Ageing

Ageing: হাত আগে না মুখ? শরীরের কোন অংশে বয়সের ছাপ আগে পড়ে

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ছ’টি অঙ্গ সবের আগে বয়সের কথা মনে করাতে থাকে। তার মধ্যেও সবচেয়ে এগিয়ে আছে আপনার হাতটিই।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বয়স বাড়বে। তার সঙ্গে চেহারায় বয়সের ছাপ পড়াও স্বাভাবিক। কিন্তু তা মেনে নিতে মন চায় না অধিকাংশের। তাই বয়স ঢাকার এবং বয়সের ছাপ এড়িয়ে চলার জন্য প্রসাধনী সামগ্রীর ব্যবসাও বেড়ে চলেছে দিনের পর দিন। কিন্তু সে সব জিনিস ব্যবহার করার জন্যও জানতে হবে কখন কী ভাবে তা শরীরের প্রয়োজন। তার জন্য বোঝা দরকার, কোন অংশে আগে বয়সের ছাপ পড়বে।

এমন কথা শুনে অনেকেই অবাক হতে পারেন। কিন্তু শরীরের সব অঙ্গ একসঙ্গে বয়স্ক দেখায় না। কোনওটি আগে দেখায়, তো কোনওটি কিছু দিন পরে।

Advertisement

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, ছ’টি অঙ্গ সবার আগে বয়সের কথা মনে করাতে থাকে। তার মধ্যেও সবচেয়ে এগিয়ে আছে আপনার হাতটিই।

কেন এমন হল?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হাতের ব্যবহার সবচেয়ে বেশি। যে কোনও কাজেই সবের আগে হাত ব্যবহার করা হয়। তা ছাড়া শরীরের সব অঙ্গ ঢেকে ফেলা হলেও রোদ, বর্ষা, শীতে হাত বাইরেই রাখতে হয়। না হলে কাজ করা সম্ভব নয়। অধিকাংশ মানুষেই হাতের যত্নও সবচেয়ে কম নেন। রোজ ক্রিম লাগানো বা প্রয়োজন মতো গ্লাভস্‌ পরে থাকার অভ্যাস খুব কম মানুষেরই রয়েছে। বিজ্ঞানীদের বক্তব্য, সে কারণেই হাতে বয়সের ছাপ তাড়াতাড়ি পড়ে।

এ ছাড়া যে সব অঙ্গে বেশি করে বয়সের ছাপ পড়ে, তা হল মুখ, গলা, চোখের পাতা, চুল এবং কনুই।

Advertisement
আরও পড়ুন