Urfi Javed

Urfi Javed: তারে বাঁধা শরীর, স্বল্প কাপড়ে ‘লজ্জা’ ঢাকলেন উরফি! ফের বিতর্কে অভিনেত্রী

নিজের ইনস্টাগ্রামে উরফি একটি রিল বানিয়েছেন। দেহে রয়েছে শুধুই সবুজ রঙের তার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৫:৩২
উরফির নয়া অবতার!

উরফির নয়া অবতার! ছবি- সংগৃহীত

উরফি জাভেদ মানেই ছক ভাঙার ফ্যাশন। তাঁর পোশাক নিয়ে বি টাউনে চর্চার শেষ নেই। বিতর্ক যেন উরফির পিছু ছাড়ে না। বিচিত্র সব পোশাক পরায় মডেল ও অভিনেত্রী উরফি মাঝেমধ্যেই চলে আসেন খবরের শিরোনামে। এর আগে কখনও কাচ দিয়ে তৈরি পোশাক, কখনও আবার ব্লেড কিংবা ছবি দিয়ে তৈরি জামা পরে নেটাগরিদের নজর কেড়েছিলেন তিনি। এ বার ফের নতুন অবতারে দেখা গেল তাঁকে।

Advertisement
View this profile on Instagram

Uorfi (@urf7i) • Instagram photos and videos

ইনস্টাগ্রামে উরফি একটি রিল বানিয়েছেন। সেই রিলে দেখা যাচ্ছে, সবুজ রঙের ছোট একটি ড্রেস পরেছেন উরফি। শরীরের উপরের অংশ তারে জড়ানো। বক্ষ প্রায় উন্মুক্ত। হালকা ছিমছাম মেকআপ, পনিটেল আর নাকে নথ।

ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৩২ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে রিলটি। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ মানুষ দেখেছেন তাঁর এই রিল। প্রশংসা করেছেন অনেকেই। তবে ভক্তদের মনে ঝড় তুললেও, তাঁর এই পোশাক নিয়ে কটূক্তি করতে ছাড়েনি নেটাগরিকদের একাংশ।

কেউ লিখেছেন, একটু বেশি পোশাক পরে নিয়েছ মনে হচ্ছে! কেউ আবার লিখেছেন, নিজের সম্প্রদায়ের কী মান রাখছ তুমি!

Advertisement
আরও পড়ুন