Dalit

International Women's Day 2022: বৈষম্যের শিকার, তবু হার না মেনে অন্যদের দিশা দেখাচ্ছেন যে ‘দলিত’ নারীরা

‘দলিত নারী’ নানা স্তরে অবদমনের শিকার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ০৭:১৩
০১ ১৪
ভারতীয় নারীদের মধ্যে ১৬ শতাংশ দলিত। দলিত পরিচিতির জন্য যেমন তাঁদের সামাজিক অন্যায়ের শিকার হতে হয়, তেমনই লিঙ্গের ভিত্তিতেও বৈষম্যের শিকার তাঁরা। অর্থনৈতিক ভাবে সবচেয়ে পিছিয়ে থাকা গোষ্ঠীর মধ্যেও অন্যতম দলিত নারীরা। ফলে ‘দলিত নারী’ নানা স্তরে অবদমনের শিকার।

ভারতীয় নারীদের মধ্যে ১৬ শতাংশ দলিত। দলিত পরিচিতির জন্য যেমন তাঁদের সামাজিক অন্যায়ের শিকার হতে হয়, তেমনই লিঙ্গের ভিত্তিতেও বৈষম্যের শিকার তাঁরা। অর্থনৈতিক ভাবে সবচেয়ে পিছিয়ে থাকা গোষ্ঠীর মধ্যেও অন্যতম দলিত নারীরা। ফলে ‘দলিত নারী’ নানা স্তরে অবদমনের শিকার।

০২ ১৪
তবু সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন দলিত কন্যারা। আজ থেকে নয়। এগিয়ে আসার চেষ্টা চলছে বহু যুগ ধরে। লড়াইটি কঠিন। তবে সাফল্যও পেয়েছেন কেউ কেউ। যেমন ঊনবিংশ শতকে সাবিত্রীবাঈ ফুলের চেষ্টায় নারী শিক্ষার কাজ এগিয়েছে অনেক দূর। আবার এ সময়ে মায়াবতী কিংবা মীরা কুমারের নাম জানেন না, এমন কম ভারতীয়ই আছেন। এমন আরও বহু নারী এগিয়ে এসেছেন সমাজের নানা বাধা জয় করে। পাশে দাঁড়াচ্ছেন অন্যদের, যাঁদের লড়াই কঠিনতর। নারী দিবসে তেমনই কয়েক জন ‘দলিত’ নারীর কাজের কথা জেনে নেওয়া যাক।

তবু সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাচ্ছেন দলিত কন্যারা। আজ থেকে নয়। এগিয়ে আসার চেষ্টা চলছে বহু যুগ ধরে। লড়াইটি কঠিন। তবে সাফল্যও পেয়েছেন কেউ কেউ। যেমন ঊনবিংশ শতকে সাবিত্রীবাঈ ফুলের চেষ্টায় নারী শিক্ষার কাজ এগিয়েছে অনেক দূর। আবার এ সময়ে মায়াবতী কিংবা মীরা কুমারের নাম জানেন না, এমন কম ভারতীয়ই আছেন। এমন আরও বহু নারী এগিয়ে এসেছেন সমাজের নানা বাধা জয় করে। পাশে দাঁড়াচ্ছেন অন্যদের, যাঁদের লড়াই কঠিনতর। নারী দিবসে তেমনই কয়েক জন ‘দলিত’ নারীর কাজের কথা জেনে নেওয়া যাক।

০৩ ১৪
সীমা সমৃদ্ধি কুশওয়াহ: সীমা সমৃদ্ধি কুশওয়াহ সুপ্রিম কোর্টের আইনজীবী। জন্ম উগ্রপুর নামক উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রামে। ২০০৫ সালে সীমা কানপুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। আইনচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায় স্নাতক ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। নির্ভয়া কাণ্ডে তাঁর প্রত্যয়, আইনজীবী হিসাবে তাঁকে প্রতিষ্ঠিত করে। বর্তমানে হাথরাস কাণ্ডেও নির্যাতিতার পক্ষের আইনজীবী তিনিই।

সীমা সমৃদ্ধি কুশওয়াহ: সীমা সমৃদ্ধি কুশওয়াহ সুপ্রিম কোর্টের আইনজীবী। জন্ম উগ্রপুর নামক উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রামে। ২০০৫ সালে সীমা কানপুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। আইনচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতায় স্নাতক ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। নির্ভয়া কাণ্ডে তাঁর প্রত্যয়, আইনজীবী হিসাবে তাঁকে প্রতিষ্ঠিত করে। বর্তমানে হাথরাস কাণ্ডেও নির্যাতিতার পক্ষের আইনজীবী তিনিই।

Advertisement
০৪ ১৪
মীনা কোতোয়াল: মীনা কোতোয়াল দিল্লির এক জন প্রতিষ্ঠিত সাংবাদিক। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করেছেন। মীনা স্নাতক ও স্নাতকোত্তর পাঠ নিয়েছেন যথাক্রমে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন থেকে। এমফিল করেছেন বাবাসাহেব ভিমরাও আম্বেদকর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।

মীনা কোতোয়াল: মীনা কোতোয়াল দিল্লির এক জন প্রতিষ্ঠিত সাংবাদিক। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কাজ করেছেন। মীনা স্নাতক ও স্নাতকোত্তর পাঠ নিয়েছেন যথাক্রমে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন থেকে। এমফিল করেছেন বাবাসাহেব ভিমরাও আম্বেদকর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে।

০৫ ১৪
রুথ মনোরমা: বেঙ্গালুরু নিবাসী রুথ দলিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একেবারে প্রথম সারির মুখ। ২০০৬ সালে মনোরমা রাইট লাইভলিহুড পুরস্কারে পান। সামাজিক অধিকার রক্ষার লড়াইয়ে এই পুরস্কারকে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে ধরা হয়।

রুথ মনোরমা: বেঙ্গালুরু নিবাসী রুথ দলিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে একেবারে প্রথম সারির মুখ। ২০০৬ সালে মনোরমা রাইট লাইভলিহুড পুরস্কারে পান। সামাজিক অধিকার রক্ষার লড়াইয়ে এই পুরস্কারকে নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে ধরা হয়।

Advertisement
০৬ ১৪
দিশা ওয়াড়েকর: দিশা প্রথমে ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। কিন্তু শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বর্ণবৈষম্যের শিকার হওয়ার পর আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে দিশা সুপ্রিম কোর্টের আইনজীবী। সামাজিক অন্যায় সংক্রান্ত একাধিক মামলায় ইন্দিরা জয়সিংহকে সহায়তা করেছেন। শবরিমালা মামলা, ভীমা কোরেগাঁও মামলা কিংবা সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা জামিয়া মিলিয়া মামলাতে মুখ্য ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে।

দিশা ওয়াড়েকর: দিশা প্রথমে ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেন। কিন্তু শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বর্ণবৈষম্যের শিকার হওয়ার পর আইনজীবী হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে দিশা সুপ্রিম কোর্টের আইনজীবী। সামাজিক অন্যায় সংক্রান্ত একাধিক মামলায় ইন্দিরা জয়সিংহকে সহায়তা করেছেন। শবরিমালা মামলা, ভীমা কোরেগাঁও মামলা কিংবা সাংসদ মহুয়া মৈত্রের দায়ের করা জামিয়া মিলিয়া মামলাতে মুখ্য ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে।

০৭ ১৪
ইয়াশিকা দত্ত: কলম্বিয়া স্কুলের প্রাক্তন ছাত্রী ইয়াশিকা বর্তমানে নিউ ইয়র্কে কর্মরতা। দেশ ও বিদেশের বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক হিসাবে কাজ করেছেন ইয়াশিকা। তাঁর লেখা ‘কামিং আউট অ্যাজ দলিত’ বইটি নিজের লড়াইয়ের কথা বলে। দলিত মহিলাদের এগিয়ে চলার কথাও তুলে ধরেছেন ইয়াশিকা।

ইয়াশিকা দত্ত: কলম্বিয়া স্কুলের প্রাক্তন ছাত্রী ইয়াশিকা বর্তমানে নিউ ইয়র্কে কর্মরতা। দেশ ও বিদেশের বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক হিসাবে কাজ করেছেন ইয়াশিকা। তাঁর লেখা ‘কামিং আউট অ্যাজ দলিত’ বইটি নিজের লড়াইয়ের কথা বলে। দলিত মহিলাদের এগিয়ে চলার কথাও তুলে ধরেছেন ইয়াশিকা।

Advertisement
০৮ ১৪
আর প্রিয়া: আঠাশ বছর বয়সি আর প্রিয়া কয়েক দিন আগেই চেন্নাইয়ের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি চেন্নাইয়ের ইতিহাসে কনিষ্ঠতম মেয়র। আর প্রিয়া চেন্নাইয়ের প্রথম দলিত মেয়রও বটে।

আর প্রিয়া: আঠাশ বছর বয়সি আর প্রিয়া কয়েক দিন আগেই চেন্নাইয়ের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি চেন্নাইয়ের ইতিহাসে কনিষ্ঠতম মেয়র। আর প্রিয়া চেন্নাইয়ের প্রথম দলিত মেয়রও বটে।

০৯ ১৪
দীপা পি মোহনন: কেরলের মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন দীপার পিএইচডি ডিগ্রি। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অনশনে বসেন দীপা। রক্তাল্পতা ও হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভোগা দীপার লড়াইয়ের ফলে সংশ্লিষ্ট অধ্যাপককে বরখাস্ত করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে লড়াইতে দীপা পি মোহননের লড়াই একটি মাইলফলক।

দীপা পি মোহনন: কেরলের মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক দীর্ঘদিন ধরে আটকে রেখেছিলেন দীপার পিএইচডি ডিগ্রি। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত অনশনে বসেন দীপা। রক্তাল্পতা ও হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভোগা দীপার লড়াইয়ের ফলে সংশ্লিষ্ট অধ্যাপককে বরখাস্ত করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিরুদ্ধে লড়াইতে দীপা পি মোহননের লড়াই একটি মাইলফলক।

১০ ১৪
সোনাঝরিয়া মিনজ: শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাঝরিয়া মিনজ ভারতের ইতিহাসে দ্বিতীয় আদিবাসী নারী হিসাবে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। ২০২০ সালে তিনি ঝাড়খণ্ডের দুমকার সিদো কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এর আগে তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ছিলেন।

সোনাঝরিয়া মিনজ: শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাঝরিয়া মিনজ ভারতের ইতিহাসে দ্বিতীয় আদিবাসী নারী হিসাবে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। ২০২০ সালে তিনি ঝাড়খণ্ডের দুমকার সিদো কানু মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এর আগে তিনি দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ছিলেন।

১১ ১৪
নদীপ কৌর: পঞ্জাবের হতদরিদ্র দলিত পরিবারের সন্তান নদীপ কৌর লড়াই করছেন দলিত, দিনমজুর ও ক্ষেতমজুরদের হয়ে। দক্ষ সংগঠক হিসাবে পরিচিত নদীপকে কৃষক আন্দোলনের সময়ে গ্রেফতার করা হয়। নদীপের কারারুদ্ধ হওয়ার নিন্দা শুরু হয় আন্তর্জাতিক মহলেও। টুইট করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিসও।

নদীপ কৌর: পঞ্জাবের হতদরিদ্র দলিত পরিবারের সন্তান নদীপ কৌর লড়াই করছেন দলিত, দিনমজুর ও ক্ষেতমজুরদের হয়ে। দক্ষ সংগঠক হিসাবে পরিচিত নদীপকে কৃষক আন্দোলনের সময়ে গ্রেফতার করা হয়। নদীপের কারারুদ্ধ হওয়ার নিন্দা শুরু হয় আন্তর্জাতিক মহলেও। টুইট করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাগ্নি মিনা হ্যারিসও।

১২ ১৪
তুলসী গৌড়া: কর্নাটকের প্রবীণ পরিবেশকর্মী তুলসী গৌড়া ২০২০ সালে পদ্মশ্রী পান। প্রথাগত শিক্ষা না পেলেও উদ্ভিদ সম্পর্কে জ্ঞানের জন্য তাঁকে উদ্ভিদের বিশ্বকোষ বলে ডাকা হয়। হালাক্কি উপজাতির তুলসী নিজের হাতেই এক লক্ষেরও বেশি গাছ লাগিয়েছেন।

তুলসী গৌড়া: কর্নাটকের প্রবীণ পরিবেশকর্মী তুলসী গৌড়া ২০২০ সালে পদ্মশ্রী পান। প্রথাগত শিক্ষা না পেলেও উদ্ভিদ সম্পর্কে জ্ঞানের জন্য তাঁকে উদ্ভিদের বিশ্বকোষ বলে ডাকা হয়। হালাক্কি উপজাতির তুলসী নিজের হাতেই এক লক্ষেরও বেশি গাছ লাগিয়েছেন।

১৩ ১৪
কিংকরি দেবী: প্রথাগত ভাবে লেখাপড়া শেখেননি। কিন্তু হিমাচল প্রদেশে বেআইনি চুনা পাথরের খনির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনিই। প্রথমে সিমলা হাইকোর্টে মামলা করেন। কোর্ট মামলা শুনতে না চাইলে আদালত চত্বরেই শুরু করেন অনশন। শেষ পর্যন্ত কোর্ট মামলা গ্রহণ করে ও তিনি জয় লাভ করেন। তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন পর্যন্ত তাঁর প্রশংসা করেন। সেই বছরই আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পান ও প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা করেন।

কিংকরি দেবী: প্রথাগত ভাবে লেখাপড়া শেখেননি। কিন্তু হিমাচল প্রদেশে বেআইনি চুনা পাথরের খনির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনিই। প্রথমে সিমলা হাইকোর্টে মামলা করেন। কোর্ট মামলা শুনতে না চাইলে আদালত চত্বরেই শুরু করেন অনশন। শেষ পর্যন্ত কোর্ট মামলা গ্রহণ করে ও তিনি জয় লাভ করেন। তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন পর্যন্ত তাঁর প্রশংসা করেন। সেই বছরই আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পান ও প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের সূচনা করেন।

১৪ ১৪
কল্যাণী ঠাকুর চাড়াল: পশ্চিমবঙ্গের দলিত আন্দোলনের অন্যতম প্রধান মুখ কল্যাণী ঠাকুর চাড়াল। কবি হিসাবেও তিনি সমান পরিচিত। প্রাথমিক ভাবে কোনও প্রকাশক তাঁর বই প্রকাশ না করতে চাওয়ায় ২০০৩ সালে নিজেই প্রকাশ করেন নিজের প্রথম কবিতার বই। নামের সঙ্গে পদবি হিসেবে ‘চাড়াল’ যোগ করেন নিজেই। আজও মতুয়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছেন কল্যাণী দেবী।

কল্যাণী ঠাকুর চাড়াল: পশ্চিমবঙ্গের দলিত আন্দোলনের অন্যতম প্রধান মুখ কল্যাণী ঠাকুর চাড়াল। কবি হিসাবেও তিনি সমান পরিচিত। প্রাথমিক ভাবে কোনও প্রকাশক তাঁর বই প্রকাশ না করতে চাওয়ায় ২০০৩ সালে নিজেই প্রকাশ করেন নিজের প্রথম কবিতার বই। নামের সঙ্গে পদবি হিসেবে ‘চাড়াল’ যোগ করেন নিজেই। আজও মতুয়া সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছেন কল্যাণী দেবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি