Pet Care

প্রথম বার কুকুর পুষছেন? তার সঠিক যত্ন নেবেন কী ভাবে?

বাড়িতে কুকুরছানা এনেছেন? কিন্তু মনে রাখবেন, সেই সারমেয় শাবকটির সব দায়িত্ব কিন্তু এখন থেকে আপনার। তাই, তার যত্ন নেওয়ার সঠিক উপায় জেনে নেওয়া একান্ত প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৯:৩০
আদরের পোষ্যের যত্ন নেবেন কী ভাবে।

আদরের পোষ্যের যত্ন নেবেন কী ভাবে। ছবি: সংগৃহীত।

বাড়িতে পোষ্য আনা যায় ইচ্ছে হলেই। কিন্তু, তার যত্ন নেওয়া সহজ নয়। জেনে নিন, আপনার আদরের কুকুরছানাটির যত্ন নেওয়ার কিছু নিয়ম।

Advertisement

নিয়ম ১:- প্রশিক্ষণ শুরু করুন প্রথম দিন থেকেই

আপনার কুকুরকে প্রথম থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু করুন। আপনার কুকুরছানাটি বুঝতে শিখবে যে, আপনি তার কাছ থেকে কী আশা করছেন এবং তার নিজেরও আপনার বাড়ির পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধে হবে।

নিয়ম ২:- কুকুরছানার সুষম খাদ্য প্রয়োজন, সে দিকে খেয়াল রাখুন

আপনি আপনার কুকুরছানাকে কী খাওয়ান, তা সত্যিই গুরুত্বপূর্ণ। বেড়ে ওঠার জন্য তার প্রয়োজন সঠিক পরিমাণে প্রোটিন, ফ্যাট, এবং ভিটামিন। এর সঙ্গে প্রয়োজন, তাকে নির্দিষ্ট সময়ে খেতে দেওয়া। সর্বদা খেয়াল রাখুন, আপনার কুকুরছানাটি যেন প্রচুর পরিমাণে জল পায়।

নিয়ম ৩:- আপনার কুকুরছানাকে পরিষ্কার রাখুন

অল্প বয়সেই আপনার কুকুরছানাকে নিয়মিত স্নানের অভ্যাস করান। আপনার কুকুর যত তাড়াতাড়ি পদ্ধতিটি জানবে, তত সহজে সে এতে অভ্যস্ত হয়ে উঠবে।

নিয়ম ৪:- কুকুরছানার নিয়মিত দাঁতের যত্ন প্রয়োজন

প্রথম থেকে আপনার কুকুরছানার দাঁতের যত্ন নিলে, পরবর্তী কালে অনেক সমস্যা প্রতিরোধ সম্ভব হবে। প্রকৃত পক্ষে, কুকুরদের ক্ষেত্রে দাঁতের সমস্যা খুব বেশি দেখা যায়। তাই শুরু থেকেই আপনার কুকুরছানার দাঁত ব্রাশ করানো শুরু করুন।

নিয়ম ৫:- আপনার কুকুরছানাকে প্রতিদিন ব্যায়াম করান

নিয়মিত ব্যায়াম যেন আপনার কুকুরছানার প্রাত্যহিক কাজের অঙ্গ হয়। আপনার কুকুরের জন্য কী ধরনের ব্যায়াম উপযুক্ত, তা তার আকার, বয়স ও প্রজাতির উপরও নির্ভর করবে।

নিয়ম ৬:- নিয়মিত পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক

বাড়িতে কুকুরছানা আনার সঙ্গে সঙ্গে পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় টীকাকরণের ব্যবস্থা করুন। এ ছাড়াও নিয়মিত পশুচিকিৎসকের পরামর্শ নিন।

স্নেহের পোষ্য।

স্নেহের পোষ্য। ছবি: সংগৃহীত

নিয়ম ৭:- বাড়িতেই নিয়মিত আপনার কুকুরছানার স্বাস্থ্য পরীক্ষা করুন

আপনি বাড়িতে নিয়মিত আপনার কুকুরছানার স্বাস্থ্যপরীক্ষা করুন। ঘন ঘন তার ওজন, ত্বক, চোখ, কান, দাঁত পরীক্ষা করুন, যাতে ছোট সমস্যা প্রথম দিকেই নজরে পড়ে।

নিয়ম ৮:- আপনার কুকুরছানাকে অন্যান্য কুকুরের সঙ্গে মিশতে দিন

আপনার কুকুরছানাটিকে একটি প্রাপ্তবয়স্ক কুকুরের সঙ্গে মেলামেশার সুযোগ করে দিন। বেশির ভাগ প্রাপ্তবয়স্ক কুকুর আক্রমণাত্মক হয় না।

নিয়ম ৯:- পুরস্কৃত করুন

আপনার কুকুকে সঠিক আচরণ শেখানোর একটা উপায় হল, সে কাঙ্ক্ষিত আচরণ করলে, তাকে কিছু একটা উপহার দিন বা পছন্দের জিনিস খেতে দিন, সঙ্গে, তাকে প্রশংসা করুন। সে সঠিক আচরণটি অভ্যাস করতে উৎসাহ বোধ করবে।

নিয়ম ১০:- ধৈর্য ধরুন

একটি কুকুরছানাকে বড় করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন। তাকে সময় দিন, সঙ্গ দিন, তার সঙ্গে খেলুন।

কুকুরের যত্নের বিষয়ে পড়াশোনা করুন। অন্যান্য কুকুরের মালিকদের সঙ্গে কথা বলুন, পশুচিকিৎসকের সঙ্গেও কথা বলুন। এতে আপনার কুকুর ভাল থাকবে আর সুস্থ ভাবে বেড়েও উঠবে।

Advertisement
আরও পড়ুন