Shah Rukh Khan's Birthday

শনিবার ৫৯-এ পা দেবেন শাহরুখ, উৎসবের সাজে সেজে উঠেছে ‘মন্নত’! দেখবেন নাকি?

বান্দ্রার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বার যদি কেউ সেই বাড়ির দিকে তাকায়, তা হলে নাকি চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। সমাজমাধ্যমে তেমনটাই দাবি করেছেন মুম্বইয়ের এক বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৩:১৫
শাহরুখ খান।

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

দীপাবলি শেষ, কিন্তু শাহরুখপ্রেমীদের উৎসবের সবে শুরু। রাত পোহালেই যে ‘গুরুদেবের’ জন্মদিন! কিং খানের অনুরাগীদের কাছে ২ নভেম্বর তাই ক্যালেন্ডারের পাতার সবচেয়ে উজ্জ্বলতম দিন। শনিবার ৫৯-এ পা দেবেন শাহরুখ। ‘মন্নত’ জুড়ে তাই খুশির আমেজ। গোটা বাংলো সাজানো হয়েছে বাহারি আলো দিয়ে। বোঝা যাচ্ছে, বেশ রাজকীয় ভাবেই পালিত হতে চলেছে শাহরুখের জন্মদিন। জমকালো পার্টিরও নাকি আয়োজন করা হয়েছে। আর সেই পার্টির আয়োজক গৌরী খান। শোনা যাচ্ছে, শাহরুখ-পত্নী নিজে ফোন করে গোটা বলিউডকে পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছেন। মন্নতেই হবে সেই বিশেষ পার্টি। তার আগেই আলোর রোশনাইয়ে মুড়েছে শাহরুখের বাংলো।

Advertisement

বান্দ্রার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বার যদি কেউ সেই বাড়ির দিকে তাকায়, তা হলে নাকি চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। সমাজমাধ্যমে তেমনটাই দাবি করেছেন মুম্বইয়ের এক বাসিন্দা। শুধুই দাবিই করেননি, তার সপক্ষে উপযুক্ত প্রমাণও দিয়েছেন। মন্নতের বাইরের একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি।

সেই ভিডিয়োয় লোহার গেটের ওপারে আলোয় ঢাকা বহুতল যেন দূর থেকে রূপকথার রাজমহলের মতোই দেখাচ্ছে! আরব সাগরের তীরে সেই বাড়ি জুড়েই এখন উৎসবের আবহ। বাড়ির বাইরেটা যদি এমন রোশনাইয়ে মোড়া থাকে, তা হলে অন্দরমহলের সাজ কেমন হবে, তা জানতে অনেকেই উৎসুক। সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য।

Advertisement
আরও পড়ুন