Parenting Tips

Parenting: শিশুর সঙ্গে বন্ধুত্ব করতে চান? বাবাদের জন্য রইল পরামর্শ

নিজের মতো করে সন্তানকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে পারেন বাবারা। করতে হবে সহজ কয়েকটি কাজ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ২১:৩৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শিশুদের মায়ের কোলে সুন্দর দেখায়। এ কথার সঙ্গে পরিচিত সমাজ।

তাই বলে কি বাবারা শিশুর বন্ধু হয়ে উঠতে পারেন না? তা কিন্তু একেবারেই নয়। বরং সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরির সময় হল শৈশব। তখন থেকেই বাবারও তার কাছে যাওয়ার চেষ্টা করা প্রয়োজন।

Advertisement

মায়েদের দায়িত্ব থাকে অনেক। সেই সূত্রে সন্তান প্রথম কয়েকটা মাস বেশি থাকে মায়ের কোলের কাছেই। সেও এভাবে মায়ের আদরের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।

কিন্তু নিজের মতো করে সন্তানকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে পারেন বাবারাও।

কয়েকটি সহজ কাজ করলে সাহায্য হবে মায়েদের। আবার বন্ধুত্ব হবে শিশুর সঙ্গেও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কেমন সে কাজ?

১) কোলে নিয়ে ঘরের মধ্যেই হেঁটে বেড়ান। বাবার স্পর্শের সঙ্গে এভাবেই অভ্যস্ত হবে শিশুটি।

২) মাঝেমধ্যে খাওয়ানোর দায়িত্ব নিন। যিনি খাইয়ে দেন, তার উপরে নির্ভর করতে শেখে শিশু।

৩) গান করুন বা কথা বলুন শিশুকে সামনে নিয়ে। তবে বাবার গলার স্বরের সঙ্গেও পরিচিত হবে সে।

একটি কাজও কঠিন নয়। নিজের আনন্দের জন্য করতে পারেন সদ্য পিতৃত্বের ভূমিকায় আসা যে কেউ। আবার শিশুও জ্ঞান হওয়ার আগে থেকেই জানতে পারবে যে, তার বাবা মায়ের মতোই ভাল!

Advertisement
আরও পড়ুন