Sonakshi Sinha’s Love Story

কে প্রথম কাছে এসেছিলেন? জ়াহিরের সঙ্গে প্রেমপর্ব শুরুর কাহিনি ফাঁস করলেন সোনাক্ষী

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন সোনাক্ষী। ফাঁস করলেন অনেক গোপন কথা। কী বললেন নায়িকা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৪:০০
প্রেম নিয়ে খোলাখুলি আলোচনায় সোনাক্ষী।

প্রেম নিয়ে খোলাখুলি আলোচনায় সোনাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।

চলতি বছরের জুন মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হা এবং অভিনেতা জ়াহির ইকবাল। বাড়িতে নিকটাত্মীয় আর বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন দু’জনে। দীর্ঘ দিনের আলাপ দু’জনের। কিন্তু কে প্রথম কাছে এসেছিলেন, সেই বিষয়টি কোনও দিনও খোলসা করেননি যুগলের কেউই।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, তিনিই প্রথম প্রেমপ্রস্তাব দিয়েছিলেন জ়াহিরকে। সোনাক্ষীর কথায়, ‘‘আমি প্রথম জ়াহিরকে বলি যে, আমি ওকে ভালবাসি। শুধু তা-ই নয়, জ়াহিরকে বলেছিলাম, আমি ওকেই বিয়ে করব, ওর পছন্দ হোক বা না হোক।’’

সলমন খানের বাড়ির পার্টিতে প্রথম আলাপ হয় সোনাক্ষী-জ়াহিরের। সলমনই নাকি ছিলেন তাঁদের বিয়ের ঘটক।

বিয়ের আগে প্রতি বছর ‘রামায়ণ’, অর্থাৎ নিজের বাড়িতে ধুমধাম করে দীপাবলি পালন করতেন নায়িকা। তবে, এ বছরটা একেবারেই আলাদা। বিয়ের পর এই বছর প্রথম দীপাবলি উদ্‌যাপন করলেন সোনাক্ষী-জ়াহির। বাড়িতে পুজো করার পর জ়াহিরের পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটিয়েছেন নায়িকা। দীপাবলিতে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন তিনি। নায়িকার পরনে ছিল সবুজ আর সোনালি রঙের সালোয়ার-কামিজ, জ়াহির পরেছিলেন কালো কুর্তা-পাজামা। দীপাবলি উপলক্ষে জমকালো সাজেননি অভিনেত্রী। কানে ঝুমকো, ছোট টিপ আর খোলা চুলে ছিমছাম সাজেই নজর কেড়েছেন সোনাক্ষী।

Advertisement
আরও পড়ুন