Varun Chakravarthy

ক্রমতালিকায় নামলেন বরুণ, টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এক ভারতীয়

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন বরুণ। এক ধাপ নেমে গিয়েছেন তিনি। অন্য দিকে, অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৫ ২৩:০৭
Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী। —ফাইল চিত্র।

আইসিসি-র ক্রমতালিকায় নামলেন বরুণ চক্রবর্তী। টি-টোয়েন্টিতে বোলারদের তালিকায় তিন নম্বরে নেমে গেলেন তিনি। আপাতত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব সামলাচ্ছেন বরুণ।

Advertisement

ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন বরুণ। এক ধাপ নেমে গিয়েছেন তিনি। অন্য দিকে, অলরাউন্ডারদের তালিকায় এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন হার্দিক পাণ্ড্য। ৭০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তিনি। বরুণকে পিছনে ফেলে দিয়েছেন নিউ জ়িল্যান্ডের জেকব ডাফি এবং ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন। ডাফি চার ধাপ উন্নতি করে শীর্ষে। বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন আরও দুই ভারতীয়। সপ্তম স্থানে রয়েছেন রবি বিশ্নোই এবং দশম স্থানে আরশদীপ সিংহ।

ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা। শীর্ষে তাঁর আইপিএলের সতীর্থ ট্রেভিস হেড। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। তিনি এ বারের আইপিএলে খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন দুই ভারতীয় তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। নেপালের দীপেন্দ্র সিংহ রয়েছেন ষষ্ঠ স্থানে।

এক দিনের ক্রিকেটে ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন শুভমন গিল। তৃতীয় স্থানে রোহিত শর্মা। তাঁদের মাঝে রয়েছেন বাবর আজ়ম। টেস্টে ব্যাটারদের মধ্যে শীর্ষে জো রুট। প্রথম পাঁচে একমাত্র ভারতীয় যশস্বী জয়সওয়াল। তিনি চতুর্থ স্থানে রয়েছেন। বোলারদের মধ্যে টেস্টে শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এক দিনের ক্রিকেটে শীর্ষে মাহিশ থিকসানা। এক ধাপ উঠে তৃতীয় স্থানে কুলদীপ যাদব।

Advertisement
আরও পড়ুন