unique names of starkids

২০২৪ ছিল নামকরণে নজরকাড়ার বছর! ছকভাঙা সব নাম পেল তারকা বাবা-মায়ের ৫ সন্তান

তিন-চার পুরুষ আগে নামকরণের যে প্রথা ছিল, বিবর্তনের ধারায় তা বদলে গিয়েছে অনেকটাই। তখনকার বাবা-মায়েরা অভিধান ঘেঁটে অতিব্যতিক্রমী নাম রাখতেন না। আর এখনকার বাবা-মায়েরা ব্যতিক্রমী নামই খোঁজেন। ছকভাঙা নামে চমক দেওয়ার প্রচ্ছন্ন প্রতিযোগিতাও চলে তারকাদের মধ্যে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১০:১৫
The Most Unusual Celebrity Baby Names of this year

বলিউড থেকে টলিউড, সন্তানের ছকভাঙা নাম রাখলেন কারা? গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নামে কী যায়-আসে— এটি একটি মনীষী বচন। অথচ নামকরণের ইতিহাস-ভূগোল নিয়েই তোলপাড় হচ্ছে বিশ্ব। রবীন্দ্রনাথ বলতেন, নামেরও একটা সমাজতত্ত্ব আছে। নাম দিয়েই সমাজ ও ব্যক্তিকে বোঝা যায়। তিন-চার পুরুষ আগে নামকরণের যে প্রথা ছিল, বিবর্তনের ধারায় তা বদলে গিয়েছে অনেকটাই। তখনকার বাবা-মায়েরা অভিধান ঘেঁটে অতিব্যতিক্রমী নাম রাখতেন না। বংশলতিকা দেখে বা বাবা-কাকা-জ্যাঠার নামের সঙ্গে মিলিয়ে যা হয় একটা রাখলেই হত। ছকভাঙা নামকরণ হয়তো হাতেগোনা কয়েক জনেরই হত। সমাজের নানা স্তরে, ব্যক্তি ও শ্রেণিবিশেষে নামকরণের প্রথাও ছিল ভিন্ন ভিন্ন। সেই সময়ের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ছেলেমেয়ের নামকরণ নিয়ে তখনকার অভিভাবকদের ততটা খুঁতখুঁতুনি ছিল না। কিন্তু এখন নামই আকর্ষণের কেন্দ্রে। কার নামে কতটা অভিনবত্ব, সন্তানের ব্যতিক্রমী নাম দিয়ে কে কতটা বাহবা কুড়োলেন, তার প্রচ্ছন্ন প্রতিযোগিতাও চলে। টলিউড থেকে বলিউড— গোটা বছর জুড়েই তারকা-সন্তানদের ছকভাঙা নামকরণ নিয়ে বিস্তর চর্চা হয়েছে।

Advertisement

শোনা যায়, নামকরণের প্রতি ঝোঁক ছিল রবীন্দ্রনাথেরও। কখনও স্নেহে, আবার কখনও অনুরোধেই নবজাতকদের নামকরণ করতেন। সে নাম হত যথেষ্টই অর্থবহ। ‘নাম নামমাত্র নয়’ কবিগুরুর সেই ভাবনা কয়েক দশক পরেও সত্যি হয়েই ধরা দিচ্ছে। সন্তানের নামকরণ নিয়ে এক নতুন ধারার প্রবর্তন হয়েছে। সেখানে পারিবারিক সংস্কৃতিকে ছাপিয়েও দেশকালের ঘটনাবলি, ইতিহাস, সমাজতত্ত্ব সব হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। রীতিমতো ভিন্‌দেশি নাম রাখাতেও টক্কর দিচ্ছেন একে অপরকে। কেউ রাখছেন আরবি নাম, তো কেউ ফরাসি। কেউ আবার পুরাণ-উপনিষদ ঘেঁটে নামকরণেও প্রাচীনত্বের প্রলেপ মাখিয়ে দিচ্ছেন। আর সেই সব নামও বেশ জটিল। শব্দের প্রয়োগ সেখানে অভিনব। মানে খুঁজতে গেলে অভিধানের পাতা উল্টাতেই হবে, মাথাও ঘামাতে হবে বিস্তর। ‘ফুরায়ে গেল উনিশ পিপা নস্য’ গোছের ব্যাপার। তবুও ব্যতিক্রমী নামই চাই। একমেবাদ্বিতীয়ম হতে হবে।

তবে সকলেই যে ছকভাঙা নাম দিচ্ছেন তা নয়। অনেক তারকা দম্পতি সাদামাঠা, আটপৌরে নামও রাখছেন। এ বছরে খুদেদের নামকরণে কে কেমন অভিনবত্ব দেখালেন জেনে নেওয়া যাক।

দীপিকার ঘরে ‘দুয়া’

দীপিকা-রণবীরের মেয়ে দুয়া।

দীপিকা-রণবীরের মেয়ে দুয়া। ফাইল চিত্র।

গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মেয়ের মুখ না দেখালেও, ছোট্ট দুটি পায়ের ছবি পোস্ট করেছেন দীপিকা-রণবীর। দীপাবলির দিন মেয়ের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। একরত্তির নাম রেখেছেন ‘দুয়া’। আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে ‘দুয়া’। আভিধানিক অর্থ হল প্রার্থনা। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। অনেক শুভকামনা, শুভেচ্ছা ও প্রার্থনায় মেয়ের জন্ম হয়েছে। তাই এই নামই মেয়ের জন্য যথার্থ।

কাঞ্চন-শ্রীময়ীর ‘কৃষভি’

কাঞ্চন-কন্যা ‘কৃষভি’।

কাঞ্চন-কন্যা ‘কৃষভি’। ফাইল চিত্র।

নামকরণে বিন্দুমাত্র পিছিয়ে নেই টলিউড। দীপাবলির পর পরই কন্যাসন্তানের মা-বাবা হওয়ার খবর দিয়েছেন অভিনেতা-দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সমাজমাধ্যমে একরত্তির নাম প্রকাশ করে পোস্ট করেছিলেন নিজেরাই। অভিনেতা-বিধায়ক কাঞ্চন মেয়ের নাম রেখেছেন ‘কৃষভি’। বলা হয়, ‘কৃষাভি’ থেকে ‘কৃষভি’ নামের উৎপত্তি। এই নামের সঙ্গে কৃষ্ণের যোগ রয়েছে। মতান্তরে, কৃষ্ণের এক স্ত্রীর নাম কৃষাভি। শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় জিনিসের নাম ‘কৃষ্ণাভি’। তার থেকেও কৃষাভি নামের উৎপত্তি হতে পারে। আক্ষরিক অর্থে ‘কৃষভি’ মানে ‘শুভ’।

বিরুষ্কার কোল আলো করল ‘অকায়’

মেয়ে ভামিকার পরে পুত্রসন্তানের নাম অকায়।

মেয়ে ভামিকার পরে পুত্রসন্তানের নাম অকায়। ফাইল চিত্র।

সন্তানের নামকরণের ক্ষেত্রে আগেও অভিনবত্বের পরিচয় দিয়েছেন ‘বিরুষ্কা’। মেয়ে ভামিকার পর এ বছর পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। মেয়ে ভামিকার নাম দেওয়ার সময়ে সংস্কৃত ভাষার উপর ভরসা করেছিলেন দম্পতি। তবে ছেলের বেলায় ভিন্‌দেশি নামই রেখেছেন। ‘অকায়’ নামের অর্থ ‘পূর্ণিমার চাঁদের আলো’। এই শব্দের সঙ্গে যোগ রয়েছে তুর্কি ভাষার। যদিও বাংলা অভিধান বলছে, ‘অকায়’ নামের অর্থ কায়াহীন। অর্থাৎ, যিনি বিমূর্ত। ঈশ্বর বা পরমাত্মা।

স্বর্গের ফুল ‘জ়ুনেইরা’

চলতি বছরের গোড়ার দিকে সুখবর শুনিয়েছিলেন অভিনেত্রী রিচা চাড্ডা এবং তাঁর স্বামী তথা বলি অভিনেতা আলি ফজ়ল। ১৬ জুলাই কন্যাসন্তানের জন্ম দেন রিচা। মেয়ের নাম রাখেন জ়ুনেইরা ইদা ফজ়ল। জ়ুনেইরা নামের যোগ রয়েছে অনেক ভাষার সঙ্গেই। উর্দুতে এর অর্থ হল স্বর্গের ফুল। আবার পূর্ণিমার চাঁদের আলোও বলেন অনেকে। জার্মান ও গ্রিক ভাষার সঙ্গেও যোগ রয়েছে এই নামের। সেখানে জ়ুনেইরা নামের অর্থ ‘পরিশ্রমী’। আবার সংস্কৃত ভাষার যোগসূত্রও রয়েছে। সেখানে এর অর্থ ‘প্রার্থনা’।

ইয়ামির আদরের ধন

ছেলের ছকভাঙা নাম রেখেছেন ইয়ামি-আদিত্য।

ছেলের ছকভাঙা নাম রেখেছেন ইয়ামি-আদিত্য। ফাইল চিত্র।

১০ মে অর্থাৎ, অক্ষয় তৃতীয়ার দিন ছেলের জন্ম দেন অভিনেত্রী ইয়ামি গৌতম এবং পরিচালক আদিত্য ধর। একরত্তির নাম রেখেছেন ‘বেদবিদ’। সংস্কৃত ভাষা থেকেই ধার করা এই নাম। আক্ষরিক অর্থে বেদজ্ঞ পণ্ডিত। যিনি বেদ জানেন। বিষ্ণু, রাম ও শিবেরও আর এক নাম বেদবিদ। মহাভারতের ‘বিষ্ণু সহস্রনাম’-এ এই নামের উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে, জ্ঞানী ও ঐশ্বরিক শক্তির অধিকারী কোনও পুরুষেরই এমন নাম হয়ে থাকে।

বিক্রান্তের ‘বরদান’

বিক্রান্তের ছেলের নাম বরদান।

বিক্রান্তের ছেলের নাম বরদান। ফাইল চিত্র।

গত ৭ ফেব্রুয়ারি বাবা হয়েছেন ‘টুয়েলভ্‌থ ফেল’ খ্যাত বিক্রান্ত মাসে। সন্তান জন্মের প্রায় দু’সপ্তাহ পরে ছেলের ছবি প্রকাশ্যেও আনেন। নবজাতকের নাম রেখেছেন ‘বরদান’। এটি মূলত হিন্দি শব্দ, যার আক্ষরিক অর্থ আশীর্বাদ। বিক্রান্তের কথায়, ঈশ্বরের আশীর্বাদ হয়েই এসেছে পুত্রসন্তান। জীবনের এই নতুন যাত্রা আরও অনেক সাফল্য বয়ে আনবে।

বরুণের চোখের মণি ‘লারা’

২০২১ সালে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। বিয়ের তিন বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বরুণ-নাতাশা। ঘর আলো করে এসেছে ছোট্ট ‘লারা’। ছকভাঙা নাম না রাখলেও ‘লারা’ নামের অর্থ একেক ভাষায় একেক রকম। লাতিন ভাষায় ‘লারা’ নামের অর্থ হল গৃহদেবতা যিনি সুরক্ষা দেন। গ্রিক পুরাণ অনুযায়ী ‘লারা’ নামের আক্ষরিক অর্থ ঈশ্বরের দূত। এই নামের সঙ্গে সংস্কৃত যোগ রয়েছে বলেও মনে করা হয়। সংস্কৃত ‘লারণ্য’ শব্দ থেকে ‘লারা’ নামের উৎপত্তি হতে পারে, বাংলা অভিধান মতে যার অর্থ লাবণ্য।

এই বছরই সন্তানের জন্ম দিয়েছেন আরও অনেক তারকা দম্পতি। তবে তাঁরা সন্তানের নাম প্রকাশ্যে আনেননি। মেয়ের মা-বাবা হয়েছেন মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র। মেয়ের নাম না জানালেও নরম তোয়ালেতে মোড়া একরত্তির দুটি পায়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক। ছেলে কবীরের পরে ফুটফুটে মেয়েকে ঘিরে খুশির জোয়ার রানে-মল্লিক পরিবারে। মেয়ের মা হয়েছেন রাধিকা আপ্তেও। মনে করা হচ্ছে, তাঁরাও আগামী দিনে সন্তানের কোনও ছকভাঙা নামই রাখবেন।

Advertisement
আরও পড়ুন