চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা! ছবি: প্রতিকী।
চোর চুরি করার পর দুঃখপ্রকাশ করেছে, এমন ঘটনা বেনজির। সম্প্রতি নেটমাধ্যমে এমনই এক চোরের কীর্তি ভাইরাল হল। এক টুইটার ব্যবহারকারী চোরের পাঠানো একটি ইমেল শেয়ার করেছেন যা দেখে স্তম্ভিত নেটাগরিকরা।
সেই ব্যক্তির ল্যাপটপ চুরি করে চোর নিজেই জানিয়েছেন এই কাজ করে তিনি ক্ষমাপ্রার্থী। ইমেলে চোর লিখেছেন, ‘‘গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। আমার সত্যিই কিছু টাকার প্রয়োজন ছিল। ল্যাপটপটা ঘেঁটে আমি দেখেছি, আপনি কোনও গবেষণার কাজে ব্যস্ত আছেন। আমি সেই সংক্রান্ত সব ফাইল আপনাকে মেল করলাম। আপনার যদি আরও কোনও তথ্যের প্রোয়জন হয়, তা হলে আপনি আমার সঙ্গে সোমবার দুপুর ১২ টার আগে যোগাযোগ করুন। আমি কিন্তু ল্যাপটপটা বিক্রি করার গ্রাহক খুঁজে পেয়েছি।’’
চোরের এই বার্তার স্ক্রিনশট ব্যবহার করে ব্যক্তি লিখেছেন, ‘‘গত রাতে যে আমার ল্যাপটপ চুরি করেছে, আর আমার ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আমাকেই মেল করেছে! রাগ করব বা ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’’
They stole my laptop last night and they sent me an email using my email, I have mixed emotions now.😩 pic.twitter.com/pYt6TVbV1J
— GOD GULUVA (@Zweli_Thixo) October 30, 2022
টুইটারে এই বার্তাটি পড়ে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি চোরের কাছ থেকেই আবার ল্যাপটপটি কিনে নিচ্ছেন না কেন?’’
অন্য এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘কেউ যদি এই লোকটিকে চাকরির প্রস্তাব দিতে পারেন, তা হলে খুব ভাল হয়। এই লোকটি ল্যাপটপ খুলে গবেষণা সংক্রান্ত নথি খুঁজে বার করতে যে পরিশ্রম করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। সত্যি বলতে, আমার কাছে উপায় থাকলে আমিই ওঁকে নিয়োগ করতাম।’’