Siblings

Parenting: আপনার দুই সন্তানের মধ্যে কি সম্পর্ক তিক্ত হচ্ছে? কী দেখে বুঝবেন?

একে অন্যের প্রশংসা তো নয়ই, উল্টে সারা ক্ষণ সমালোচনা করেই চলেছে। দু’জনের তিক্ততার এটাই প্রথম লক্ষণ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ১৯:২৭
কী দেখে বুঝবেন দুই সন্তানের সম্পর্কে তিক্ততা দানা বাঁধছে কি না?

কী দেখে বুঝবেন দুই সন্তানের সম্পর্কে তিক্ততা দানা বাঁধছে কি না? ছবি: সংগৃহীত

দুই সন্তানের ঈর্ষা নিয়ে অনেক বাবা-মায়েদেরই সমস্যায় পড়তে হয়। ছোট ভাই বা বোন হওয়ার পরে অনেক শিশুই ঈর্ষায় ভোগে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ঈর্ষা কেটেও যায়। কিন্তু তার পরেও কয়েক জনের ক্ষেত্রে থেকে যেতে পারে এই মানসিকতা। বা সময়ের সঙ্গে সঙ্গে তা নতুন করে আবার জন্ম নিতে পারে।

কী করে বুঝবেন, আপনার সন্তানদের মধ্যে সম্পর্ক তিক্ত কি না? জেনে নিন।

Advertisement

• সমালোচনা করেই যাচ্ছে: একে অন্যের প্রশংসা তো নয়ই, উল্টে সারা ক্ষণ সমালোচনা করেই চলেছে। দু’জনের তিক্ততার এটাই প্রথম লক্ষণ।

• অন্যের মত বদলানো: এক জন সব সময় অন্যজনের মত বদলাতে চাইছে। এটাও তিক্ততার লক্ষণ। ভবিষ্যতে ওদের সম্পর্কে তার প্রভাব পড়তে পারে। তাই দুই সন্তানের মধ্যে দীর্ঘ দিন ধরে তিক্ততা চলতে থাকলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিন।

তিক্ততা কমাতে কী করবেন?

তিক্ততা কমাতে কী করবেন?

• বিশ্বাসঘাতকতা: একে অন্যকে দেওয়া কথা রাখছে না। বরং ইচ্ছা করেই উল্টো কাজটা করছে। এমন হওয়ার অর্থ সম্পর্ক তিক্ত হচ্ছে।

• দোষারোপ করা: এক জন নিজের দোষ অন্য জনের উপর চাপাতে ব্যস্ত। এর অর্থ ওরা পরস্পরকে সহ্য করতে পারছে না।

• দুঃখপ্রকাশ করছে না: ঝগড়া বা অল্প মারামারি হল। কিন্তু তার পরেও এক জন অন্য জনের কাছে দুঃখপ্রকাশ করছে না, বা তার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিচ্ছে না। এমন হলে বুঝতে হবে, এই সমস্যা সহজে মেটার নয়।

এ ধরনের সমস্যা চলতে থাকলে তা

Advertisement
আরও পড়ুন