অ্যাপ ক্যাবের বেলাগাম ভাড়ার কারণে যাত্রী দুর্ভোগের ঘটনা এই প্রথম নয়। ছবি- প্রতীকী
নয়ডার বাসিন্দা দেব। দিল্লির বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল থেকে নয়ডা এক্সপ্রেসওয়ে যাওয়ার জন্য একটি অ্যাপ ক্যাব ভাড়া করেছিলেন। যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্যের দূরত্ব মাত্র ৪৫ কিলোমিটার। খুব বেশি হলে যেতে সময় লাগার কথা ৪০-৪৫ মিনিট। অথচ এই সামান্য দূরত্বে পৌঁছতে ওই ব্যক্তিকে ভাড়া গুনতে হল ৩০০০ টাকা। অ্যাপ ক্যাবের বেলাগাম ভাড়ার কারণে যাত্রী দুর্ভোগের ঘটনা এই প্রথম নয়। ভূরি ভূরি উদাহরণ রয়েছে এর।
যানজট, খারাপ আবহাওয়া বা বিশেষ উৎসবের দিনে গাড়ির চাহিদা বেশি থাকলে ভাড়া বাড়িয়ে দেয় অ্যাপ ক্যাব সংস্থা। এ ক্ষেত্রে তেমন কিছু ছিল না। অকারণে এই বিপুল পরিমাণ ভাড়া নিয়ে অভিযোগ জানিয়ে অ্যাপ ক্যাব সংস্থাকে একটি মেল করেন তিনি। অবশ্য প্রথমে তাতে কোনও কাজ হয়নি। পর পর বেশ কয়েকটি মেল করার পরে উত্তর আসে। অ্যাপ ক্যাব সংস্থা জানিয়েছে, এই ঘটনা একেবারে কাম্য নয়। কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।