Mutual Fund Portfolio

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য পোর্টফোলিয়ো দরকার কিন্তু কী এই পোর্টফোলিয়ো?

বিনিয়োগকারী ঝুঁকি সহনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তহবিল নির্বাচন করে। এভাবেই ঝুঁকি এবং রিটার্ন সম্ভাবনার ভারসাম্য বজায় রাখা হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭
চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়ো হল বিভিন্ন মিউচুয়াল ফান্ডের সংমিশ্রণ যা একজন বিনিয়োগকারী তার বৈচিত্র্যময় বিনিয়োগের জন্য সাবধানে নির্বাচিত করেন। এটি নির্দিষ্ট আর্থিক উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন সম্পদ শ্রেণী, সেক্টর বা ভৌগলিক অঞ্চল জুড়ে বিনিয়োগ ছড়িয়ে দেওয়ার জন্য বানানো হয়।

Advertisement

মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়োর মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলি হল:

সম্পদ বরাদ্দ করা

ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং বিনিয়োগের লক্ষ্যের উপর ভিত্তি করে বিভিন্ন সম্পদ শ্রেণীর (স্টক, বন্ড, নগদ) মধ্যে বিনিয়োগ বিতরণ করা হয়।

বৈচিত্র্যকরণ

ঝুঁকি ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল এবং উদ্দেশ্য সহ বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়।

ঝুঁকির ব্যবস্থাপনা

বিনিয়োগকারী ঝুঁকি সহনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তহবিল নির্বাচন করে। এভাবেই ঝুঁকি এবং রিটার্ন সম্ভাবনার ভারসাম্য বজায় রাখা হয়।

দীর্ঘমেয়াদী বৃদ্ধি

বিনিয়োগকারীর সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল নির্বাচন করা হয় যা দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টিতে গুরুত্ব দেয়।

মিউচুয়াল ফান্ড পোর্টফোলিয়ো তৈরী করার উদ্দেশ্য কী?

সম্পদ সৃষ্টি

কৌশলগতভাবে সম্পদে বিনিয়োগ করার মাধ্যমে সম্পদ সৃষ্টি করা হয় যা রিটার্ন তৈরী করতে পারে।

ঝুঁকি ব্যবস্থাপনা

বাজারের অনিশ্চয়তার প্রভাব যাতে বিনিয়োগে না পরে তার জন্য বিনিয়োগকে বিভিন্ন সম্পদে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে ঝুঁকিও কমে।

আয় সৃষ্টি করা

ডিভিডেন্ট অথবা সুদ, বিশেষত আয় কেন্দ্রীভূত তহবিলের মাধ্যমে নিয়মিত আয় প্রদান করে।

লক্ষ্যের শ্রেণীবিন্যাস:

পোর্টফোলিওকে এমনভাবে তৈরী করা হয় যা বিনিয়োগকারীর নির্দিষ্ট লক্ষ্য, যেমন অবসর, শিক্ষা অথবা জীবনের প্রধান উদ্দেশ্যগুলি পূরণ করে।

লিকুইডিটি অ্যাক্সেস

অন্যান্য বিনিয়োগের বিকল্পের তুলনায় মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর মাধ্যমে বিনিয়োগকারীরা দ্রুত তহবিল অ্যাক্সেস করতে পারে।

পেশাদার ব্যবস্থাপনা

তহবিল ব্যবস্থাপকদের দক্ষতাকে ব্যবহার করা হয়, যারা পোর্টফোলিওর কর্মক্ষমতা বাড়ানোর জন্য তা নিরীক্ষণ করে এবং সামঞ্জস্য বজায় রাখে।

তাই পোর্টফোলিয়ো বৈচিত্রকরণের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ঝুঁকি কমাবেন কী করে? এই সম্পর্কে সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ২৭ ডিসেম্বর একটি ওয়েবিনারের আয়োজন করতে চলেছে।

ওয়েবিনারে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি-সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু।ওয়েবিনারটির সঞ্চালকের ভূমিকায় থাকবেন অভিষেক কর। মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে ঠিক দুপুর ১টায়। যোগ দিতে পারেন আপনিও।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

Advertisement
আরও পড়ুন