Bengaluru

অটোতে হারিয়েছিলেন দামি এয়ারপড! চালকের বুদ্ধিতে আধ ঘণ্টায় ফিরে পেলেন সাধের যন্ত্র

বেঙ্গালুরুর বাসিন্দারা বুদ্ধিমান আর প্রযুক্তিগত বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল! অন্তত সাম্প্রতিক এক ঘটনা তেমনই বলছে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে এক গল্প।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:২২
গল্পটির নায়ক হলেন বেঙ্গালুরুর এক জন প্রযুক্তিবিদ অটোচালককে।

গল্পটির নায়ক হলেন বেঙ্গালুরুর এক জন প্রযুক্তিবিদ অটোচালককে। ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরুকে বলা হয় প্রযুক্তির শহর। সেই সঙ্গে সেখানকার বাসিন্দারাও বেজায় বুদ্ধিমান আর প্রযুক্তিগত বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল। অন্তত সাম্প্রতিক এক ঘটনা তেমনই বলছে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। বেঙ্গালুরুর এক অটোচালকের কীর্তি এখন নেটমাধ্যমে বেশ চর্চিত।

শিদিকা নামে এক টুইটার ব্যবহারকারী টুইটারে খুব সুন্দর একটি গল্প শেয়ার করেছেন। গল্পটির নায়ক হলেন বেঙ্গালুরুর এক জন প্রযুক্তিবিদ অটোচালককে। পোস্ট অনুযায়ী, অফিসে যাওয়ার সময়ে তাড়াহুড়োতে শিদিকা তাঁর এয়ারপডগুলি অটোতেই ভুলে যান। তবে হারানোর আধ ঘণ্টার মধ্যেই দামি গ্যাজেটটি হাতে পেয়ে হতবাক হয় সে। কী ভাবে খুঁজে পেলেন তাঁকে সেই অটোচালক?শিদিকা জানান, অটোতে এয়ারপডগুলি খুঁজে পাওয়ার পর অটোচালক নিজের ফোনের সঙ্গে সেটি কানেক্ট করে ব্যবহারকারীর নাম জানার চেষ্ট করেন। সেই নাম আর ‘ফোন পে’-তে শিদিকা চালককে যে টাকা দিয়েছিলেন, তার সঙ্গে নাম মিলিয়ে দেখেই ব্যবহারকারীর হদিস পেলেন অটোচালক।

Advertisement

শিদিকা পোস্টে লেখেন, ‘‘অটোতে যাওয়ার সময়ে আমার এয়ারপডগুলি হারিয়ে ফেলেছিলাম। আধ ঘণ্টা পরে যেই অটো যিনি আমায় অফিসে নিয়ে এসেছিলেন, তিনিই অফিসের গেটে আমার দামি জিনিসটি ফিরিয়ে দিয়ে গেলেন। অটোচালকের বুদ্ধির জন্যই আমি আমার এয়ারপডগুলি খুঁজে পেলাম।’’

অটোচালকের বুদ্ধি দেখে নেটিজেনরা আপ্লুত। এক জন লিখেছেন, ‘‘এই অটোচালকের বুদ্ধি তো ই়ঞ্জনিয়ারের থেকেও বেশি।’’

Advertisement
আরও পড়ুন