Sandal

Health Tips: চটির ভিতর ছোট ছোট গুটি বসানো? এই চটি পরলে কী হয়

চটির ভিতরে এই ধরনের গুটি বা দানা থাকলে, তাকে আকুপ্রেসার বলা হয়। এই ধরনের চটি পরলে কী হয়?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ২০:১৩
ভিতরে গুটি বসানো চটি পরলে কী হয়?

ভিতরে গুটি বসানো চটি পরলে কী হয়? ছবি: সংগৃহীত

হাওয়াই চটি বা ওই ধরনের চটির ভিতরে ছোট ছোট গুটি বা দানা বসানো থাকে। প্রথম প্রথম এই চটি পরতে গেলে অস্বস্তি হয়। কিন্তু ক’দিন পরতে পরতেই অভ্যাস হয়ে যায়। কেন বসানো হয় এই গুটিগুলি? এই ধরনের চটি পরার দীর্ঘ মেয়াদি কোনও প্রভাব আছে কি?

চটির ভিতরে এই ধরনের গুটি বা দানা থাকলে, তাকে আকুপ্রেসার বলা হয়। এই ধরনের চটি পরলে কী হয়?

Advertisement

• বিজ্ঞানীরা বলেন, এই ধরনের চটি পরলে ঘুম ভাল হয়। স্নায়ুকে আরাম দেয় এই ধরনের চটি।

• হাঁটু বা কোমরের ব্যথাও কমাতে পারে এই চটি। হাঁটু আর কোমরের বহু স্নায়ুর শেষ প্রান্ত থাকে পায়ের পাতায়। সেখানে চাপ পড়লে কমতে পারে ব্যথা।

• অনেকেই ‘রেস্টলেস লেগ সিন্ড্রোম’-এ ভোগেন। এই সমস্যায় ঘুমের মধ্যেও পা ছটফট করতে থাকে। মূলত স্নায়ুর কারণেই এই সমস্যা হয়। গুটি বসানো চটি পরলে এই সমস্যাও কমতে পারে।

আরও পড়ুন
Advertisement