Bizarre Incident: ভিক্ষুক না কি হৃতিক রোশন, বোঝা দায়! ক্রাচে ভর দিয়েই নজর কাড়লেন তিনি

যানজটপূর্ণ রাস্তায় ক্রাচে ভর দিয়ে গাড়ির জানলায় ভিক্ষা করছিলেন এক যুবক। কেন ভাইরাল হল তাঁর ছবি?

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ১৪:২২
মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি।

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবি-সংগৃহীত

চোখে কালো রোদ চশমা, পরনে কালো টি-শার্ট, মাথায় কোঁকড়ানো চুল। পাতলা চেহারা। বেশ লম্বা। চোখ-মুখে আত্মবিশ্বাস যেন উপচে পড়ছে— এমন বর্ণনা শুনে অনেকেই হয়তো ধরে নেবেন কোনও মডেল বা অভিনেতার কথা বলা হচ্ছে। অনেকে প্রথমে এমনটাই ভেবেছিলেন। ভুল ভাঙল কিছু ক্ষণ পরে।

Advertisement

সম্প্রতি দিল্লির বাসিন্দা কৌজিৎ সিংহ নিজের টুইটারে এমন এক জনের ছবি দিয়েছেন। ছবির নীচে লেখেন ‘দিল্লির ভিক্ষুক’। যানজটপূর্ণ রাস্তায় হাতে ক্রাচ নিয়ে ভিক্ষা করছিলেন ওই ভিক্ষুক। সেই সময়েই ছবিটি তোলেন ওই ব্যক্তি। তার পর তা নেটমাধ্যমে ছড়িয়ে দেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিটি। কয়েক হাজার পছন্দচিহ্নে ভরে যায় ছবি। ছবির নীচে অনেকেই নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘মডেল না ভিক্ষুক, চেনাই যাচ্ছে না’। এমনকি, তাঁকে অনেকেই হৃত্বিক রোশন, অল্লু অর্জুন, আদিত্য রায় কপূরের মতো অভিনেতার সঙ্গেও তুলনা করেছেন।

Advertisement
আরও পড়ুন