Pets Care Tips

কড়কড় বাজের শব্দে ভয় পায় পোষ্য? ঝড়বৃষ্টির সময়ে কী ভাবে আগলে রাখবেন ওদের

ঝড়বৃষ্টির সময়েও আমাদের বাড়ির পোষ্যদের দিকে আলাদা করে নজর দেওয়া উচিত। এই সময়ে ওদের কী ভাবে যত্ন নেবেন, রইল তার সন্ধান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৪ ১৩:৪৯
How to keep your pets safe and relaxed during storms

ঝড়বৃষ্টির সময়ে পোষ্যর বিশেষ যত্ন নেওয়া উচিত। ছবি: সংগৃহীত।

তুমুল ঝড়বৃষ্টিতে আমরা যেমন নিরাপদ আশ্রয় খুঁজি, তেমন পশুপাখিরাও খোঁজে। প্রচণ্ড ঝড় বা মুষলধারে বৃষ্টি, ঘন ঘন বাজ পড়লে তারাও ভয় পায়। যাদের বাড়িতে পোষ্য আছে, তাদের এই সময়টাতে তাই অনেক বেশি সতর্ক থাকতে হবে। ঝড়বৃষ্টির সময়েও আমাদের বাড়ির পোষ্যদের দিকে আলাদা করে নজর দেওয়া উচিত। এই সময়ে ওদের কী ভাবে যত্ন নেবেন, রইল তার সন্ধান।

Advertisement

১) বাজের শব্দে প্রচণ্ড ভয় পায় পোষ্যরা। দিশাহার হয়ে ছোটাছুটি শুরু করে। কামড়েও দিতে পারে। তাই এই সময়ে পোষ্যদের বাড়ির ভিতরেই রাখুন।

২) অনেকের বাড়িতেই বাগানে বা বারান্দায় পোষ্যদের থাকার ব্যবস্থা করা হয়। ‘ডগ হাউস’ থাকে। মনে রাখবেন, ঝড়বৃষ্টি, বজ্রপাত শুরু হলে তাদের ঘরের বাইরে রাখবেন না। দরকার হলে ঘরের ভিতরেই আলাদা জায়গা তৈরি করে দিন। এতে পোষ্যরাও বুঝবে তারা নিরাপদ, আপনি পাশেই আছেন।

৩) পোষ্যদের বেঁধে রাখবেন না। তাদের খোলা রাখুন। মেঘ ডাকতে শুরু করলেই দেখবেন খাটের নীচে বা শৌচাগারে গিয়ে লুকনোর চেষ্টা করছে। তাই এমন জায়গা দিন যেখানে ওরা নিরাপদে থাকতে পারে।

৪) ঘরের ভিতরেই এমন ‘শেল্টার’ তৈরি করে দিন যেখানে ওর আঘাত পাওয়ার আশঙ্কা কম। কারণ ভয় পেয়ে দৌড়লে আচমকা কোথাও আঘাত লাগতে পারে। আশপাশে ধারালো কোনও বস্তু রাখবেন না।

৫) বাজ পড়লে তার আওয়াজে অনেক সময়েই পোষ্য প্রচণ্ড অস্থির হয়ে যায়, থরথর করে কাঁপতেও থাকে। তাই বাজের আওয়াজ যাতে কানে যায়, সে জন্য ওদের কান চেপে রাখুন।

৬) পোষ্য যে ঘরে রয়েছে সেখানে হালকা মিউজিক চালিয়ে দিন। ওতে ওদের মন অন্য দিকে থাকবে।

৭) পোষ্য প্রচণ্ড অস্থির হয়ে উঠলে আপনি গায়ে-মাথায় হাত বুলিয়ে আদর করুন। পাশে নিয়ে ওদের অল্প অল্প করে পছন্দের জিনিস খাওয়াতে থাকুন। এতে ওদের মন শান্ত থাকবে।

৮) ঝড় থেমে গেলে খেয়াল রাখুন বাড়ির বাইরে বা বারান্দায় এমন কিছু উড়ে এসে পড়েছে কিনা, যাতে পোষ্যের আঘাত লাগতে পারে।

৯) যদি দেখেন পোষ্য প্রচণ্ড ভয়ে রয়েছে বা আপনি ওর অস্থির আচরণ সামলাতে পারছেন না, তা হলে দেরি না করে পশু চিকিৎসকের কাছে নিয়ে যান।

Advertisement
আরও পড়ুন