Whatsapp New Feature

হোয়াট্‌সঅ্যাপের নতুন ফিচার ‘কাস্টম লিস্ট’, কী কী সুবিধা পাবেন এতে?

যে কোনও গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। পছন্দমতো হোয়াট্‌সঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৫:২৮
WhatsApp Introduces New feature Custom Chat Lists for Better Conversation

'কাস্টম লিস্ট' ফিচারের সুবিধা কী কী জেনে নিন। ফাইল চিত্র।

নিত্যনতুন ফিচার প্রায়ই নিয়ে আসে হোয়াট্‌সঅ্যাপ। এ বার মেটা অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্ম গ্রাহকদের আরও সুবিধা দিতে নিয়ে এল ‘কাস্টম চ্যাট লিস্ট’। যে কোনও গ্রুপ চ্যাটে বাড়তি সুবিধা দেবে এই নতুন ফিচার। পছন্দমতো হোয়াট্‌সঅ্যাপের কোনও গ্রুপকে বা গুরুত্ব অনুযায়ী নির্দিষ্ট কোনও কথোপকথন বাছাই করে চোখের সামনেও রাখা যাবে।

Advertisement

হোয়াট্‌সঅ্যাপ কিছু দিন আগেই ‘আনরিড’, ‘ফেভারিট’, ‘গ্রুপ’ নামে কয়েকটি ফিচার নিয়ে এসেছিল। যে মেসেগুলি পড়া হয়নি সেগুলি আলাদা করে ‘আনরিড’ অপশনে পাওয়া যাবে, আবার যার সঙ্গে বেশি চ্যাট করেন, সেই প্রোফাইলটিকে ‘ফেভারিট’ অপশনে রেখে দেওয়া যাবে যাতে খোঁজাখুঁজি না করতে হয়। এ বার এই অপশনগুলিকেই এক ছাতার তলায় আনবে নতুন ফিচার ‘কাস্টম চ্যাট লিস্ট’।

সেটা কী ভাবে?

হোয়াট্‌সঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই ফিচারের সাহায্যে গ্রাহকেরা নিজেদের চ্যাটকে কয়েকটি ভাগে আলাদা করে নিতে পারবেন। যেমন ‘পরিবার’, ‘কর্মক্ষেত্র’, ‘বন্ধুবান্ধব’ ইত্যাদি বিভিন্ন ক্যাটেগরিতে তা ভাগ করা যাবে। ফলে বহু চ্যাটের মধ্যে থেকে আলাদা করে খোঁজার দরকার পড়বে না।

নতুন ফিচারের সাহায্যে কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের নতুন তালিকা তৈরি করা যাবে এবং তা প্রয়োজনে এডিটও করা যাবে। সহজ করে বললে, আপনার হোয়াট্‌সঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা সকলের সঙ্গে বা প্রত্যেকটি গ্রুপে আপনি রোজ নিশ্চয়ই কথা বলেন না। কিন্তু কোনও দরকারে যদি চটজলদি সেই প্রোফাইল খুঁজে পেতে হয় বা গ্রুপ চ্যাট থেকে কোনও নির্দিষ্ট মেসেজ খুঁজে বার করতে হয়, তখনই এই ফিচার কাজে আসবে। কারণ, কাস্টম লিস্ট ফিচারে গ্রাহকেরা ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি পছন্দের একাধিক গ্রুপকেও তালিকাভুক্ত করতে পারবেন। সেগুলি ‘পিন টু টপ’ বা একেবারে চোখের সামনে রেখে দেওয়ার সুবিধাও পাবেন। অফিসের গ্রুপ থেকে হোক বা ব্যক্তিগত প্রোফাইল— জরুরি কোনও কথোপকথন খুঁজে পাওয়াও সহজ হবে।

কাস্টম চ্যাট লিস্ট।

কাস্টম চ্যাট লিস্ট। ছবি: সংগৃহীত।

কাস্টম লিস্ট কী ভাবে করবেন?

১) প্রথমে হোয়াট্‌সঅ্যাপ আপডেট করুন।

২) হোয়াট্‌সঅ্যাপের উপরে ডান দিকে একটি ‘যোগ’ চিহ্ন আসবে। সেটিতে ক্লিক করলে ‘অর্গাইনজ় ইওর চ্যাট’ বলে একটি পপআপ দেখাবে। সেখানে গিয়ে ক্লিক করুন।

৩)এ বার ক্যাটেগরি দেখে পছন্দের প্রোফাইল তালিকাভুক্ত করুন।

৪) যদি কোনও চ্যাট আলাদা করে চোখের সামনে রাখতে হয়, তা হলে ‘অ্যাড পিপল অর গ্রপ’ অপশনে গিয়ে নির্দিষ্ট কোনও প্রোফাইল বা চ্যাট বাছাই করে একেবারে উপরের সারিতে রেখে দিতে পারেন।

Advertisement
আরও পড়ুন