দাম্পত্য সম্পর্ক ভাল রাখতে তাই ভাল রাখুন স্ত্রীকে। ছবি: সংগৃহীত
বেশির ভাগ সংসারের সবটা সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখেন মহিলারাই। সংসারের হাল ধরা থাকে তাঁদেরই হাতে। কিন্তু বাড়ির সকলের খেয়াল রাখতে গিয়ে আলাদা করে আর নিজেদের দিকে তাকানোর সময় পান না তাঁরা। এ ক্ষেত্রে স্ত্রীকে ভাল রাখার দায়িত্ব স্বামীর উপরেই বর্তায় বটে। দাম্পত্য সম্পর্ক ভাল রাখতে তাই ভাল রাখুন স্ত্রীকে। বাড়তি যত্ন নিন তাঁর প্রতি।
কী ভাবে নেবেন বউয়ের যত্ন?
১) সারা দিনের শত ব্যস্ততার মাঝে এক বার হলেও ফোন করে বউয়ের খোঁজ নিন। খেয়েছেন কিনা জিজ্ঞাসা করুন।
২) অফিস থেকে বাড়ি ফেরার পথে উপহার হিসাবে আনতে পারেন আপনার স্ত্রীর পছন্দের ফুল অথবা প্রিয় লেখকের বই।
৩) অফিস থেকে বাড়ি ফিরেই মোবাইল নিয়্ ব্যস্ত হয়ে পড়বেন না। স্ত্রীকে সময় দিন। গল্প করুন। সারা দিন দুজনের কেমন কাটল, তা নিয়ে কথা বলুন।
৩) সপ্তাহান্তে স্ত্রীকে চমকে দিতে তাঁকে নিয়ে বেরিয়ে পড়তে পারেন লং ড্রাইভে।
৫) স্ত্রীকে হঠাৎ চুপচুাপ দেখলে এড়িয়ে না গিয়ে বরং জিজ্ঞাসা করুন, কী হয়েছে। কী কারণে মন খারাপ হয়েছে জানতে চান।