Marijuana

Marijuana: গাঁজায় বাড়ে যৌনসুখ! গবেষকদের দাবিতে বিতর্ক

গাঁজাই নাকি বাড়িয়ে দিতে পারে যৌন মিলনের সুখ। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন স্পেনের একদল গবেষক।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১৮:৫৮
গঞ্জিকা সেবন নিয়ে বিতর্কিত দাবি

গঞ্জিকা সেবন নিয়ে বিতর্কিত দাবি ছবি: সংগৃহীত

ভারতে আইনত নিষিদ্ধ গঞ্জিকা সেবন। কিন্তু এই গাঁজাই নাকি বাড়িয়ে দিতে পারে যৌন মিলনের সুখ। এমনিই চাঞ্চল্যকর দাবি করলেন স্পেনের একদল গবেষক।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

স্পেনের আলমেইরা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২৭৪ জন নারী-পুরুষের মধ্যে এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ছিলেন ৮৯জন ও ১৮৫ জন ছিলেন মহিলা। সকলেরই বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে।

গবেষণাটি বলছে নারী ও পুরুষ উভয় ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মেহন ও সঙ্গমের ক্ষেত্রে গঞ্জিকা সেবনকারী ব্যক্তিরা অনেক বেশি পরিতৃপ্ত হয়েছেন। সঙ্গমের সুখানুভূতি বৃদ্ধি করলেও গাঁজা কিন্তু যৌন মিলনের কামনা বৃদ্ধি করেনি বলেই মত গবেষকদের। তবে এই গবেষণা কতটা সঠিক তা নিয়ে অবসর রয়েছে বিতর্কের। বিশেষজ্ঞদের একটি বড় অংশের দাবি গাঁজা পুরুষের শুক্রাণুর ক্ষতি করতে পারে। দাবি পাল্টা দাবির মধ্যে যে বিষয়টি নিয়ে কোনও দ্বিমত নেই তা হল, এই ব্যাপারে আরও গবেষণা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন