Physical Harassment Case

পর্ন দেখে সেই মতো যৌনসুখ দিতে বাধ্য করেন স্বামী! ‘আর পেরে উঠছি না’, থানায় গেলেন স্ত্রী

স্বামীর বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন আলিগড়ের এক মহিলা! স্বামীর পর্ন ছবি দেখার অভ্যাসই তাঁর বিবাহিত জীবন নষ্ট করে দিচ্ছে, দাবি মহিলার।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১১:১৩
পর্নের ঠেলায় যৌন হেনস্থার শিকার মহিলা।

পর্নের ঠেলায় যৌন হেনস্থার শিকার মহিলা। ছবি: প্রতীকী।

পর্ন দেখার আসক্তি অনেকেরই থাকে। নীল ছবিতে দেখা ঘটনাগুলি বাস্তব নয়, সেই ফারাকটাও করতে ভুলে যান কেউ কেউ। সম্প্রতি এমন কারণেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন আলিগড়ের এক মহিলা।

পুলিশকে তিনি জানান, তাঁর স্বামী বিভিন্ন কায়দা ও ভঙ্গিতে তাঁর সঙ্গে সঙ্গম করতে চাইতেন, পর্ন দেখেই তিনি সেই সব কায়দা শিখতেন। মিলনের সময় স্বামীর স্ফূর্তির সঙ্গে তাল মেলাতে পারছেন না তিনি। মহিলা বলেন, ‘‘আমার স্বামীর প্রতি দিন নীল ছবি দেখার অভ্যাস। একা নন, আমাকেও জোর করে নীল ছবি দেখাতেন তিনি। তার পর নীল ছবিতে যা যা কাণ্ড ঘটত, আমাকে ও বাধ্য করত সেই একই ভাবে তাঁকে সুখ দেওয়ার জন্য। আমি এই বিষয় আমার শাশুড়িকেও জানিয়েছি, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তিনি উল্টে আমায় বলতেন স্বামীকে সুখ দিতে সে যা যা করতে চাইছে, তাই তাই করো।’’

Advertisement

মহিলা একা নন, মহিলার মা-ও থানায় গিয়ে জামাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন। তাঁর মেয়েকে জামাই যৌন নিগ্রহ করছেন বলে থানায় আসেন মহিলার মা-ও। মেয়েকে যৌন অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশের কাছে অনুরোধ জানান মহিলা।

Advertisement
আরও পড়ুন