Extramarital

Extramarital Relationship: পরকীয়া প্রেম কী ভাবে ফিরিয়ে আনতে পারে দাম্পত্যের সুখ?

পরকীয়া প্রেমই উন্নত করতে পারে দম্পতির মধ্যে সম্পর্ক। এ কথা শুনে অবাক হচ্ছেন?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:২২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দাম্পত্য-সুখ অনেক সময়ে নষ্ট হয় তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে। স্বামী বা স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক হলে বহু ক্ষেত্রেই একে-অপরের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার ফলে অবিশ্বাস, ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকেই। এমন ক্ষেত্রে বহু সংসারও ভাঙতে দেখা গিয়েছে। কিন্তু তার মানেই কি পরকীয়া সম্পর্ক সব সময়ে ক্ষতি করে? তা কিন্তু নয়। এমনও দেখা গিয়েছে, পরকীয়া প্রেমই উন্নত করতে পারে দম্পতির মধ্যে সম্পর্ক।

Advertisement

এ কথা শুনে অবাক হচ্ছেন?

অবাক হতে পারেন অনেকেই। কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞেরা বলেন, মাঝেমধ্যে একটি পরকীয়া প্রেম বিবাহ সতেজ করতে পারে।

কী ভাবে বিয়ে মজবুত করতে সাহায্য করে পরকীয়া সম্পর্ক?

১) নতুন প্রেম মন ভাল করে। আপনি আনন্দে থাকলে স্বামী বা স্ত্রীর সঙ্গে আচরণ কোমল হবে। তাতে সংসারে অশান্তি কমবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২) নতুন একটি সম্পর্কে জড়ালে দম্পতির মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়। একটু দূর থেকে নিজের দাম্পত্যের সমস্যাগুলি স্পষ্ট ভাবে দেখা যায়। তা ঠিক করার সুযোগ তৈরি হয়।

৩) আর এক জনের সঙ্গে প্রেমে থাকলে বহু বিবাহিত ব্যক্তির মনেই অপরাধবোধ দেখা দেয়। তখন স্বামী বা স্ত্রী ছোটখাটো দোষ-ত্রুটি ক্ষমা করে দেওয়া সহজ হয়।

Advertisement
আরও পড়ুন