১০
১) শান্ত পরিবেশ বেছে নিন: হইচইয়ের মাঝে ধ্যান করা যায় না। তাই প্রথমেই এমন জায়গা বেছে নিন, যেখানে খুব একটা শোরগোল হওয়ার সম্ভাবনা নেই।

১) শান্ত পরিবেশ বেছে নিন: হইচইয়ের মাঝে ধ্যান করা যায় না। তাই প্রথমেই এমন জায়গা বেছে নিন, যেখানে খুব একটা শোরগোল হওয়ার সম্ভাবনা নেই।

০৭ ১০
২) টাইমার রাখুন: চোখ বন্ধ করে, একমনে বসে থাকলে সময়ের জ্ঞান থাকে না। তাই যতটুকু সময় ধরে ধ্যান করতে চান, সেই অনুযায়ী টাইমার সেট করে নিন। টাইমার সঙ্গে রাখলে বার বার চোখ খুলে সময় দেখার প্রবণতা কমবে। একাগ্রতাও বাড়বে।

২) টাইমার রাখুন: চোখ বন্ধ করে, একমনে বসে থাকলে সময়ের জ্ঞান থাকে না। তাই যতটুকু সময় ধরে ধ্যান করতে চান, সেই অনুযায়ী টাইমার সেট করে নিন। টাইমার সঙ্গে রাখলে বার বার চোখ খুলে সময় দেখার প্রবণতা কমবে। একাগ্রতাও বাড়বে।

Advertisement
০৮ ১০
৩) শ্বাস-প্রশ্বাসে নজর দিন: আশপাশে কী হচ্ছে, তা ভুলে যান। হালকা কোনও যন্ত্রসঙ্গীত বা ‘মেডিটেশন মিউজ়িক’ শুনতে পারেন। চোখ বন্ধ করে শুধু শ্বাস-প্রশ্বাসের ছন্দে মন দিতে চেষ্টা করুন।

৩) শ্বাস-প্রশ্বাসে নজর দিন: আশপাশে কী হচ্ছে, তা ভুলে যান। হালকা কোনও যন্ত্রসঙ্গীত বা ‘মেডিটেশন মিউজ়িক’ শুনতে পারেন। চোখ বন্ধ করে শুধু শ্বাস-প্রশ্বাসের ছন্দে মন দিতে চেষ্টা করুন।

০৯ ১০
৪) গুনে গুনে শ্বাস নিন: ধ্যান করার সময়ে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক চক্র গুনতে পারেন। শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া পর্যন্ত একটি চক্র সম্পূর্ণ হয়। এই ভাবে পাঁচ মিনিটে কতগুলি চক্র বা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, তা খেয়াল করুন।

৪) গুনে গুনে শ্বাস নিন: ধ্যান করার সময়ে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক চক্র গুনতে পারেন। শ্বাস নেওয়া থেকে শ্বাস ছাড়া পর্যন্ত একটি চক্র সম্পূর্ণ হয়। এই ভাবে পাঁচ মিনিটে কতগুলি চক্র বা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, তা খেয়াল করুন।

১০ ১০
৫) মন্ত্র উচ্চারণ করতে পারেন: মেডিটেশন বা ধ্যান করতে করতে অনেকেই মন্ত্র উচ্চারণ করেন। গৌতম বুদ্ধের অনুগামীরা ধ্যান করার সময়ে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করে থাকেন। নির্দিষ্ট কোনও মন্ত্র না জানলেও অসুবিধা নেই। শান্ত মনে ১ থেকে ১০০ গুনলেও চলবে।

৫) মন্ত্র উচ্চারণ করতে পারেন: মেডিটেশন বা ধ্যান করতে করতে অনেকেই মন্ত্র উচ্চারণ করেন। গৌতম বুদ্ধের অনুগামীরা ধ্যান করার সময়ে বিশেষ কিছু মন্ত্র উচ্চারণ করে থাকেন। নির্দিষ্ট কোনও মন্ত্র না জানলেও অসুবিধা নেই। শান্ত মনে ১ থেকে ১০০ গুনলেও চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি