Bizarre News

৩০ বছরের ছোট পরিচারককেই বিয়ে করলেন গৃহকর্ত্রী! একাকিত্ব থেকেই কি এমন সিদ্ধান্ত?

সম্প্রতি পাকিস্তানের এক মহিলার প্রেম কাহিনি নিয়ে বেশ চর্চা চলছে। ৫০ বছর বয়সি সেই মহিলা ২০ বছরের এক যুবকের প্রেমে পড়েছেন। সেই যুবক আবার কাজ করেন ওই মহিলারই বাড়িতে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৯:২৫
পরিচারক হলেন গৃহকর্তা।

পরিচারক হলেন গৃহকর্তা। ছবি: সংগৃহীত

বয়স কিংবা সামাজিক প্রতিপত্তি কোনও কিছুই প্রেমে বাধা হতে পারে না— বার বার তা প্রমাণিত হয়েছে। সম্প্রতি পাকিস্তানের এক মহিলার প্রেমের কাহিনি বেশ চর্চিত হচ্ছে। ৫০ বছর বয়সি সেই মহিলা ২০ বছরের এক যুবকের প্রেমে পড়েছেন। সেই যুবক আবার সেই মহিলারই বাড়িতে কাজ করেন। প্রেমের সম্পর্ক গড়িয়েছে বিয়েতেও।

ইসলামাবাদের নাজিয়া বাড়িতে একাই থাকতেন। বাড়ির পরিচারক সুফিয়ানের প্রেমে পড়েন তিনি। ১৮,০০০ টাকা মাইনেতে বেশ কিছু দিন ধরেই নাজিয়ার বাড়িতে কাজ করছিলেন সুফিয়ান।

Advertisement

একাকিত্বের সমস্যায় ভুগছিলেন নাজিয়া। আপন বলতে তেমন কেউ নেই। সুফিয়ানের ব্যবহার, আচার-আচরণ মনে ধরে তাঁর। দিন কয়েকের মধ্যেই নাজিয়া বুঝতে পারেন, সুফিয়ানের প্রেমে পড়েছেন তিনি। নাজিয়া জানান, সুফিয়ান কখনও তাঁকে খারাপ নজরে দেখেননি। সুফিয়ান সকলকে যেমন সম্মান করেন, ঠিক তেমনই সম্মান করতেন তাঁকেও। তাঁর নরম স্বভাবই নাজিয়ার মনে ধরে। নাজিয়া নিজেই সুফিয়ানকে বিয়ের প্রস্তাব দেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজিয়া বলেন, ‘‘আমার প্রস্তাব শুনে সুফিয়ানের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। নিজেকে একটু সামলে নিয়ে সে বলে উঠল, ‘আমিও তোমায় ভালবাসি।’’’

নাজিয়ার জ্বর হলে ওষুধ দেওয়া থেকে শুরু করে বাড়িতে রান্না করা, সব কাজ একা হাতেই সামলান সুফিয়ান। নাজিয়ার মতে সুফিয়ান তাঁর জীবনের প্রকৃত সলমন খান।

Advertisement
আরও পড়ুন