Relationship

Relationship: নতুন কারও প্রেমে পড়েছেন? নেটমাধ্যমে তাঁর নজর কাড়বেন কী ভাবে

পুরনো পন্থার কথা না ভেবে নেটমাধ্যমেই নজর কাড়ুন পছন্দের মানুষটির।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১৮:১০
নেটমাধ্যমে প্রেমের কথা বোঝাবেন কী ভাবে?

নেটমাধ্যমে প্রেমের কথা বোঝাবেন কী ভাবে? ফাইল চিত্র

সামনে বসে গল্প জমিয়ে নিজের দিকে নজর ফেরানোর সময় আর নেই। আপাতত মুখোমুখি হওয়া ইতিহাসের খাতায়। তাই বলে কি আর প্রেমে পড়বেন না আপনি? দূরত্ব বজায় রাখার এ সময়েও কারও কাছে যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই হচ্ছে। নেটমাধ্যমে বারবার তাঁর পাতায় গিয়ে উঁকিও দিয়ে আসছেন। কিন্তু সে সব তিনি টের পাচ্ছেন কি?

পছন্দের মানুষটি যদি খেয়ালই না করল আপনাকে, তবে প্রেমে পড়বেন কী ভাবে? আর কাছাকাছি আসার ইচ্ছাপূরণই বা হবে কবে? ফলে পুরনো পন্থার কথা না ভেবে নেটমাধ্যমেই নজর কাড়ুন পছন্দের মানুষটির। নানা ইঙ্গিতে বুঝিয়ে দিন তাঁকে, যে হাত বাড়ালেই অপেক্ষা করছেন বন্ধু। কিন্তু নেটমাধ্যমে এত কথা বোঝাবেন কী ভাবে?

Advertisement

১) পছন্দের সেই মানুষটি কোনও ছবি দিলে অবশ্য সে প্রসঙ্গে নিজের মন্তব্য জানান

২) নিজের নানা মেজাজের ছবি দিন নেটমাধ্যমে

৩) নিজের ছবির সঙ্গে লিখে রাখুন ইঙ্গিতপূর্ণ বার্তা

এ সব কাজে লাগবে কি না ভাবছেন? তবে মনে করুন বাস্তবে দেখা হলে কী ভাবে নিজের মনের কথা বোঝানোর ইঙ্গিত দিতেন সেই ব্যক্তিকে? খুব আলাদা হত কি সেই আদানপ্রদান?

Advertisement
আরও পড়ুন