Relationship Tips

পুরুষের কোন অভ্যাস হয়ে ওঠে নারী হৃদয়ের দুর্বলতার কারণ? কী বলে চাণক্য-নীতি?

চাণক্য-নীতি অনুসারে, পুরুষদের এমন কিছু অভ্যাস বা গুণ আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এগুলিকে তাদের দুর্বলতাও বলা যেতে পারে। আপনারও সে সব স্বভাব আছে কি?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৭:২০
চাণক্য-নীতি অনুসারে, সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে।

চাণক্য-নীতি অনুসারে, সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে। ছবি: পিক্সঅ্যাবে।

মানুষভেদে স্বভাব ভিন্ন হয়, এ তো স্বাভাবিক। কিন্তু লিঙ্গের ভিত্তিতে কিছু পছন্দ-অপছন্দ, অভ্যাস, আশা, ধারণা তৈরি হয়ে যায় অধিকাংশের মধ্যে। নারীদের বহু আড্ডায় পুরুষদের তেমন কিছু স্বভাব, অভ্যাস নিয়ে আলোচনা হয়ে থাকে। ছেলেদের কিছু অভ্যাস একেবারেই পছন্দ করেন না কেউ কেউ। আবার এমনও অনেক মহিলা আছেন, পুরুষদের মধ্যে কোনও বিশেষ স্বভাব থাকলে তবেই মনে ধরে তাঁদের।

চাণক্য-নীতি অনুসারে, পুরুষদের মধ্যে কিছু অভ্যাস বা গুণ আছে, যা মহিলাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। এগুলিকে তাদের দুর্বলতাও বলা যেতে পারে। ভাবছেন তো আপনার মধ্যেও আছে কি না সেই সব স্বভাব?

Advertisement

সততা: সৎ ব্যক্তিরা নারীদের মন জয় করে সকলের আগে। সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সবটা খুলে বলুন। নিজের ভাল দিকগুলি তো অবশ্যই বলবেন, তবে নিজের মন্দ দিকগুলিও গোপন করবেন না। এই অভ্যাস কিন্তু নারীদের দুর্বলতা হিসাবে বিবেচিত হতে পারে।

ভাল আচরণ: চাণক্য-নীতি অনুসারে, মহিলারাও লক্ষ্য করেন যে, পুরুষরা অন্যদের প্রতি কেমন আচরণ করছেন। ধরুন আপনারা কোনও রেস্তরাঁয় খেতে গেলেন। বান্ধবীর সঙ্গে কথাবার্তা বেশ ভালই জমছিল! খাবার আসতে দেরি হওয়ায় আপনি সেখানকার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে বসলেন। এই আচরণ কিন্তু আপনার বান্ধবীর মনে অসন্তোষ তৈরি করতে পারে। সম্পর্ক প্রথমেই বিগড়ে যেতে পারে।

সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সবটা খুলে বলুন।

সম্পর্কে জড়ানোর সময়ে বান্ধবীকে নিজের ব্যাপারে সবটা খুলে বলুন। ছবি: শাটারস্টক।

ভাল শ্রোতা: সকল মহিলাই আশা করেন যে, তাঁর সঙ্গী তাঁর কথা শুনবেন এবং তাতে মনোযোগ দেবেন। যা-ই হোক, যে পুরুষের মধ্যে ভাল শ্রোতা হওয়ার গুণ থাকে, নারীরা তাঁকেই বেশি পছন্দ করেন। এ ছাড়াও, মহিলারা সেই পুরুষকে পছন্দ করেন, যাঁর অহঙ্কার।

আত্মসম্মানের যত্ন: যে পুরুষ অন্য নারীর সম্মান করেন, তাঁরাই নারীদের মনে জায়গা করে নেন সকলের আগে। পুরুষদের এই অভ্যাস কিন্তু নারীদের দুর্বলতার কারণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement