ছোট গোলাপি জামা ও হাই হিল পরা তরুণীর এই এমন ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ছবি: সংগৃহীত
প্রবল খিদে পেয়েছিল। খাবার খেতে ম্যাকডোনাল্ডসে পৌঁছে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু সেখানে গিয়ে শোনেন আপাতত খাবারের বরাত নেওয়া বন্ধ। কারণ মাস্ক এবং স্যানিটাইজার ফুরিয়ে গিয়েছে। কোভিড আবহে সুরক্ষাবিধি না মেনে খাবার তৈরি করা হবে না। কিন্তু খিদে তো আর কোনও বারণ মানে না। তরুণী সিদ্ধান্ত নিলেন নিজেই বানিয়ে নেবেন নিজের খাবার। সেই মতো জানলা দিয়েই রান্নাঘরে এলেন তিনি। ছোট গোলাপি জামা ও হাই হিল পরা তরুণীর এই এমন ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। মুহূর্তের মধ্যে এই ভিডিয়োটি কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেন।
ওই তরুণী রান্নায় একেবারেই পারদর্শী নন। এমন পদক্ষেপ করার আগে দোকানের ম্যানেজারের কাছে অনুমতিও নিয়েছিলেন। যাতে তাঁর রান্নার প্রশিক্ষণ এখান থেকেই শুরু হয়। ওই তরুণীর এমন কাণ্ড দেখে অবশ্য হাসি ধরে রাখতে পারেননি ম্যাকডোনাল্ডেসর অন্য কর্মীরা। প্রথম থেকেই তরুণীর কীর্তি ভিডিয়োয় ধরে রাখছিলেন তাঁরা। এই ঘটনায় প্রাথমিক ভাবে সকলেই কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন। তবে সাধারণ মানুষের কাছে তাঁদের সংস্থার এই মাত্রায় গ্রহণযোগ্যতা দেখে খুশিই হয়েছেন।