Pet

Pet’s Diet: গরমে সুস্থ রাখতে পোষ্য কুকুরটিকে কী খাওয়াবেন?

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে গরমে ভাল থাকে পোষ্যরা। তা ছাড়াও পোষ্যদের শরীর সুস্থ রাখতে তাদের খাওয়াদাওয়াতেও বাড়তি নজর দেওয়া জরুরি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ১৯:৫১
গরমে পোষ্যদের আরও বাড়তি যত্নের প্রয়োজন।

গরমে পোষ্যদের আরও বাড়তি যত্নের প্রয়োজন। ছবি: সংগৃহীত

গরমে নিজের খেয়াল রাখার পাশাপাশি বাড়ির খুদে পোষ্যটিকেও ভাল রাখা জরুরি। যে বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে পোষ্যদের রাখার সুযোগ আছে তার কথা আলাদা। অনেকের বাড়িতেই এমন ব্যবস্থা থাকে না। সে ক্ষেত্রে পোষ্যদের আরও বাড়তি যত্নের প্রয়োজন। বিশেষ করে খাবারে।

গরমে যাতে আপনার প্রিয় পোষ্যটি সুস্থ থাকে তার জন্য কী কী খাবার বাছবেন?

Advertisement

তরমুজ

এতে জলের পরিমাণ প্রচুর। গরমে পোষ্যর পেটের জন্য বেশ উপকারী হবে। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ তরমুজ পোষ্যর রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলবে। তবে তরমুজ খেতে দেওয়ার আগে বীজ ছাড়িয়ে দেবেন। নয়তো গলায় আটকে যেতে পারে।

শশা

খুব বেশি পরিমাণে না হলেও গ্রীষ্মে শশা খেতে দিতে পারেন পোষ্যকে। শশায় প্রচুর জল আছে। পোষ্যর পেট অনেকক্ষণ ভরাও থাকবে।

ডাবের জল

গরমে পেট ঠান্ডা রাখতে ডাবের জলের বিকল্প নেই। পোষ্যকে সুস্থ রাখতেও তাই ডাবের জল খাওয়াতে পারেন। ডাবের জলে থাকা ইলেকট্রোলাইট গরমে পোষ্য কুকুরটির শরীরও তাজা রাখবে।

আদা

গরমে কুকুরদের পেটের সমস্যা খানিক হলেও বৃদ্ধি হয়। এর সবচেয়ে ভাল ওষুধ হল আদা। ডাবের জলের সঙ্গে আদা মিশিয়ে খাওয়াতে পারেন পোষ্য কুকুরকে। ভাল থাকবে পোষ্যর পেট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement