Relationship Tips

Relationship: প্রেমিকের সঙ্গে সমস্যা? আলোচনার সময়ে কোনও ফাঁক থেকে যাচ্ছে না তো

সঙ্গীর কথা শোনার জায়গায় নিজে এর পরে কী বলবেন, তা ভাবতে থাকেন কি? এ সমস্যা অনেকেরই হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২১:০৪
সম্পর্কে হার-জিত গুরুত্বপূর্ণ নয়। একে অপরের কথা বুঝে চলতে পারাই আসল।

সম্পর্কে হার-জিত গুরুত্বপূর্ণ নয়। একে অপরের কথা বুঝে চলতে পারাই আসল। ফাইল চিত্র

যে কোনও দু’জনের মধ্যেই কথোপকথ জরুরি। তার মধ্যে দিয়েই বেঁচে থাকে সম্পর্ক। না হলে আরও কত ধরনের সমস্যা হতে পারে, কে জানে!

তাই বলে কি কথা বলতে গিয়ে সমস্যা হয় না? তা-ও হয়। কথায় কথায় উদয় হয় নিত্য নতুন ঝঞ্ঝাট। দু’জনের কথার মাঝে কী এমন ঢুকে পড়ে, যাতে সমস্যা দেখা দেয়? কয়েকটি ভুল করে ফেলেন অনেকেই। সে ভ্রান্তিই পরের আরও বহু অসুবিধার সৃষ্টি করে।

Advertisement

কোন ধরনের ভাবনা কথার মাঝে চলে এলে তৈরি হয় সমস্যা?

১) সঙ্গীর কথা শোনার জায়গায় নিজে এর পরে কী বলবেন, তা ভাবতে থাকেন কি? এ সমস্যা অনেকেরই হয়। এতে অনেক সময়েই বুঝে ওঠা হয় না সঙ্গীর বক্তব্য। তার জেরেই আরও অস্বস্তিকর মুহূর্ত তৈরির অবকাশ থাকে।

কোন কথা বলবেন, আর কোন শব্দ ব্যবহার করবেন না, মনে রাখতে হবে।

কোন কথা বলবেন, আর কোন শব্দ ব্যবহার করবেন না, মনে রাখতে হবে। ফাইল চিত্র

২) কোনও অস্বস্তিকর ঘটনার পরেই নিজের অবস্থান প্রমাণ করার চেষ্টা চলে আসে। নিজে ভুল পদক্ষেপ করেননি, তা বোঝাতে চান সঙ্গীকে। কিন্তু সম্পর্কে হার-জিত গুরুত্বপূর্ণ নয়। একে অপরের কথা বুঝে চলতে পারাই আসল। তা হয়ে ওঠে না এ ক্ষেত্রে।

৩) দুঃখ বা রাগের সময়ে এমন কিছু কথা বলে দেওয়ার প্রবণতা দেখা দেয়, তা আরও সমস্যা ডেকে আনে। কোন কথা বলবেন, আর কোন শব্দ ব্যবহার করবেন না, মনে রাখতে হবে। না হলে খুবই সমস্যায় পড়তে পারেন। সম্পর্ক যত্ন চায়। কঠিন শব্দ উচ্চারণ অনেক সময়ে তা নষ্ট করে দিতে পারে।

আরও পড়ুন:
Advertisement
আরও পড়ুন