প্রীতি জিন্টা। —ফাইল চিত্র।
ভাল সময় কাটানোর জন্য, কয়েকটা ভাল মুহূর্তের জন্য চেষ্টার অন্ত নেই। তার জন্য সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করতেও দ্বিধা করেন না মানুষ। কিন্তু অভিনেত্রীর প্রীতি জিন্টার উপলব্ধি, ‘‘জীবনের সেরা মুহূর্তগুলো পাওয়া যায় বিনামূল্যেই।’’
অভিনেত্রী তাঁর ওই অনুভূতির কথা লিখেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে তিনটি ছবিও দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, রান্নাঘরে অভিনেত্রীর মা একটি রুটি হাতে ধরে দাঁড়িয়ে আছেন। আর তাঁর পাশে ছোট্ট এবং গোল রুটির দিকে তাকিয়ে বেলন হাতে দাঁড়িয়ে আছে প্রীতির তিন বছরের ছেলে জয়। বাকি ছবিতে কোথাও চাকিতে আটার গুঁড়ো ছড়াতে দেখা যাচ্ছে জয়কে, কোথাও আটার লেচিতে চাপ দিচ্ছে সে। ক্যাপশনে প্রীতি লিখেছেন, ‘‘জীবনের সেরা মুহূর্ত হল সবচেয়ে ছোট্ট রাঁধুনি জয় আর তার দিদার (প্রীতির মা) হাতে তৈরি রুটি খাওয়া। সবাইকে শুভ রবিবার!’’
নিয়মিত সিনেমা না করলেও প্রীতিরও নানারকম ব্যস্ততা থাকে। আইপিএলের প্রস্তুতির পাশাপাশি, শরীরচর্চা, বিভিন্ন ব্র্যান্ডের প্রচার, কাজের প্রয়োজনে বিদেশ সফর— করতে হয় অভিনেত্রীকে। ১০টা-৭টার চাকরি করা আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রবিবারের ছুটির দিনটুকু তিনি সময় পান পরিবারের সঙ্গে সময় কাটানোর। সেই আনন্দই প্রীতি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তাঁর শেয়ার করা ছবির একটিতেও প্রীতিকে দেখা যাচ্ছে না। তবে মা এবং ছেলের সঙ্গে প্রীতি যে দারুণ মিষ্টি সময় কাটাচ্ছেন, তা স্পষ্ট।
প্রীতির পোস্ট দেখে অনেকেই লিখেছেন, জীবনের ওই ছোট ছোট আনন্দগুলোই সুখস্মৃতি। কাছের মানুষের সঙ্গে আড্ডা, খুনসুটি, হাসি ঠাট্টা, এক সঙ্গে রান্না করা— এই সবই তো জীবনকে জীবন বানায়।