Parenting Tips

খুদে একা একা খাওয়া শুরু করেছে? ভুলেও ওর হাতে ৫ খাবার দেবেন না

আপনার চোখের আড়ালে কোনও খাবার শিশুর গলায় আটকে গেলে মুশকিল। জেনে নিন, খুদে নিজের হাতে খাওয়া শুরু করলে কিছু খাবার ভুলেও তাদের হাতে দেওয়া চলবে না। এই পরামর্শ না মানলে কিন্তু যখন-তখন বিপদ ঘটতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৬
খুদের হাতে কোন ৫ খাবার দেওয়া চলবে না?

খুদের হাতে কোন ৫ খাবার দেওয়া চলবে না? ছবি: সংগৃহীত।

মাঝেমধ্যেই আমরা শিশুদের শুকনো কোনও খাবার দিয়ে বসিয়ে দিই। তারা কখনও সেই খাবার নিয়ে নিজের মতো খেলতে থাকে, কখনও আবার খাবারটি মুখেও পুরে দেয়।

Advertisement

নিজের হাতে খেতে শেখানোর জন্যও অভিভাবকেরা অনেক সময়েই খুদের সামনে খাবারের প্লেট দিয়ে বসিয়ে দেন। তবে এ ক্ষেত্রে বাবা-মায়েদের একটু সাবধান হওয়া জরুরি।

আপনার চোখের আড়ালে কোনও খাবার শিশুর গলায় আটকে গেলে মুশকিল। জেনে নিন, খুদে নিজের হাতে খাওয়া শুরু করলে কোন খাবারগুলি ভুলেও তাদের হাতে দেওয়া চলবে না। এই পরামর্শ না মানলে কিন্তু যখন-তখন বিপদ ঘটতে পারে।

পপকর্ন: সিনেমা দেখতে দেখতে মাঝেমধ্যেই আমরা পপকর্ন খাই। তবে খুদের হাতে পপকর্নের বাটি ধরিয়ে দেওয়ার আগে সতর্ক থাকুন। পপকর্ন শুকনো হয়, এর দানা শিশুদের গলায় ঢুকে গেলেই বিপদ ঘটতে পারে।

ক্যান্ডি: রংবেরঙের ক্যান্ডি খেতে শিশুরা বেশ ভালবাসে। তবে তাদের হাতে ক্যান্ডি তুলে দেওয়ার আগে সতর্ক থাকবেন। খুব বেশি বড় ও শক্ত ক্যান্ডি কিন্তু তাদের গলায় আটকে যেতে পারে।

আঙুর: খুদের হাতে ভুলেও গোটা আঙুর ধরিয়ে দেবেন না। আঙুর টুকরো করে কেটে তবেই খেতে দেবেন। না হলে কিন্তু এই গোলাকার ফল গলায় আটকে যাওয়ার ঝুঁকি থেকেই যায়।

বাদাম: শিশুদের যে কোনও ধরনের বাদাম, যেমন কাজু, আমন্ড, চিনাবাদাম দেওয়ার আগে সতর্ক থাকুন। এগুলিও কিন্তু শিশুর গলায় আটকে বিপদ ঘটতে পারে।

চিউইংগাম: খুব ছোট শিশুদের হাতে চিউইংগাম কিংবা মার্শমেলো ভুলেও দেবেন না। এই জাতীয় খাবার ওদের গলায় আটকে যাওয়ার আশঙ্কা খুব বেশি।

আরও পড়ুন
Advertisement